অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

আজকে আমাদের আলোচনার বিষয় অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা । এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

একটি আবাসিক ইমারতের শরন কক্ষের আসবাব সজ্জা অটোক্যাডে অঙ্কন

যন্ত্রপাতি ও মালামাল কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)। [পরবর্তী প্রতিটি ব্যবহারিকে একই হবে।]

অঙ্কন প্রণালি:

অটোক্যাডে একটি আবাসিক ইমারতের শরন কক্ষের আসবাব সজ্জা অঙ্কনের জন্য কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

 

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

চিত্র-১.১.১: শয়ন কক্ষটিতে আসবাব সজ্জা করতে হবে।

প্রথমে অটোক্যাডের লাইন, অফসেট, ট্রিম, সারকেল (Circle) কমান্ডের সাহায্যে শয়ন কক্ষটি এঁকে নিতে হবে।

Command:

স্ট্যান্ডার্ড টুল বারের আইকন এ ক্লিক করে, বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটি (চিত্র ১.১.২) আসবে।

  • ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটির বামদিকে ফোল্ডার এ ক্লিক করলে অনেকগুলো ফোল্ডার এর মধ্যে ডিজাইন সেন্টার নামে একটি ফোল্ডার দেখাৰে ।
  • ডিজাইন সেন্টার ফোল্ডারটিতে ক্লিক করলে বিভিন্ন ফোল্ডার অপশন দেখাবে, যেমন- Electrical Power, Fastener-Metric.dwg, Home-Space Planner.dwg, House Designer.dwg, ইত্যাদি।
  • এখন থেকে Home Space Planner dwg এ ক্লিক করে, আবার ব্লকস (Blocks) এ ক্লিক করতে হবে।

 

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

চিত্র-১.১.২: ডিজাইন সেন্টার ডায়লগ বক্স

  • এতে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স এর ডানদিকে বিভিন্ন আসবাব এর প্রতীক দেখাবে (চিত্র-১.১.৩)।
  • এখন যে প্রতীকটি প্রয়োজন সেটি ধরে এনে বা মাউস প্রতীকটিতে ক্লিক করে চাপ দিয়ে ধরে (Drag) এনে ড্রয়িং এরিয়াতে ছেড়ে দিলে প্রতীকটি ড্রয়িং-এ চলে আসবে।

 

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

চিত্র-১.১.৩: ডিজাইন সেন্টার ডায়লগ বক্স এর ভানে বিভিন্ন আসবাব-এর প্রতীক

  • বারবার প্রতীক আনার সুবিধার জন্য ডিজাইন সেন্টার ডায়লগ বক্সটিকে ড্রয়িং এরিয়ার ডানদিকে রেখে দিলে কাজ করার সুবিধা হবে (চিত্র-১.১.৪)।
  • এবার বেডরুমের আসবাব যেমন-বেড, কেবিনেট বা আলমিরা, ওয়্যারড্রোব, চেয়ার ইত্যাদি যেই আসবাব দরকার সেটির প্রতীকটিকে ধরে রুমে এনে বসাতে হবে।
  • এবার প্রয়োজন হলে ফেল ছোটো বড় করে বা রোটেট করে আসবাবকে সঠিক আকারে ও দিকে ঘুরিয়ে বসাতে হবে।
  • এভাবে পছন্দ অনুযায়ী যে কোনো ফার্নিচার বা আসবাব এনে বসানো যায়।

অটোক্যাডে সিম্বল লাইব্রেরি ব্যবহার করে ফিচার/ফার্নিচার অঞ্চন

অঙ্কন প্রণালি:

এই অধ্যায়ের পূর্বের প্রতিটি কাজে সিম্বল লাইব্রেরি বা ডিজাইন সেন্টার থেকে ফিচার ফার্নিচার অঙ্কন করা হয়েছে। এখানে সিম্বল বা ব্লক তৈরি ও ড্রয়িং-এ ব্যবহার পদ্ধতি বর্ণনা করা হল।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

  • স্টান্ডার্ড টুল বার থেকে বা Ctrl+2 চাপলে ডিজাইন সেন্টার ডায়লগ বক্স আসবে।
  • অটোক্যাডে ডিজাইন সেন্টার থেকে হোম স্পেস প্ল্যানার (House Designer.dwg) ফোল্ডার টিতে ক্লিক করতে হবে।
  • হাউস ডিজাইনার (House Designer.dwg) ফোল্ডার থেকে ররুল (Blocks) এ ক্লিক করলে ফিচার এর সিম্বল দেখাবে।
  • Home Space Designer.dwg ফোল্ডার থেকে রস (Blocks)-এ ক্লিক করলে আসবাব এর সিম্বল দেখাবে।
  • Kitchena.dwg ফোল্ডার থেকে রব্রুস (Blocks)-এ ক্লিক করা কিচেন ফিচার এর সিম্বল দেখাৰে।
  • অনুরূপভাবে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, ল্যান্ডস্কেপিং ইত্যাদি সিমলসমূহ রয়েছে। পূর্বের অটোক্যাড সফটওয়্যার এ লিখল লাইব্রেরি থাকলেও বর্তমানে ডিজাইন সেন্টার এসব সিম্বলসমূহ থাকে।
  • যদি কোনো সিম্বল না থাকে তবে একে নিয়ে ব্লক তৈরি করে নেয়া যায়।
  • ব্লক করার জন ড টুলবার থেকে বা B চাপলে ডিজাইন ব্লক ডেফিনেশন (Block Definition) ডায়লগ বক্স আসিবে।
  • এখান থেকে সিলেক্ট অবজেক্ট এ ক্লিক করে বেই অবজেক্ট এর ব্লক করতে হবে সেটিকে সিলেক্ট করতে হবে। প্র এবার পিক পয়েন্ট-এ ক্লিক করে অবজেক্টের যে বিন্দুকে রেফারেল করে বা যে বিন্দুতে ধরে বসাতে হবে সেই বিন্দুতে ক্লিক করতে হবে। অর্থাৎ অবজেক্টের যে কোনো কর্ণার বিন্দুতে ক্লিক]
  • এবার ব্লকটির একটি নাম লিখতে হবে। যেমন— দরজার সিম্বল অঙ্কনের জন্য D40, D30, Basin 1, Range bd ইত্যাদি নাম দেয়া যায়।
  • এখানে ব্লক ইউনিট ও ড্রয়িং ইউনিট একই থাকবে। Allow Exploding অন করা থাকলে ব্লকটি পরে এডিট করা যায় আর অফ থাকলে ব্লক অবস্থায় থাকে।

 

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

চিত্র-১.৫.১: ব্লক ডেফিনেশন ডায়লগ বক্স

  • এভাবে যতগুলো প্রয়োজন ব্লক করে নিলে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়।
  • ব্লক তৈরি করার পর বা পূর্বে তৈরিকৃত ব্লক ড্রয়িং এ আনার জন্য আইকনে ক্লিক করে বা নেয়া যায়। বা মেনুবারের ইনসার্ট থেকে ব্লক এ ক্লিক করলে ইনসার্ট ডায়লগ বক্স আসবে।
  • এখান থেকে নামের পাশে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে প্রয়োজনীয় সিম্বলটিতে ক্লিক করলে প্রিভিউতে সিম্বলটি দেখাবে।
  • এবার কোন কোণে বসাতে হবে তার মান লিখে দিলে সেই কোণে সিম্বলটি অঙ্কিত হয়ে যাবে।
  • Explode অন করা থাকলে ব্লকটি পরে এডিট করা যায় আর অফ থাকলে ব্লক অবস্থায় থাকে, আবার Explode করে এডিট করতে হয়। তবে অফ করে কাজ করাই ভালো। কপি বা মুভ বা এডিট করার সময় যে কোনো একটি অংশে ক্লিক করলে সম্পূর্ণটি সিলেক্ট হয়ে যায় ।

 

অটোক্যাডে আবাসিক ইমারতের আসবাব সজ্জা

চিত্র- ১.৫.২: ব্লক ইনসার্ট ডায়লগ বক্স

আরও দেখুন :

Leave a Comment