অপটিক্যাল স্কয়ার যাচাই ও সমন্বয়করণ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “ব্যবহারিক” পাঠ এর অংশ।
Table of Contents
অপটিক্যাল স্কয়ার যাচাই ও সমন্বয়করণ
অপটিক্যাল স্কয়ার একটি বৃত্তাকার কৌটা আকৃতির হাত যন্ত্র। এর সাহায্যে শিকল রেখার বাইরের কোনো বিন্দু হতে শিকল রেখার উপর পতিত লম্ব পাদমূল বিন্দু নির্ণয় করা যায় এবং শিকল রেখার কোনো বিন্দুতেও লম্ব স্থাপন করা যায়। এটিতে দু’টি দর্পণ 45° কোণে বসানো থাকে।
এটি দর্পণে আলোর প্রতিফলন নীতি “কোনো আলোকরশ্মি দু’টি দর্পণের উপর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে প্রতিফলিত হলে প্রথম আপতিত রশ্মি ও শেষ প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ দর্পণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের দ্বিগুণের সমান” এর উপর ভিত্তি করে নির্মিত। যেহেতু দর্পণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° তাই প্রথম আপতিত রশ্মি ও শেষ প্রতিফলিত রশ্মির অন্তর্ভুক্ত কোণ 90° হবে। এর ব্যতিক্রমে দর্পণদ্বয়ের সমন্বয়করণের দরকার হবে।
যন্ত্রপাতি :
১ । শিকল
২। অপটিক্যাল স্কয়ার
৩। রেঞ্জিং রড
৪। অ্যারো
কাজের ধারা :
১। সমতল ভূমিতে মোটামুটি এক শিকল দৈর্ঘ্যের একটি শিকল রেখার দু’প্রান্তে A ও B দুটি রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁতে শিকল রেখার মাঝামাঝি শিকল রেখার উপর (C) বিন্দু চিহ্নিত করতে হবে।
২। এবার (C) বিন্দুর উপর চক্ষু উচ্চতায় অপটিক্যাল স্কয়ারটি অনুভূমিক অবস্থায় ধরে (A) রেঞ্জিং রডটিকে অপটিক্যাল স্কয়ারের দিকচক্রবাল আয়নার পারাহীন অংশে দেখতে হবে এবং সহকারীর মাধ্যমে যন্ত্রের সূচক রশ্মির ছিদ্রের দিকে AB শিকল রেখার পাশে (a) বিন্দুতে একটি রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁততে হবে (AB শিকল রেখা হতে মোটামুটি এক শিকলের অধিক দূরে রেঞ্জিং রড পুঁতলে পর্যবেক্ষণ সহজ হয়) যেন দিকচক্রবাল আয়নার পারামণ্ডিত অংশে (a) বিন্দুর রেঞ্জিং রডের প্রতিবিম্ব এবং উক্ত আয়নার পারাহীন অংশে (A) রেঞ্জিং রড একই সরল রেখায় অর্থাৎ শিকল রেখায় দেখা যায় ।
৩। তারপর C বিন্দুর উপরই যন্ত্রটিকে উল্টিয়ে (উপরে অংশ নিচে এবং নিচের অংশ উপরে) ধরে বিপরীত দিকে এসে দিকচক্রবাল আয়নার পারাহীন অংশে (B) রেঞ্জিং রড ও পারামণ্ডিত অংশে (a) রেঞ্জিং রডের প্রতিবিম্ব দেখতে হবে।
(ক) যদি একই সরল রেখায় দেখা যায়, তাহলে অপটিক্যাল স্কয়ারটি ঠিক আছে, সমন্বয়ের দরকার নাই ।
(খ) যদি একই সরল রেখায় দেখা না যায় তবে এটির সমন্বয়ের দরকার আছে। এ অবস্থায় সহকারীর মাধ্যমে (b) বিন্দুতে একটি রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁততে হবে যেন দিকচক্রবাল আয়নার পারাহীন অংশে (B) রেঞ্জিং রড ও পারামণ্ডিত অংশে (b) রেঞ্জিং রডের প্রতিবিম্ব একই সরল রেখায় দেখা যায় ।
৪ । এবার (a) ও (b) রেঞ্জিং রড এর মাঝ বরাবর (d) রেঞ্জিং রড উল্লম্বভাবে পুতে বক্সের উপরের ছিদ্রপথে চাবির সাহায্যে সূচক আয়নাকে সমন্বয় করে (d) রেঞ্জিং রডের প্রতিবিম্ব ও (B) রেঞ্জিং রড একই সরল রেখায় আনতে হবে এবং ধাপ (১) হতে (৩) অনুসরণ করে যাচাই করতে হবে। যন্ত্রের সমন্বয় না হওয়া পর্যন্ত ধাপ (৪)-এ বর্ণিত পদ্ধতিতে সমন্বয় করতে হবে।
সতর্কতা :
১। রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁততে হবে।
২। যন্ত্রের অবস্থান চিহ্নিত বিন্দুর উপর থাকতে হবে। ৩। সমন্বয় একাধিকবার যাচাই করতে হবে
আরও দেখুনঃ