অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

আজকে আমাদের আলোচনার বিষয় অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

অটোক্যাডে একটি বহুতল আবাসিক ইমারতের Parking mn Basement Floor Plan

অঙ্কন প্রণালি:

অটো ক্যান্ডে নিম্নের চিত্রানুযারী একটি বহুতল আবাসিক ইমারতের Basement Floor Plan e Parking অঙ্কনের জন্য প্রয়োজনীর কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল –

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

চিত্র- একটি বহুতল আবাসিক ইমারতের Basement Floor Plan 4 Parking

  • La. চেপে লেয়ার ডায়লগ বক্সের New তে ক্লিক করে ভিন্ন ভিন্ন নামে যেমন – কলাম, ওয়াল, পার্কিং স্টেয়ার, উইন্ডো ইত্যাদি কয়েকটি লেয়ার অঙ্কন করে নিতে হবে। যখন যে লেয়ারে কাজ করা সরকার সেই লেয়ারকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।
  • F8 চেপে Ortho অন (on) করে ড্র টুলবারের আইকনে ক্লিক করে L লিখে এন্টার করে ড্রয়িং এরিয়ার দুটি বিন্দুতে ক্লিক করে লাইন অঙ্কন করতে হবে।
  • এভাবে লাইন কমান্ডের সাহায্যে চিত্র-২.১.২ এর মত একটি বড় লম্ব ও একটি অনুভূমিক রেখা অঙ্কন করতে হবে।
  • এবার মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা O লিখে এন্টার করে অফসেট লিখে কমান্ডের সাহায্যে অফসেট ডিসট্যান্স 14-7 লিখে লম্বা লাইনটিকে ডানদিকে অফসেট করতে হবে। এভাৰে পরপর যথাক্রমে 14-7″ এর পর 16-8″, 10′-0″, 4-2″, 10-0″, 16-8″, 14-7″, 10-5″ দুরত্বে অফসেট করতে হবে।
  • এইভারে অনুভূমিক লাইনটিকে পরপর যথাক্রমে 11 10.5″ এর পর 7-11, 7-11, 11 – 10.5″, দূরত্বে অফসেট করতে হবে। অফসেট কৃত লম্ব ও অনুভূমিক লাইনসমূহের ছেদবিন্দু কলামসমূহের মধ্যবিন্দু বা প্রিড পয়েন্ট (Grid Point) হবে।

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

চিত্র – একটি আনুভূমিক ও একটি লম্ব রেখা অঙ্কন

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

চিত্র – অনুভূমিক ও লম্ব রেখাদ্বয়কে নির্দিষ্ট দূরত্বে অফসেট করা অঙ্কন

  • এবার ড্র টুলবারের রেক্টেঙ্গেল আইকনে ক্লিক করে বা Rec লিখে এন্টার করে ড্রয়িং এরিয়ার যে কোন বিন্দুতে ক্লিক করতে হবে। এরপর @10.15 লিখে এন্টার করলে একটি আয়তক্ষেত্র বা বক্স অঙ্কিত হবে।
  • বক্সটিকে কপি করার জন্য মডিফাই টুলবারের আইকনে ক্লিক করে বা Co লিখে এন্টার করে । OTRACK অন করে বক্সটির মধ্য বিন্দুতে ক্লিক করতে হবে। এবার পূর্বে অঙ্কিত অনুভূমিক ও লম্ব রেখাদ্বয়ের ছেদবিন্দুতে বা গ্রিড পয়েন্টে (ডানের বাইরের রেখার ছেদবিন্দু ছাড়া) ক্লিক করে চিত্রের (চিত্র-২.১.৪) মত কলাম বসাতে হবে।

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

চিত্র – বক্সটিকে লম্ব ও অনুভূমিক রেখাদ্বয়ের ছেদবিন্দুতে কপি করা।

  • এবার প্রথম অঙ্কিত বক্সটিকে ও গ্রিড লাইনসমূহকে সিলেক্ট করে ডিলিট করে বা মুছে ফেলতে হবে । এখন কলামসমূহের বাইরের বিন্দুসমূহ ও কলাম থেকে ডান পার্শ্বের বাইরের বিন্দু পর্যন্ত লাইন কমান্ডের সাহায্যে চিত্রের (চিত্র-২.১.৫) মঞ্চ যোগ করে অফসেট কমান্ড দিয়ে কলামের ভিতর দিকে 10 অফসেট করতে হবে।
  • এবার ট্রিম কমান্ডের সাহায্যে (Tr লিখে দুইবার এন্টার করে বা আইকনে ক্লিক করে একবার এন্টার করে) বক্সের ভিতর যতটুকু লাইন অঙ্কিত হয়েছে ততটুকু বা বক্সের ভিতরকার বাড়তি অংশটুকুতে ক্লিক করে ছেটে ফেলতে হবে (চিত্র-২.১.৫)।

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

চিত্র – কলাম বসানোর পর লাইন দিয়ে যোগ করা

  • সিড়ির মধ্যের কলামের জন্য স্ট্রেচ করে (S লিখে এন্টার করে বা আইকনে ক্লিক করে বক্স এর একটু বাইরে উপরের ডান থেকে বামদিকে ক্রস উইন্ডো দিয়ে বক্সের অর্ধেক সিলেক্ট করে এন্টার করতে হবে। এবার বক্সটির নিচের দিকে মাউস সরিয়ে 5 লিখে এন্টার করতে হবে। 10×15 কামসমূহকে 10×10 করতে হবে। একই ভাবে পাশের দিকে স্ট্রেচ করে কলাম 20× 1 করতে হবে। এটি 20×10 রেক্টেঙ্গেল তৈরি করেও বসানো যায়।
  • > এবার চিত্রের মত মাপ (সিঁড়ির ফ্লাইট 4-2 চওড়া, 10 ধাপ, লিফট 5-0x5-0) দিয়ে লাইন ও অফসেট কমান্ড এর সাহায্যে লিফট ও সিড়ি তৈরি বা অক্ষন করতে হবে (চিত্র-২.১.৭)। সিঁড়িতে ডটেড লাইন করার জন্য প্রপার্টিজ টুলব- ারের থেকে others Load প্রয়োজনীয় লাইন টাইপ (DASHED) সিলেক্ট (চিত্র-২.১.৬) করে ok করে ডটেড লাইন লোড করতে হবে। এবার যে লাইন ডটেড করা দরকার সেটি ক্লিক করে প্রপার্টিজ টুলবারের ড্যাসড লাইনে নিয়ে ছেড়ে দিতে হবে।

 

 

চিত্র- প্রপার্টিজ টুলবারের লাইন টাইপ

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Typical Floor Plan এ টেক্সট লিখন

অঙ্কন প্রণালি:

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতটির Typical Floor Plan এ টেক্সট লিখনের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে কমান্ড প্যানেলের নির্দেশাবলি ব্যতীত কাজ করার জন্য যে কমাণ্ড অনুসরণ করতে হয় ও লিখতে হয় তা সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

টেক্সট লিখার জন্য কমান্ডসমূহ:

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

  • Dt লিখে এন্টার
  • ড্রয়িং এরিয়ার যে কোনো বিন্দুতে ক্লিক,
  • অক্ষরের উচ্চতার মাপ (এখানে ১০ নেয়া হয়েছে) লিখে এন্টার প্ল্যানটি বড় বলে ছোট অক্ষর লিখলে সম্পূর্ণ প্ল্যানটি দেখার সময় টেক্সট বা Word সমূহ বোঝা যাবে না।]
  • রোটেশন অ্যাঙ্গেল শূন্য (0) লিখে এন্টার করতে হবে,
  • এবার কী-বোর্ডের ক্যান্স লক (Caps Lock) অন করে প্রয়োজনীয় টেক্সট বা Word লিখে নিতে হবে। একটি শব্দ (Word) যেমন – Bed, লিখার পর এন্টার করে অন্য শব্দ লিখতে হবে। সব Wond – লিখা হলে দুইবার এন্টার করে কমান্ড শেষ করতে হবে।
  • সব Word একবারে লিখে রাখলে পরে মুক্ত করে প্রতিটি রুমে নিয়ে বসাতে হবে। মুক্ত করার জন্য M লিখে এন্টার বা মডিফাই টুলবারের আইকনে ক্লিক, শব্দ বা Word এর উপর ক্লিক করে বা সিলেক্ট করে এন্টার, 5 Word এর উপর ক্লিক করে যেই রুমে বা স্থানে বসাতে হবে সেখানে নিম্নে
  • একটি ইউনিটে সকল টেক্সট লিখা হলে নিচের চিত্রের মত Word সমূহ মুক্ত করে বসাতে হবে। (চিত্র-২.৪.১)।

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

চিত্র-২.৪.১: টিপিক্যাল ফ্লোরে টেক্সট বা কক্ষের নাম লেখা

  • ইউনিটের সকল টেক্সট বা রুমের নামকে নিচে আরেকটি কপি করে নিতে হবে। একটি শব্দকে দুইবার ক্লিক করে সিলেক্ট করে এডিট করতে বা মাপ লিখতে হবে। এভাবে সকল রুমের মাপ লিখতে হবে। অথবা প্রতিটি মাগ রুমের নামের মত লিখে যুক্ত করে এনে বসানো যায়। (চিত্র-২.৪.১)।
  • মাপ লেখার পর প্ল্যানটির একটি ইউনিট নিচের চিত্রের (চিত্র-২.৪.২) মত দেখা যাবে। এবার মিরর করে সব টেক্সট সিলেক্ট করে সকল ইউনিটে নাম ও মাপ বসানো যাবে। সাধারণত: মিরর করলে টেক্সট উল্টা হয়ে বসে। টেক্সট মিরর করে সোজা ভাবে বসানোর জন্য—
    & Mirtext লিখে এন্টার
    ম্র শূন্য (0) লিখে এন্টার
    এবার মিরর কমান্ড দিয়ে টেক্সট মিরর করতে হবে।
  • প্রথমে সব রুমের নাম সিঁড়ির ডানের মধ্যের কলামের উপরের বিন্দু বা ইউনিটের মাঝের ওয়াল থেকে একটু উপর বরাবর মিরর করতে হবে।
  • এর পর সব মাপ সিলেক্ট করে ইউনিটের মাঝের ওয়াল থেকে একটু নিচ বরাবর মিরর করতে হবে। এতে রুমের নামের একটু নিচে মাপ লিখা বা মিরর হবে (চিত্র-২.৪.৩)। নতুবা একত্রে মিরর করলে সকল মাপ রুমের নামের উপরে লিখা হবে।
  • মিরর না করলে কপি করেও রুমের নাম ও মান লিখা যায়।

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের প্লান অঙ্কন

চিত্র-২.৪.২: একটি ইউনিটে রুমের নাম ও মাণ লিখার পর

  • সকল রুমের নাম ও মাপ লিখলে রুমের আকার সঠিক বোঝা যায় না। এজন্য একই রকম ইউনিটে ক্ষেত্রে একটি ইউনিটে রুমের নাম ও মাপ লিখে অন্য একটি ইউনিটে শুধু রুমের নাম লিখে দেয়া হয়। (চিত্র-২.৪.৪)।
  • এরূপ চারটি ইউনিট হলে কখনও কখনও তৃতীয় ইউনিটে আসবাব লে-আউট দেখিয়ে বাকি বা চতুর্থ ইউনিট ফাকা রাখা হয়।
  • এবার চিত্রের (চিত্র-২.৪.৪) মত নর্থ চিহ্ন এঁকে নিতে হবে।

আরও দেখুন :

Leave a Comment