আর্কিটেকচার অর্থ কী?

আর্কিটেকচার অর্থ কী? এ নিয়ে আজ আলাপ করবো।  আর্কিটেকচার একটি ইংরেজি শব্দ । যার অর্থ হলো স্থাপত্য বা স্থাপত্যবিদ্যা স্থাপত্যশিল্প , নির্মাণকেীশল, স্থাপত্যকলা, স্থাপত্যকর্ম । এটি একটি সৃজনশীল পেশা।

আর্কিটেকচার অর্থ কী?

আর্কিটেকচার অর্থ কী?

আর্কিটেকচার কথাটা শুনলেই চোখের সামনে ভেসে উঠে বড় বড় বিল্ডিং, আকাশ ছোঁয়া বহুতল ভবন । আর্কিটেকচার কি আসলেই তাই ? আর্কিটেকচার মানেই কি বহুতল ভবনের নকশা আঁকা ?

-নাহ, আর্কিটেকচার মানে শুধু ভবনের নকশা আঁকা না । আর্কিটেকচার এর নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই । মানুষকে সোজা কথায় বোঝানোর জন্য যা বলা যেতে পারে তা হল, আর্কিটেকচার হল শিল্পকলা ও প্রকৌশলের সমন্বিত এক রুপ ।

সত্যিকার অর্থে আর্কিটেকচার হল এক ধরনের লাইফস্টাইল । এটা আসলে কেমন সেটাও সংজ্ঞায়িত করা সম্ভব নয় । তোমার চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি দিয়েই কেবলমাত্র আর্কিটেকচার কে সংজ্ঞায়িত করা সম্ভব ।

Architecture Gurukul Logo

আর্কিটেকচারে কি পড়ায় ?

-মানুষ, প্রকৃতি, জীবন, সমাজ আর্কিটেকচারে পড়ার বিষয় । মানুষ কিভাবে চিন্তা করে, মানুষ কি চিন্তা করে , মানুষ কি চায় সব কিছুই তোমাকে পড়তে হবে । এখানে বিল্ডিং ডিজাইনের চেয়ে মানুষ ও পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিল্ডিং ড্রয়িং এর কাজ তো একজন সিভিল ইঞ্জিনিয়ার ও করতে পারে আবার সাধারন মানুষ ও করতে পারে । সুতরাং সুধুমাত্র বিল্ডিং ড্রয়িং করা শেখানো আর্কিটেকচারের কোর্স নয় । একটা ডিজাইন করার পেছনে যা কিছু করতে হবে সব কিছুই আর্কিটেকচারের অন্তর্ভুক্ত ।

ডাক্তারি পড়লে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় কিন্তু আর্কিটেকচারে পড়লেই আর্কিটেক্ট হওয়া যায় না । তবে আর্কিটেকচারে পড়লে একটা সুবিধে আছে তুমি এখান থেকেই হতে পার একজন আর্কিওলজিস্ট, ফটোগ্রাফার, একজন সাহিত্যিক অথবা একজন মিউজিক ডিরেক্টর…… । অন্যান্য ডিগ্রি সময়ের সাথে তোমাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাবে কিন্তু আর্কিটেকচার সময়ের সাথে একটা একটা করে নতুন পথ খুলে দিবে ।

আর্কিটেকচারে পড়ে কোথায় চাকরি করবে সেটার কোন নিশ্চয়তা নেই । ইন ফ্যাক্ট যারা আর্কিটেকচারে পড়ে তারা এটা নিয়ে কখনো ভাবে কিনা সন্দেহ ! তবে এতটুকু গ্যারান্টি আছে তুমি কখনো পড়ে থাকবে না ।

আর্কিটেকচার বিষয়টা এমনই যে, পৃথিবীর যে কোন জায়গায় তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে । যে কোন মানুষের সাথে সহজে মিশতে পারবে ।
আর্কিটেকচারে পড়ার জন্য কি যোগ্যতা লাগে ?

-ভালো ড্রয়িং পারা লাগে ? নাহ এসব কিছুই না । ভালো ড্রয়িং পারলে সেটা তোমার ই লাভ, ভালো ড্রয়িং অন্যের সাথে সহজে কমিউনিকেট করতে সাহায্য করে। নিজের চিন্তা-ভাবনা অন্য মানুষকে সহজে বোঝানো যায় ড্রয়িং এর মাধ্যমে । তাই ড্রয়িং খুব ভালো না পারলেও হবে, মানুষকে বোঝানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকু জানলেই হবে ।

আর্কিটেকচারে পড়ার জন্য লাগবে আর্কিটেকচারের প্রতি ভালোবাসা, নতুন কিছু করার প্রচন্ড ইচ্ছে শক্তি আর বৃত্তের বাইরে চিন্তা করার ক্ষমতা । আর্কিটেকচারের প্রতি ভেতর থেকে টান অনুভব না করলে এখানে আসার দরকার নেই । মানুষ ভালো বলে তাই আর্কিটেকচারে পড়ব এটা করা অন্যতম ভুল । অন্যের কথা শুনে অথবা সাবজেক্ট ডিমান্ড ভালো দেখে আর্কিটেকচারে পড়তে আসলে জীবন দুর্বিঃসহ হয়ে উঠবে । অমানুষিক পরিশ্রম করতে হয় আর্কিটেকচারে । একটা ডিজাইন কে সফল করার জন্য রাত দিন সব এক করে দেয়া লাগে । তারপরেও শুনতে হতে পারে স্যার এর ঝাড়ি অথবা আমলা এর গালি ।

Republican Rome | Roman Architecture | Second edition | (Part-01)

তোমার অন্যান্য ব্যাচমেটরা যখন আড্ডা দিবে তখন তোমাকে মডেল তৈরি করতে হবে । অন্যরা যখন বাইরে ঘুরে বেড়াবে তখন তোমাকে গ্রাফিক্স এর কাজ করতে হবে । পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছু বিসর্জন দিয়ে কাজ করতে হবে সৃষ্টি সুখের উল্লাসে। রাস্তাটা বড়ই কঠিন এখানে ।

আর্কিটেকচারে একেকটা ডিজাইন সম্পন্ন করার জন্য তোমাকে একেকটা ক্যারেক্টার এর ভুমিকা পালন করতে হবে । যখন তুমি হসপিটাল ডিজাইন করছে তখন তোমাকে হতে হবে রোগী, ডাক্তার, নার্স, রোগীর আত্মীয়, কর্মচারি অথবা পরিছন্নকর্মী । ভাবতে হবে তাদের দৃষ্টিভঙ্গি থেকে । যখন স্কুল ডিজাইন করছ বুঝতে হবে স্কুলের ছোট বাচ্চাদের সাইকোলজি, টিচারের মানসিকতা অথবা সবার প্রবেশযোগ্যতা নিয়ে ।

ইতিহাস থেকে শুরু করে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং সবই আছে আর্কিটেকচারে । আছে আর্ট এপ্রেসিয়েসন, ফটোগ্রাফি অথবা মিউজিক এর স্বাদ বোঝার জন্য এত আকর্ষণীয় সাবজেক্ট ।

নতুন কিছু তৈরি করা, সৃষ্টি সুখের স্বাদ নেওয়া, সৃষ্টির অর্থ খুজে বের করা, স্বাভাবিক এর মাঝে অস্বাভাবিক কিছু করা, বন্ধুকে পরিবার, জীবনকে প্রোজেক্ট করার অধিকার শুধুমাত্র একজন আর্কিটেকচারের স্টুডেন্ট এর ই রয়েছে । আর্কিটেকচার তাদের জন্যই যারা এরকম জীবন চায়… 

 

আরও পড়ুন:

Leave a Comment