আর্কিটেকচার পড়ার যোগ্যতা নিয়ে আজ আলোচনা করবো। আর্কিটেকচার পড়ার যোগ্যতা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পাস করেছে তাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় জিপিএ নম্বার অনুসারে প্রত্যেক বছরে একবার করে ভর্তি করানো হয়। আর্কিটেকচার পড়ার যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে পাস হতে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করতে হবে।
বাংলাদেশের বেসরকারি ও কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখার সুযোগ রয়েছে । আর্কিটেকচার নিয়ে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করা যায়। বাংলাদেশের সরকারি ও বেসকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আর্কিটেকচার বিষয়ে Bachelor in Architecture Degree সার্টিফিকেট দিয়ে থাকে । আর্কিটেকচার নিয়ে পড়াশুনা করে পিএইচডি ডিগ্রি ও লাভ করা যায়।
Table of Contents
আর্কিটেকচার পড়ার যোগ্যতা:
বাংলাদেশে স্থাপত্যবিদ্যা (আর্কিটেকচার) অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হয়। সাধারণত, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো নিম্নলিখিত যোগ্যতা বিবেচনা করে:
- শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ভালো ফলাফল (সাধারণত জিপিএ ৪.০ বা তার বেশি) প্রয়োজন।
- ভর্তি পরীক্ষা: বেশিরভাগ বিশ্ববিদ্যালয় নিজস্ব ভর্তি পরীক্ষা নেয়। এই পরীক্ষায় সাধারণত গণিত, পদার্থবিজ্ঞান, ড্রইং ও সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন থাকে।
- ড্রইং বা চিত্রাঙ্কন দক্ষতা: স্থাপত্যবিদ্যায় চিত্রাঙ্কন ও নকশা গুরুত্বপূর্ণ। তাই, ড্রইংয়ে দক্ষতা থাকা আবশ্যক।
- সৃজনশীলতা ও সমালোচনামূলক চিন্তাশক্তি: স্থাপত্যবিদ্যায় সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তাশক্তি গুরুত্বপূর্ণ।
বুয়েট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( Bangladesh University of Engineering and technology):
বুয়েটে সর্বপ্রথম ১৯৬৫ সালে আর্কিটেকচার নিয়ে পড়াশুনা করে মাত্র ৫জন শিক্ষার্থী ডিগ্রি লাভ করেন। যা ছিল বুয়েটের ইতিহাসে আর্কিটেকচার নিয়ে পড়াশুনা করা প্রথম ব্যাচের সফলতা । পূর্ব বল হয়েছে, আর্কিটেকচার নিয়ে পড়তে হলে আপনার পড়াশুনার ব্যাগরাউন্ড থাকতে হবে বিজ্ঞান বিভাগে । এসএসসি ও এইচএসসি পরিক্ষায় ইংরেজি, পদার্থ বিজ্ঞান , রসায়ন বিজ্ঞান এবং গনিত বিষয়ে জিপি ৫ পাওয়া শিক্ষার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে । বুয়েট ভর্তি পরিক্ষা ৪০০ নম্বারের মুক্তহস্ত অঙ্কন পরিক্ষা এবং ৬০০ নম্বারের তত্বীয় পরিক্ষা পাস করতে হবে । মেধা তালিকা আপনাকে ৫৫ এর মধ্যে থাকতে হবে । কারন বুয়েটে আর্কিটেকচার বিভাগের আসন সংখ্যা মাত্র ৫৫।
আরো জানার থাকলে ক্লিক করুন: www.buet.ac.bd
খুলনা বিশ্ববিদ্যালয়ঃ (Khulna University of Engineering & Technology:):
খুলনা বিশ্ববিদ্যালয়ে আপনাকে আর্কিটেকচার নিয়ে পড়তে হলে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষা গনিত( উচ্চতর গনিতসহ ) , পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ৩.৫ এবং ইংরেজিতে ৩ থাকতে হবে । আর্কিটেকচার বিভাগে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে মাত্র ৩৫ । যারা ভর্তিপরিক্ষা মেধাতালিকা ক্রমঅনুসারে আসবে তারাই মাত্র ভর্তি হতে পারবে ।
চুয়েট: চট্টগ্রাম প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( Chittagong University of Engineering & Technology):
চুয়েট: চট্টগ্রাম প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – এ আর্কিটেকচার নিয়ে পড়াশুনা করতে হলে , মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা জিপিএ ৪.০০ (অপশনাল বাদে ) থাকতে হবে। চুয়েটে আর্কিটেকচার বিভাগে মোট আসন সংখ্যা রয়েছে ৩০ টি। ভর্তি পরীক্ষা উর্ত্তীর্ন মেধাতালিকা অনুসারে ভর্তি হওয়া যাবে।
আরোকিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা:
১) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়।
২) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ।
৩) ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
৪) আনসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৫) ইউনির্ভাসিটি অব এশিয়া প্যাসিফিক।
৬) . ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ
৭) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আরও পড়ুন: