আর্কিটেকচার ভর্তি প্রশ্ন নিয়ে আজকের পোস্ট। ঢাকা প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর এর বিগত প্রশ্নগুলো নিয়ে তালিকা শুরু করছি।
ভর্তি পরীরক্ষা: শিক্ষাবর্ষ ২০১১-২০১২
আর্কিটেকচার ভর্তি প্রশ্ন:
ঢাকা প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
ভর্তি পরীরক্ষা: শিক্ষাবর্ষ ২০১১-২০১২
১) নিম্নলিখিত বিষয়গুলোর সংজ্ঞা লেখ।
ক) এলিভিশন।
খ) কন্টরিং
গ) মিন সি লেভেল ( MSL)
২) গ্র্রিনহাউজ গ্যাসের সংজ্ঞা দাও । পাঁচটি গ্রিনহাউজ গ্যাসের নাম উল্লেখ কর।
৩) যদি AB, BC AND CA- এর সম্মুখ বিয়ারিং যথাক্রমে 40 ডিগ্রি , 140 ডিগ্রি এবং 270 ডিগ্রি হয়, তাহলে ABC ত্রিভুজের তিনটি কোনের মান নির্ণয় কর।
৪) বিল্ডিং – এ সাধারণভাবে ব্যবহারিত পাঁচ ধরনের ফাউন্ডেশনের নাম লেখ।
৫) নিম্নের চিত্রে প্রদর্শিত পুকুরটি করতে কী পরিমাণ মাটি কাটার প্রয়োজন হবে তা নির্ণয় কর।
৬) একটি ২০ মিটার লম্বা ক্যান্টিলিভার বিমের B বিন্দুতে 20KN কেন্দ্রীভূত বল কাজ করছে, B ও C এর মধ্যে সমভাবে বিস্তৃত ৫ নিউটন/ মিটার বল কাজ করছে, বিমে সর্বোচ্চ বেন্ডিং মোন্টের নাম বের কর ।
৭) জাতীয় সংসদ ভবনের স্থাপত্যিক বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
৮) ভালো বালির বৈশিষ্ট্যগুলো লেখ।
৯) ভালো টাইসের পাঁচটি বৈশিষ্ট্য লিখ।
১০) স্থাপত্যকর্মে ড. ফজলুল রহমান খানের গুরুত্বপূর্ণ অবদানের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
১১) মুক্তহস্তে অঙ্কনের সংজ্ঞা দাও।
১২) একটি লোক কুড়াল দিয়ে গাছ কাটছে, মুক্তহস্তে চিত্রটি আঁক।
ঢাকা প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
ভর্তি পরীরক্ষা: শিক্ষাবর্ষ ২০১৩-২০১৪
১) চারটি বিভিন্ন ধরনের বালি 1:2:3:4 অনুপাতে মিশানো হলো। এদের FM যথাক্রমে 2.6, 2.5, 2.8 এবং 2.4 । মিশ্রিত বালির FM কত?
২) বাগেরহাট এর ষাট গম্বুজ মসজিদের স্থাপত্যিক বৈশিষ্ট লেখ।
৩) মুক্তহস্তে অঙ্কন কর: “একজন ধোপা কাপড় কাচিতেছে” ।
৪) অঙ্কন কর:
ক) একটি ফ্রিজের সম্মুখ দৃশ্য,
খ) একটি কম্পিউটার টেবিলের পার্শ্বদৃশ্য
গ) একটি গোলটেবিলের উপরের দৃশ্য
ঘ) একটি গাড়ির উপরের দৃশ্য।
৬)কিংক্রিটের কার্যপোযোগিতা বর্ণনা কর।
৭) একটি পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটিার , প্রস্থ ৫০ মিটার এবং পার্শ্বঢাল ২:১ খন গভীরতা ৩ মিটার পুকুরের মাটির কাজের পরিমাণ নির্ণয় কর।
৮) এসিড বৃষ্টি কী? গ্রিনহাউজ গ্যাসগুলোর নাম লেখা।
৯) অর্ডিনারি সিমেন্টের পরীক্ষাগুলোর নাম লেখ।
ঢাকা প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
ভর্তি পরীরক্ষা: শিক্ষাবর্ষ ২০১৪-২০১৫
১) কাঠের সিজনিং এর পাঁচটি উদ্দেশ্য লিখ।
২) পাঁচটি বায়ুদূষক পদার্থের নাম লেখ।
৩) ১০ টি মুঘল আমলের স্থাপত্যের নাম লেখ।
৪) বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিটারটির স্থাপত্যিক বৈশিষ্ট্য লেখ।
৫) কাঠের দোষ ভ্রুটিগুলো আলোচনা কর।
৬) অ্যাসিড বৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
৭) নিম্নলিখিত বিষয়গুলোর সংজ্ঞা দাও।
ক) এলিভিশন
খ) বিঞ্জ মার্ক
গ) মিন. সি. লেভেল
গ) যন্ত্রের উচ্চতা
৮) দুটি বৃত্ত একটি আয়তক্ষেত্র দ্বারা জানালা গ্রিলের কম্পোজিশন অঙ্কন কর ।
৯) মুক্তহস্তে অঙ্কন কর। “ একটি গাছের নিচে রাখাল ছেলে বসে আছে” ।
১৩) MCQ
ক) পাহাড়পুর কীসের নিদর্শন।
খ) জাগ্রত চেীরঙ্গী এর স্থাপতি কে?
গ) শিকল জরিপের বাধাবিপত্তি কয়টি?
ঘ) 1:2:4 অনুপাতে সিমেন্ট কত?
ঙ) টেরাজো ফ্লোরিং- এ মার্বেল পাথরের আকার কত?
চ) ইটের উপাদানে ফেরিক অক্সাইড এর পরিমাণ কত?
ছ) অতিরিক্ত পোড়ানো ইটকে কী বলা হয়?
জ) দেয়ালের আড়াআড়ি ইটের স্থাপনাকে কী বলে?
ঞ) আদিনা মসজিদের আয়তন কত?
ঢাকা প্রকেীশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
ভর্তি পরীরক্ষা: শিক্ষাবর্ষ ২০১৫-২০১৬
১) গ্রিনহাউজ প্রতিক্রিয়া কী? গ্রিনহাউজ গ্রাসগুলোর নাম লেখ।
২) গান্টার শিকল ও প্রকেীশল শিকলের মাঝে পার্থক্যগুলো লেখ।
৩) কান্তজির মন্দিরের স্থাপত্যিক বৈশিষ্ট্যগুলোর নাম লিখ।
৪) একটি রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের পারস্পেকটিভ ভিউ অঙ্কন কর।
৫) ত্রিভুজ ও চতুর্ভুজ দ্বারা একটি রেলিং এর কম্পোজিশন অঙ্কন কর।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
ক) তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল?
খ) কমলাপুর রেলওয়ে স্টেশনের নকশা প্রণয়ন করেন কে?
গ) গান্টাস শিকলের দৈর্ঘ্য ।
ঘ) বেঞ্জ মার্ক প্রধানত কত প্রকার।
ঙ) ষাট গম্বুজ মসজিদ কে নির্মান করেন?
চ) ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
ছ) বাংলাদেশের জাতীয় স্মৃতিসেীধের উচ্চাতা কত?
জ) টেরাজো ফ্লেরিং এ মেঝের কত ভাগ জায়গাতে মার্বেল দানা দেখতে পাওয়া উচিত?
ঝ) ময়নামতি কোথায় অবস্থিত?
ঞ) কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত?
চ) লালবাগ কেল্লা কোন আমলের স্থাপত্য?
ছ) আদিনা মসজিদের আয়তন কত?
আরও দেখুন: