বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে রিপোর্ট

আজকে আমাদের আলোচনার বিষয় বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে রিপোর্ট।

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে রিপোর্ট

 

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে

 

একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ইমারত পরিদর্শন।

যন্ত্রপাতি ও মালামাল:

মাপার ফিতা, ড্রয়িং ইন্সট্রুমেন্ট বক্স, স্কেল, পেনসিল ও ইরেজার ইত্যাদি। কাছাকাছি অবস্থিত কোনো নির্মাণাধীন ইমারতে যেয়ে মাঠ পর্যারে যাগ সংগ্রহ করতে হবে। প্রতিটি খুঁটিনাটি মাপ নিতে হবে। প্রয়োজনে গ্রাফ প্যাড সাথে নেয়া যায়। সংগৃহীত মাপ অনুযায়ী পরবর্তীতে ড্রয়িংটি নির্দিষ্ট ক্ষেলে এঁকে নিতে হবে। 7.2 অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান।

যন্ত্রপাতি ও মালামাল:

কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)।

অঙ্কন প্রশালি :

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

  • অঙ্কিত বহুতল আবাসিক ইমারজেটির বেজমেন্ট ফ্লোর- টিতে ডাইমেনশন দেয়ার জন্য প্রথমে ডাইমেনশন নামে একটি লেয়ার তৈরি করে নিতে হবে।
  • বেজমেন্ট ফ্লোরটিকে পাশে বা অন্যত্র কপি করে নেয়া যায় বা পূর্বের ড্রয়িং টিতেও ডাইমেনশন দেয়া যায়।
  • এবার ডাইমেনশন টুলবারটিকে ড্রয়িং স্ক্রিনের বে কোনো পাশে সেট করে নিতে হবে
  • এবার লিনিয়ার ডাইমেনশনে বা স্ত্রী আইকনে ক্লিক করে এক কর্ণার থেকে যে বিন্দু দুটির মধ্যে মাপ জানা প্রয়োজন সেই বিন্দু দুটিতে পর পর ক্লিক করতে হবে।
  • এবার কন্টিনিউরাস ডাইমেনশন বা আইকনে ক্লিক করে পরবর্তী যে দূরত্বের মাপ জানতে হবে সেই বিন্দুতে ক্লিক। এভাবে পরপর বরাবর ক্লিক করতে থাকলে পরবর্তী দুরত্বের ডাইমেনশন ড্রয়িং এ দেয়া হয়ে যাবে।

 

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে

চিত্র-  দুটি বিন্দুর মাপ

  • এভাবে সম্পূর্ণ ছোট ছোট অংশের মাপ দিতে হবে।
  • সবশেষে ইমারতটির বাইরের সম্পূর্ণ ডাইমেনশন দিতে হবে।
  • ইমারতটির বেজমেন্টের ঢালের দিক তাঁর চিহ্ন দিয়ে দেখাতে হবে এবং ঢালের মান লিখে দিতে হবে।
  • ড্রাইভ ওয়ের টার্নিং রেডিয়াস মাপসহ দেখাতে হবে।
  • সিঁড়ি, অন্যান্য কোনো ভিতরের অংশের মাপও দেখাতে হবে। অর্থাৎ কাঠামোটি বেজমেন্ট ক্লোরটি নির্মাণের জন্য যাবতীয় মাপ বা ডাইমেনশন দিতে হবে।

 

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে

চিত্র-কন্টিনিউয়াস যাপ

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের এটি ফ্লোর প্ল্যান অক্ষন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান।

অঙ্কন প্রশালি :

অটোক্যাণ্ডে বহুতল আবাসিক ইমারতের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল –

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

  • ডাইমেনশনিং এর জন্য পূর্বের বেজমেন্ট ফ্লোরের অনুরূপ করে গ্রাউন্ড ফ্লোরেও ডাইমেনশন দিতে হবে।
  • সাধারণত ওয়ার্কিং প্ল্যানের স্কেল 1:50 বা 4 = 1-6 তে প্রিন্ট নেয়া হয়ে থাকে। কাজেই এ ক্ষেত্রেও স্কেল 1:50 বা 1-6 লিখতে হবে
  • এখানে ফ্লোরে র্যাম্পটির পাশের রেলিং বা গ্রিল করে দেখানো আছে। কিন্তু র‍্যাম্পটির এর ঢাল এর দিক ও পরিমাণ ড্রয়িং এ দেখাতে হবে।
  • প্লট পর্যন্ত দূরত্ব ও দুটি গেটের (বেজমেন্টের ও গ্রাউন্ড ফ্লোরের) মাঝের দূরত্ব দেখাতে হবে।
  • অঙ্কিত বেজমেন্ট ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ বেজমেন্ট ফ্লোরটি নিচের চিত্রানু রুপ (চিত্র-৭.৩.১) হবে।

 

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে

চিত্র- বহুতল আবাসিক ইমারতের প্রাউন্ড ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রगान ।

অঙ্কন এখালি :

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

  • ডাইমেনশনিং-এর জন্য পূর্বের বেজমেন্ট বা গ্রাইন্ড ফ্লোরের অনুরূপ করে টিপিক্যাল ফ্লোরেও ডাইমেনশন দিতে হবে। সকল ছোটো ছোটো অংশের মাপ দিতে হবে। এরপর বাইরে একটি সম্পূর্ণ মাপ দিতে হবে ।
  • সাধারণত ওয়ার্কিং প্ল্যানের স্কেল 1:50 বা » – 1-6 তে প্রিন্ট নেয়া হয়ে থাকে। কাজেই এ ক্ষেত্রেও ফেল 1:50 বা 2-1-0″ লিখতে হবে।
  • এখানে চারটি ফ্লোর অনেক বড় হয়ে যায় বলে একটি ইউনিট ও লিফটসহ সিঁড়ির ওয়ার্কিং প্লান
    দেখানো হয়েছে।
  • সবকটি ফ্লোর একই বলে একটিতে ডাইমেনশন দেয়ার পর মিরর করে পাশের ইউনিটে ডাইমেনশন দিতে হবে। আবার মিরর করে উপরের দুটি ইউনিটেও ডাইমেনশন দিতে হবে।
  • অঙ্কিত টিপিক্যাল ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান বা ডিটেইল ডাইমেনশনসহ টিপিক্যাল ফ্লোরটি নিচের চিত্রানুরূপ হবে।

 

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে

চিত্র-  অঙ্কিত টিপিক্যাল ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান (লিফট ও সিঁড়িসহ চারটি ইউনিটের দক্ষিণ-পশ্চিম-এর একটি ইউনিট)

আরও দেখুন :

Leave a Comment