Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে রিপোর্ট

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে

আজকে আমাদের আলোচনার বিষয় বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে রিপোর্ট।

বহুতল আবাসিক ইমারতের পরিদর্শন করে রিপোর্ট

 

 

একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ইমারত পরিদর্শন।

যন্ত্রপাতি ও মালামাল:

মাপার ফিতা, ড্রয়িং ইন্সট্রুমেন্ট বক্স, স্কেল, পেনসিল ও ইরেজার ইত্যাদি। কাছাকাছি অবস্থিত কোনো নির্মাণাধীন ইমারতে যেয়ে মাঠ পর্যারে যাগ সংগ্রহ করতে হবে। প্রতিটি খুঁটিনাটি মাপ নিতে হবে। প্রয়োজনে গ্রাফ প্যাড সাথে নেয়া যায়। সংগৃহীত মাপ অনুযায়ী পরবর্তীতে ড্রয়িংটি নির্দিষ্ট ক্ষেলে এঁকে নিতে হবে। 7.2 অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান।

যন্ত্রপাতি ও মালামাল:

কম্পিউটার ও অটোক্যাড সফটওয়্যার (২০০৬-৭)।

অঙ্কন প্রশালি :

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের বেজমেন্ট ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

 

চিত্র-  দুটি বিন্দুর মাপ

 

চিত্র-কন্টিনিউয়াস যাপ

 

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের এটি ফ্লোর প্ল্যান অক্ষন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদান।

অঙ্কন প্রশালি :

অটোক্যাণ্ডে বহুতল আবাসিক ইমারতের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল –

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

 

চিত্র- বহুতল আবাসিক ইমারতের প্রাউন্ড ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রगान ।

অঙ্কন এখালি :

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের টিপিক্যাল ফ্লোর প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমাণ্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল—

 

চিত্র-  অঙ্কিত টিপিক্যাল ফ্লোরটির ওয়ার্কিং প্ল্যান (লিফট ও সিঁড়িসহ চারটি ইউনিটের দক্ষিণ-পশ্চিম-এর একটি ইউনিট)

আরও দেখুন :

Exit mobile version