Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

ব্যবহারিকঃ অটোক্যাডে 3D দেয়াল অঙ্কন করে এডিট করা

ব্যবহারিকঃ অটোক্যাডে 3D দেয়াল অঙ্কন করে এডিট করা

আজকে আমরা ব্যবহারিকঃ অটোক্যাডে 3D দেয়াল অঙ্কন করে এডিট করা সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  দ্বিতীয় পত্রের ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

 

ব্যবহারিকঃ অটোক্যাডে 3D দেয়াল অঙ্কন করে এডিট করা

পলিপাইন ও এক্সট্রুড (Extrude) দিয়ে একটি দেয়াল অঙ্কন করা।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

কম্পিউটার ও Auto CAD Software |

অঙ্কনপ্রণালিঃ

পলিলাইন দিয়ে দেয়াল এর টপভিউ অঙ্কন করার জন্য অঙ্কন করার জন্য,

অথবা  (Rectangle) কমান্ডের সাহায্যে লেয়ার তৈরির জন্য

 

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সাবট্রাক্ট (Subtract) কমান্ড দিয়ে সেখানে একটি জানালার অংশ ছাটাই বা কাট করা

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

কম্পিউটার ও Auto CAD Software |

অঙ্কনপ্রণালিঃ

জানালা কাটার জন্য প্রথমে পলিলাইন বা বক্স কমান্ড নিয়ে একটি বক্স অংকন করে নিতে হবে,

5-0x5-0″x4-6″ মাপের একটি বক্স তৈরি হবে । এটি যুক্ত করে দেয়ালের যেখানে কাটতে হবে সেই বরাবর বসাতে হবে।

 

 

 

দেয়ালের যে বরাবর বসাতে হবে সেই বরাবর এটিই টেনে দিলে মুক্ত করে লাঠি রোলের মধ্য বিন্দু বরাবর লম্ব ও অনুভূমিক লাইন টেনে দেয়া হয়েছে।

এবার ফ্রন্ট ভিউটি কারেন্ট ভিউ পোর্ট করে নিতে হবে। মুভ কমান্ড দিয়ে বক্সটির মধ্য বিন্দুতে ধরে দেয়ালের মধ্য বিন্দুতে নিয়ে বা চিত্রের (চিত্র-৬.৩.৩) মত করে মাঝামাঝি মুক্ত করতে হবে ।

 

 

মুভ করার পর অতিরিক্ত লাইনসমূহ মুছে ফেলতে হবে।

এবার জানালা কাটার জন্য,

জানালার অংশটি কাটার পর দেয়ালকে নিচে চিত্রেরমত দেখাবে ।

 

 

 

 

এক্সট্রুট (Extrude) ও পাথ (Path) দিয়ে একটি জানালার ফ্রেম অঙ্কন করা ৷

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:

কম্পিউটার ও Auto CAD Software

অঙ্কনপ্রণালি:

জানালার ফ্রেম তৈরির জন্য প্রথমে পলিলাইন কমান্ড দিয়ে টপ ভিউ গোর্টে নির্দিষ্ট মাপে (চিত্র-৬.৪.১) একটি প্ল্যান অঙ্কন করে নিতে হবে,

 

 

(এরপর প্রতিবার Next point এর জন্য পরপর যাপ লিখে দেয়া হল),

 

পলিলাইনে চিত্রের মত নির্দিষ্ট মাপের একটি জানালার ফ্রেম তৈরি হবে।

অঙ্কিত জানালার ফ্রেমটির 3D অঙ্কনের জন্য ফ্রন্ট ভিউ পোর্টে (Front View Port) পলিলাইনে একটি পাথ (Path) অঙ্কন করে নিতে হবে, এজন্য ফ্রন্ট ভিউ পোর্টে ক্লিক করে P1 লিখে এন্টার করতে হবে।

 

 

এবার পলিলাইন ও পাথ দিয়ে অঙ্কিত ফ্রেমটিকে এক্সট্রুড (Extrude) করে 3D তে রূপান্তর করার জন্য

 

 

Specify Extrusion Path or [ Taper angle]: পলিলাইনে তৈরি করা পাখটিতে ক্লিক করতে হবে।

[এটি স্লাইডিং জানালার বাইরের ফ্রেমটি অঙ্কিত হল। জানালার গ্লাস ধরে রাখার Style অঙ্কনের জন্য একইভাবে পাথ দিয়ে ভিতরে আর একটি ফ্রেম অঙ্কন করে নিতে হবে।

টপ ভিউর E আকারের ফ্রেমের ভিতরে মধ্যবিন্দু থেকে একটি লাইন একে ০.২৫ দুরত্বে তানে মুক্ত করে নিতে হবে।

এই Style টিঁকে মুক্ত করে गान (Base Point) মূল ফ্রেমটির শ ল End Paint ফলাতে হবে। এতে Style (- 6.86) ম ফ্রেমের মধ্যে ফলবে। পরে লাইনটি মুছে নিতে হবে।

একই ভাবে Style এর জন্য ফ্রন্ট তিনটাতে বেরে গান করে নিতে হবে। ফ্রন্ট ভিউতে Style টি দেখ (Base) থেকে 0.5 উঁচুতে মুত করে নিতে হবে।

 

 

এবার অঙ্কিত Style টিকে পাথ নিয়ে এক্সট্রুড (Extrude) করে 3D ডে রুপান্তর করার জন্য,

অংকিত Style টিকে টপ ভিউ পোর্টে যেনে নিন কাজের সাহায্যে বিপরীত নিয়ে যার একটি Style অরুন ফলাতে হবে। এবার এটি যুক্ত করে ফ্রেমের পাশের চালে যাচ্ছে বসাতে হবে।

পাল্লা অঞ্চলের জন্য একটি 29×0.2 মাপের রেটেনে (Rectangle) টপ ভিট পোর্টে আঁকতে হবে। এটিকে 52 একটুদ্ধ (Eatrurle) করতে হবে। এবার এটিকে যুক্ত করে Style এর মধ্যে বসাতে হবে। মিররা কমাচ্ছেন সাহায্যে আর একটি পারা বিপরীত দিকে লক্ষ করে, এটি যুক্ত করে পাশের Style এর মধ্যে বসাতে হবে ।

 

অংকিত জানালাটি 3D Move নিয়ে পূবের অংকিত দেয়ালের কাটা খাজে স্থাপন করা ।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:

কম্পিউটার ও Auto CAD Software

অঙ্কনপ্রণালি:

টপ ভিউ থেকে উপরে যুক্ত করার জন্য বা অংকিত জানালাটি 3D Move প্রথমে টপ ভিউ পোর্টে ক্লিক কর কারেন্ট ভিউ পোর্ট করে নিতে হবে,

মুক্ত কমান্ড দিয়ে সম্পূর্ণ অংকিত জানালাটি সিলেক্ট করে জানালাটির Base point এর জন্য মধ্যবিন্দুতে ক্লিক করে মূল লেয়ারের মধ্যবিন্দুতে দিয়ে ক্লিক করতে হবে।

এতে জানালাটি দেয়ালের নিচের মধ্যবিন্দুতে বসবে (চিত্র-৬.৫.১)। এবার ফ্রন্ট ভিউ পোর্টে ক্লিক করে 30″ উচ্চতায় মুক্ত করে বসাতে হবে।

 

 

টপ ভিউ থেকেই উপরে মুক্ত করার জন্য;

জানালাটি 30″ উচ্চতায় বসে যাবে।

এছাড়া আইসোমেট্রিক ভিউ পোর্ট থেকে মুক্ত করার যুক্ত কমাদ্ধ দিয়ে সম্পূর্ণ অতি জানালাটি সিলেক্ট কৰে জানালাটির Base Point এর জন্য মধ্যবিন্দুতে বা এ পয়েন্ট-এ ক্লিক করে ফুল না জানালার জন্য কাটা অংশের মধ্যবিন্দুকে বা এন্ড পয়েন্ট-এ নিয়ে ক্লিক করতে হবে)।

আরও দেখুনঃ

Exit mobile version