আর্কিটেকচারে অটোক্যাড

আজকে আমরা আর্কিটেকচারে অটোক্যাড সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর অন্তর্গত।

 

আর্কিটেকচারে অটোক্যাড

 

আর্কিটেকচারে অটোক্যাড

মানুষ হাতে-কলমে যে ড্রয়িং বা ডিজাইনসমূহ করে থাকে কম্পিউটারের সাহায্যেও একই কাজ করা সম্ভব, আরও সঠিক ও নির্ভুলভাবে। কম্পিউটারে এই ড্রয়িং বা ডিজাইনসমূহ করার জন্য যে ডিজাইন সফটওয়্যার ব্যবহার করা হয় তার মধ্যে ‘অটোক্যাড সবচেয়ে সহজ বিধায় সর্বাধিক প্রচলিত। অটোক্যাড-এর সাহায্যে সাধারণ ড্রয়িং ছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন, রেন্ডারিং এবং ত্রি-মাত্রিক ড্রয়িংও করা হয়।

অটোক্যাড একটি ডিজাইন সফটওয়্যার যার পূর্ণনাম Computer Aided Drawing / Drafting / Design এটি একটি গ্রাফিক্স সফটওয়্যার-এর সাহায্যে বিভিন্ন ধরনের ড্রয়িং, ডিজাইন, রেন্ডারিং এবং ত্রি-মাত্রিক ড্রয়িং ইত্যাদি রেখাচিত্র অঙ্কন করা হয়।

ফোল্ডার (Folder )

কম্পিউটারে কোনো কাজ সংরক্ষণ করার জন্য নির্দিষ্ট একটি নাম দিয়ে ফাইল তৈরি যে ড্রাইভে বা কম্পিউটারের নির্দিষ্ট একটি অংশে রাখা বা সেভ করা হয়। এরূপ একটি কাজের অনেক ফাইল হলে তাদের একটি গ্রুপ করে যে বক্সে বা অংশে রাখা হয় তাকে ফোল্ডার বলে। অর্থাৎ ফোল্ডার হচ্ছে কম্পিউটারের এমন একটি বাক্স যাতে অনেকগুলো পৃথক পৃথক ফাইলকে সেভ বা সংরক্ষণ করা যায় ।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

 

ফোল্ডার তৈরির সুবিধাসমূহ

  • একটি প্রকল্পের যাবতীয় কাজ একসাথে রাখা যায় ।
  • একটি কাজের অনেক ফাইল হলে তাদের একটি নামে খুঁজে পেতে সুবিধা হয়।
  • ভিন্ন ভিন্ন প্রকল্পের একই নামের ফাইল সেভ করতে অসুবিধা হয় না।
  • সময় সাশ্রয় হয় ও সুশৃঙ্খল ভাবে কাজ করা যায়।

 অটোক্যাডে ড্রয়িং-এর প্রয়োজনীয়তা

যে কোনো ধরনের কারিগরি শিক্ষায় প্রকৌশলীদের বা স্থপতিদের প্রতিটি ক্ষেত্রেই ড্রয়িং অত্যাবশ্যক । আর কম সময়ে দ্রুত ড্রয়িং করার জন্য অটোক্যাড-এর বিকল্প নেই। নিম্নে আরও বিস্তারিত আলোচনা করা হলো-

  •  সঠিক ও নির্ভুলভাবে কাজ করা যায়,
  • মাপ ভুল হওয়ার সম্ভাবনা থাকে না,
  • ড্রয়িংসমূহ দ্রুত ও সহজে করা যায়,
  • সময় বাচায়,
  • প্রয়োজনে যে কোনো পরিবর্তন বা পরিবর্ধন পুরাতন ফাইল বা ড্রয়িং নষ্ট না করেই অত্যন্ত কম সময়ে করা যায়,
  • লেয়ার করে করা হয় বলে কোনো লেয়ার অফ-অন বা লক করে পাশের লেয়ারে ব্যাঘাত না করে কাজ করা যায়,
  • যে কোনো স্টাইলে অক্ষরসমূহ লিখা যায়,
  • খুব ছোট অংশ জুম করে বড় করে দেখা বা প্রিন্ট করা যায়,
  • প্রয়োজনীয় যে কোনো অংশ আলাদা করে দেখা বা প্রিন্ট করা যায়,
  • যে কোনো মাপে প্রিন্ট করা যায়,
  • লেয়ার বা যে কোনো অংশে রং ব্যবহার করার ফলে কাজের সুবিধা হয় ও ড্রয়িং আকর্ষণীয় হয়,
  • পরিষ্কারভাবে কাজ করা যায় ড্রয়িং শিট নোংরা হওয়ার ভয় থাকে না ।

 

আর্কিটেকচারে অটোক্যাড

 

ইউনিট ও লিমিট সেটআপ (Unit & Limit setup) করার প্রয়োজনীয়তা

হাতে-কলমে (Manually) কাজ করার সময় প্রথমেই মাপমত ড্রয়িং শিট নিয়ে ড্রয়িং বোর্ডে স্থাপন করা হয় এবং প্রয়োজনীয় স্কেল (ফুট স্কেল/মিটার স্কেল) নির্বাচন করে পরে ড্রয়িং করা হয়। কম্পিউটারে উক্ত কাজসমূহ করা হয় ইউনিট ও লিমিট সেটআপ করার মাধ্যমে।

ড্রয়িং কোন স্কেলে করা হবে তা নির্ধারণ করা হয় যেমন ফুট স্কেলে/মিটার স্কেলে, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সেটআপ করার জন্য ইউনিট সেটআপ করা হয়। ড্রয়িং কতটুকু স্থানের উপর অঙ্কন করা হবে তা নির্ধারণ করা হয় যেমন দৈর্ঘ্য-প্রস্থ বা পৃষ্ঠার আকার ইত্যাদি সেটআপ করার জন্য লিমিট সেটআপ করা হয় ।

ড্রয়িং ফাইল তৈরি সেভ ও সেভ অ্যাজ (Save Save as) করা

কোনো ড্রয়িং করার পর তা সংরক্ষণ করার জন্য এবং প্রয়োজনে সহজে খুঁজে বের করার বা পরবর্তীতে ব্যবহার করার জন্য সেভ কমান্ড-এর সাহায্যে নির্দিষ্ট ফোল্ডারে সেভ করা হয়।

সেভ করার জন্য Ctrl+s চাপলে একটি ডায়ালগ বক্স আসবে সেখানে ফাইলের নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে। Save তিন ভাবে করা যায়—

  • Ctrl+s, অথবা
  •  Menu bar File Save, অথবা
  • Tool bar Save icon-এ ক্লিক করতে হব

এবার ফাইলের নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে।

 

আর্কিটেকচারে অটোক্যাড

 

সেভ অ্যাজ (Save as )

কোনো ড্রয়িং করার পর অনুরূপ আরেকটি ফাইল তৈরি করে সংরক্ষণ করার জন্য এবং পরবর্তীতে ব্যবহার করার জন্য সেভ অ্যাজ কমান্ড এর সাহায্যে নির্দিষ্ট ফোল্ডারে অন্য নামে আরেকটি ফাইল সেভ করা হয়। এতে পূর্ববর্তী ফাইলটি অক্ষত অবস্থায় থাকে এবং নতুন আরেকটি একই ফাইল অন্য নামে তৈরি হয় । ফলে পুরাতন ফাইলটি অক্ষত রেখে নতুন ফাইলে প্রয়োজনীয় যে কোনো পরিবর্তন বা পরিবর্ধন করা যায়। এতে পুরাতন নতুন দুটি ফাইলই থাকে বলে দরকার হলে দুটিকেই ব্যবহার করা যায়।

সেজ অ্যাজ (Save as) কার জন্য

Ctrl + shift + s চাপলে একটি ডায়ালগ বক্স আসবে সেখানে ফাইলের অন্য নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে। Save as দুই ভাবে করা যায়—

  • Ctrl+Shift+s, অথবা
  • Menu bar File Save as,

এবার ফাইলের অন্য একটি নাম দিয়ে ফাইলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করতে হবে।

 

আর্কিটেকচারে অটোক্যাড

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. CAD-এর পূর্ণ নাম লেখ।

২. ফোল্ডার কী?

৩. সেভ কাকে বলে?

৪. সেভ অ্যাজ কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ইউনিট সেট আপ ও লিমিট সেট আপ কাকে বলে?

২. ফোল্ডার কেন তৈরি করা হয়?

রচনামূলক প্রশ্ন

১. অটোক্যাডে ড্রয়িং করার প্রয়োজনীয়তা বর্ণনা কর ।

২. সেভ ও সেভ অ্যাজ-এর মধ্যে পার্থক্য বর্ণনা কর ।

৩. অটোক্যাডের ফাইল সংরক্ষণ পদ্ধতি বর্ণনা কর ।

আরও দেখুনঃ

Leave a Comment