Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

আর্কিটেকচারে মেনুবার

আর্কিটেকচারে মেনুবার

আজকে আমরা আর্কিটেকচারে মেনুবার সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর অন্তর্গত।

 

 

আর্কিটেকচারে মেনুবার

মেনুবার (Menu bar) -এর component

মেনুবার (Menu bar)-Windows operating system-এর কিছু List of option বা Component যা দিয়ে CAD বা যে কোনো software কে operate করা বা কাজ করা যায়। মেনুবারের মধ্যেই সকল টুলসমূহ থাকে যা দিয়ে ড্রয়িং ও এর যাবতীয় কাজ করা যায় ।

Auto CAD মেনু বার (Menu bar) এ ১২ টি List of Option থাকে যেমন –

১. File (ফাইল)

২. Edit (অডিট)

৩. View (ভিউ)

8. Insert (ইনসার্ট)

৫. Format (ফরম্যাট)

৬. Tools (টুলস)

৭. Draw (ড্র)

৮. Dimension (ডাইমেনশন)

৯. Modify (মডিফাই)

১০. Window (উইন্ডো)

১১. Express (এক্সপ্রেস)

১২. Help (হেল্প)

 

Auto CAD মেনু বার ও এর কম্পোনেন্ট বা List of Option

 

View Format, Tools ইত্যাদির কাজ

 File মেনু

 Edit মেনু

View মেনু

Insert মেনু

 

 

Format মেনু

 Tools মেনু

 

 

Draw, Dimension, Modify ইত্যাদির কাজ

Draw মেনু

Modify মেনু

Dimension মেনু

Window মেনু

Help মেনু

 

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. মেনু বার-এর বিভিন্ন কম্পোনেন্ট-এর নাম লেখ?

২. এডিট মেনুর কাজ কী ?

৩. মেনু বারের ফাইলের ওপেন এবং নিউ অপশনের কাজ লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. মডিফাই ও এডিট মেনুর মধ্যে পার্থক্য লেখ।

২. লিনিয়ার ও কন্টিনিউয়াস ডাইমেনশন টুলস-এর পার্থক্য কি?

রচনামূক প্রশ্ন

১. মেনু বার-এর বিভিন্ন অপশন বা কম্পোনেন্ট-এর কাজ সংক্ষেপে বর্ণনা কর ।

২. ফরমেট মেনুর কাজ বর্ণনা কর।

আরও দেখুনঃ

Exit mobile version