ইটের বন্ড

আজকে আমাদের আলোচনার বিষয় ইটের বন্ড। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

ইটের বন্ড

ইটের সংজ্ঞা

ইট কাঁদামাটি দিয়ে তৈরি এক প্রকার নির্মাণ উপাদান যা শুকানো অবস্থায় পাথরের ন্যায় কাজ করে। পাথরের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।

ইটে ব্যবহৃত কাঁদার উপাদানসমূহ:

  • সিলিকা – ৫৫%
  • অ্যালুমিনা – ৩0%
  • আয়রন অক্সাইড – ৮%।
  • ম্যাগনেশিয়া – ৫%।
  • লাইম – ১%
  • জৈব পদার্থ – ১%
    মোট – ১০০%

ইটের মান নিম্নোক্ত বিষয়ের উপর নির্ভর করে।

  • ইটে ব্যবহৃত কাঁদার রাসায়নিক ধর্মের উপর,
  • কাঁদা প্রস্তুতকরণের উপর
  • শুকানোর পদ্ধতির উপর,
  • পোড়ানোর তাপমাত্রার উপর
  • পোড়ানোর সময় চুল্লিতে বায়ু প্রবেশের পরিমাণের উপর

ইটের শ্রেণিবিভাগ

গাঁথুনির কাজে ব্যবহৃত ইট দুই প্রকার । যথা—

  • প্রচলিত ইট (Traditional Brick) ও
  • মডুলার ইট (Modular Brick)

প্রচলিত ইট আবার তিন প্রকারের হয়

  • প্রথম শ্রেণি
  • দ্বিতীয় শ্রেণি
  • তৃতীয় শ্রেণি

এছাড়া ঝামা ইট (অতিরিক্ত পোড়া ইটকে ঝামা ইট বলে)

ইটের বন্ড (Brick Bond):

দেয়াল নির্মাণে ইটকে পরপর পাশাপাশি স্থাপন করা হয়, এক সারি বা কোর্স স্থাপনের পর উপরে পরবর্তী সারি বা কোর্স স্থাপন করা হয়। এভাবে দেয়াল বা কাঠামো নির্মাণে খাড়া বরাবর ইটের জোড়াগুলো পরে যার ফলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পড়তে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বল হয়।

এসকল কারণে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে সেয়াল নির্মাণ করা হয়। এভাবে “ইটকে পরপর সুশৃংখল ভাবে সাজিয়ে পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে একক অবিচ্ছিন্ন দেয়াল নির্মাণ কৌশলকে বন্ত বলে”।

 

ইটের বন্ড

 

বিল্ডিং-এর নিয়মাদিন

  • সুষম আকারের ইট নিতে হবে।
  • পরবর্তী সারি বসানোর সময় নিচের ইটের কমপক্ষে চার ভাগের এক ভাগ কভার বা ল্যাপ করে সাতে হবে।
  • সম্মুখে বা ফেসিংএ স্টেচার বা ইটের লম্বা দিক এবং মধ্যে বা হার্ডিং-এ হেডার বা ইটের গ্রন্থ দিক ব্যবহার করা উচিত।
  • পরবর্তী কোর্সের খাড়া জোড় পরিহার করে একটির পর একটি বা অলটারনেট কোর্সের খাড়া ঘোড় একই লাইন বরাবর করতে হবে।
  • যতদূর সম্ভব কম সংখ্যক ব্যাট বা আধলা ইট ব্যবহার
  • অলটারনেট কোর্সের হেডারের (Header) একই উলম্ব রেখায় ছেদ করবে।

ইটের বন্ধের শ্রেণিবিভাগ

পাঁধুনির কাজে ব্যবহৃত বস্তু নিম্নরূপ-
১. ইংলিশ বন্ড (English Bond)

২. ফ্লেমিশ বস্তু (Flemish Bond)

  • ডাবল ফ্লেমিশ বঙ (Double Flemish Bond)
  • সিঙ্গেল ফ্লেমিশ বন্ড (Single Flemish Bond)

৩. স্ট্রেচার বন্ড (Stretcher Bond)

৪. হেডার বস্তু (Header Bond )

৫. গার্ডেন ওয়াল বন্ড (Garden Wall Bond)

  • ইংলিশ গার্ডেন ওয়াল ৰম্ভ (English Garden Wall Bond)
  • ফ্লেমিশ গার্ডেন ওয়াল বস্তু (Flemish Garden Wall Bond)

 

ইটের বন্ড

 

ইটের বন্ড

 

৬. ডাচ বন্দ (Dutch Bond)

৭. রেকিং বন্ড (Racking Bond)

  • রিং বোন বন্ড (Haring Bone Bond )
  • ডায়াগামোল বন্ড (Diagonal Bond)

৮. যিগ যাগ বন্দ (Zig-Zag Bond)

৯. ইংলিশ জন্ম বন্ড (English Cross Bond)

১১. ব্রিক অন-এজ বন্ড (Brick on Edge Bond ) Silver Lock Bond

ইটের বন্ডের প্রয়োজনীয়তা

বন্ড গাঁধুনির কাজে দেয়াল বা কাঠামো নির্মাণ করলে কাঠামোর খাড়া চাপে জোড় বরাবর দেয়াল ধ্বসে পরতে পারে। এভাবে প্রস্তুতকৃত দেয়াল অপেক্ষাকৃত দুর্বলও হয় বিধায় ইটকে বন্ডিং করার প্রয়াজন হয়।

নিচে ইটের বন্ডের প্রয়োজনীয়তাসমূহ আলোচিত হলো:

  • দেয়াল ও অন্যান্য কাঠামোর শক্তি এবং স্থায়িত্বতা বৃদ্ধির জন্য, খাড়া জোড় পরিহার করে নিরাপদ দেয়াল নির্মাণের জন্য,
  • দেয়ালের উপর আগত ভর বা লোড (Load) সুত্রমভাবে বিস্তৃত বা বণ্টন করার জন্য,
  • শিরার (Shear) প্রতিরোধের জন্য,
  • সৌন্দর্য বৃদ্ধি এবং নির্মাণ কাজ দ্রুত করার জন্য ও • ইটের পারস্পরিক ইন্টারলকিং সৃষ্টির জন্য ।

 ইটের বন্ডে ব্যবহৃত ক্লোজার (Closer) সমূহের নাম ও ব্যবহার

ইটের বন্ড

 

ইটের বন্ড

 

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ইট কাকে বলে? |

২. ইটে ব্যবহৃত কাঁদার উপাদানসমূহের নাম ও পরিমাণ লেখ।

৩. গাঁধুনির কাজে ব্যবহৃত ইট কত প্রকার ও কী কী?

৪. বন্ড কাকে বলে?

৫. ক্লোজার কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ইটের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে?

২. বিভিন্ন প্রকার ইটের আকার বর্ণনা কর।

৩. বিভিন্ন প্রকার বন্ডের নাম লেখ।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

রচনামূলক প্রশ্ন

১. চিত্রসহ ইটের বন্ডের নিয়মাবলি ও প্রয়াজনীয়তা বর্ণনা কর।

২. চিত্রসহ ইংলিশ, ফ্লেমিশ, স্ট্রেচার ও হেডার বন্ড অঙ্কনের নিয়ম লেখ।

৩. চিত্রসহ বিভিন্ন প্রকার ক্লোজারের বর্ণনা দাও

আরও দেখুন :

Leave a Comment