Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ ইমারত এর 3D View তে Rendering করা

ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ ইমারত এর 3D View তে Rendering করা

আজকে আমরা ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ ইমারত এর 3D View তে Rendering করা সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  দ্বিতীয় পত্রের ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

 

ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ ইমারত এর 3D View তে Rendering করা

অটোক্যাডে ইমারত এর 3D View তে Materials Assign করা ।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

কম্পিউটার ও Auto CAD Software

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

অঙ্কনপ্রণালীঃ

 

 

 

 

 

এভাবে যতগুলো Materials প্রয়োজন ততোগুলো সিলেক্ট করে কারেন্ট ড্রয়িং (Current Drawing) নিয়ে আসতে হবে। এরপর OK করে বের হয়ে আসতে হবে।

 

 

 

 

 

চিত্রে দেয়ালটি সিলেক্ট করে Material Assign করা হয়েছে। এক্ষেত্রে। Brown Brick 2 নামক Materials টি Attach করা হয়েছে।

প্লিস্থ, সানশেড, ড্রপওয়াল ছাদের ফ্ল্যাব ইত্যাদি কংক্রিটের তৈরি অংশতে কোন Materials Assign না করে শুধু সিমেন্ট রঙে রাখা হয়েছে। এতে ইটের দেয়াল ও সিমেন্টের অংশ আলাদা করে বোঝা যাবে, এবং ইমারত এর 3D View টি দেখতে আকর্ষণীয় হবে।

 

 

উল্লেখ্য যে, Materials Assign করার পরও অটোক্যাডের 3D View তে কোন পরিবর্তন দেখা যাবে না । রেন্ডার করা হলে শুধুমাত্র Materials দেখা যাবে। রেডার করার পরও কোনোরকম মুভ বা মাউস স্ক্রিনে নাড়ানো হলে আবার অটোক্যাড 3D View তে চলে যাবে।

সকল অংশে Materials Assign করা হলে মেনুবারের View তে Render (রেন্ডার) টুলবারের Render (রেন্ডার) অপশন এ ক্লিক বা আইকন হবে। এ ক্লিক করতে হবে।

এতে Render নামে একটি ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে Render (রেন্ডার) অপশন এ ক্লিক করলে অটোক্যাডের 3D View তে Materials সহ 1 বাস্তবিক ছবিটি (Rendered View) দেখা যাবে।

 

 

 

অটোক্যাডে ইমারত এর 3D View তে Camera Setup করা।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:

কম্পিউটার ও Auto CAD Software |

অঙ্কনপ্রণালীঃ

 

 

 

 

 

 

 

অটোক্যাডে ইমারত-এর 3D View তে Light Setup করা।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

কম্পিউটার ও Auto CAD Software

অঙ্কনপ্রণালীঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এতে সম্পূর্ণ ছবিটি বা ইমেজটি আলোকিত বা ফ্লাট শেডেড (Flat Shaded) দেখাৰে।

অটোক্যাডে ইমারত এর 3D View তে Background Setup করা ।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

কম্পিউটার ও Auto CAD Software

অঙ্কনপ্রণালীঃ

 

 

 

 

রেন্ডারিং সময় পারিপার্শ্বিক দৃশ্যও Create করা হয়। পারিপার্শ্বিক দৃশ্য তৈরির জন্য প্রয়োজন গাছপালা, মানুষ, পাড়ি ইত্যাদির। ল্যান্ডস্কেপিং-এ এসকল অপশন রয়েছে।

 

 

এবার রেন্ডার করলে ইমেজের মধ্যে গাছ, মানুষ, রাস্তার চিহ্ন বা Road Sign ইত্যাদি বা না বলানো হয়েছে তা দেখা যাবে।

সব কিছু সেট করার পর রেন্ডার এর ৪র্থ বা সবশেষ অপশনে মার্জ (Merge) এ ক্লিক করলে পরে রেডার করলে নিচের চিত্রের মত দেখাবে।

 

 

ইমারত এর অঙ্কিত 3D View এর রেন্ডার কৃত Image (ইমেজ) JPEG বা Bitmap বা BMP তে সেভ করা।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:

কম্পিউটার ও Auto CAD Software ।

অঙ্কনপ্রণালীঃ

 

 

 

 

 

 

 

 

 

 

আরও দেখুনঃ

Exit mobile version