Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

একর কম্ব এর সাহায্যে নক্শার ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি

একর কম্ব এর সাহায্যে নক্শার ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি

একর কম্ব এর সাহায্যে নক্শার ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “নক্শার ক্ষেত্রফল নিরূপণ” বিভাগ এর একটি পাঠ । একর কম্ব (Acre Comb) কম পুরুত্বের পিতল বা ইলেকট্রামের পাত বা হালকা বোর্ডের তৈরি আয়তাকার ফ্রেমবিশেষ। সাধারণত উপরোক্ত ধাতুর হালকা পাত বা হালকা বোর্ডের মাঝখানের আয়তাকার অংশ কেটে এগুলো তৈরি করা হয় এবং চারদিকের ফ্রেমে নকশার স্কেলের সাথে সামঞ্জস্য রেখে সমদূরত্বে (সচরাচর স্কেল অনুযায়ী । চেইন দূরত্বে) ছিদ্র করে নেয়া হয় যেন এটার সাহায্যে নকশার বা কোনো দাগের (Plot) ক্ষেত্রফল একরে নির্ণয় করতে তেমন হিসেব নিকাশের দরকার না পড়ে।

 

একর কম্ব এর সাহায্যে নক্শার ক্ষেত্রফল নিরূপণ পদ্ধতি

এতে বিপরীত ফ্রেমের সমদূরত্বের ছিদ্রদ্বয়ে সূক্ষ্ম তার বা সুতা টান টান করে বাঁধা হয়। ফলে পুরো ফাঁকা অংশটি কতগুলো বর্গক্ষেত্রে বিভক্ত হয়। এটাকে দেখতে অনেকটা চিরুনি সদৃশ মনে হয়। তাই এটাকে একর কম্ব বলা হয়। নকশার কোনো দাগের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এটার একটি সুতা উক্ত দাগের কোনো রেখার সাথে মিলিয়ে বর্গক্ষেত্র পদ্ধতিতে ক্ষেত্রফল বের করা হয়। এটার সাহায্যে একরে ক্ষেত্রফল নির্ণয় করা হয়। এটার প্রত্যেকটি বর্গক্ষেত্র নকশার স্কেল অনুসারে নির্দিষ্ট পরিমাণ (একরে) ক্ষেত্রফলের সমান।

 

 

ধরি একর কম্বের প্রত্যকটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 একরের সমান এবং কোনো নকশায় একটি প্লট দুটি বর্গক্ষেত্রের সমান। অতএব উক্ত প্লটটির ক্ষেত্রফল দুই একর । আবার শুধুমাত্র একমুখী সরু সুতা বা তার ব্যবহার করে ট্রাপিজিয়ামে বিভক্ত করেও এর দ্বারা ক্ষেত্রফল নিরূপণ করা যায়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

মানুষ প্রথম বড় কাঠামো তৈরি করার পর থেকে জরিপ করা হয়েছে। প্রাচীন মিশরে, নীল নদের বার্ষিক বন্যার পরে সীমানা পুনঃপ্রতিষ্ঠা করতে একটি দড়ি স্ট্রেচার সরল জ্যামিতি ব্যবহার করত। গিজার গ্রেট পিরামিডের প্রায় নিখুঁত বর্গক্ষেত্র এবং উত্তর-দক্ষিণ অভিযোজন, গ. 2700 খ্রিস্টপূর্বাব্দ, মিশরীয়দের জরিপ করার আদেশ নিশ্চিত করে। গ্রোমা যন্ত্রের উৎপত্তি মেসোপটেমিয়ায় (খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দের প্রথম দিকে)। স্টোনহেঞ্জে প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ (আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব) প্রাগৈতিহাসিক জরিপকারীরা খুঁটি এবং দড়ি জ্যামিতি ব্যবহার করে স্থাপন করেছিলেন।

আরও দেখুন:

Exit mobile version