Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ এক কক্ষ বিশিষ্ট ইমারত এর 3D view অঙ্কন

ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ এক কক্ষ বিশিষ্ট ইমারত এর 3D view অঙ্কন

আজকে আমরা ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ এক কক্ষ বিশিষ্ট ইমারত এর 3D view অঙ্কন সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  দ্বিতীয় পত্রের ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

 

ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD) এ এক কক্ষ বিশিষ্ট ইমারত এর 3D view অঙ্কন

পলিলাইন দিয়ে একটি এক কক্ষ বিশিষ্ট ইমারত-এর প্ল্যান ও 3D অঙ্কন করা

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:

কম্পিউটার ও Auto CAD Software |

অঙ্কনপ্রণালীঃ

এক কক্ষ বিশিষ্ট ইমারত (One Room Building) পলিলাইন দিয়ে অঙ্কনের জন্য পূর্ববর্তী অধ্যায়ে পলিলাইন দিয়ে দেয়াল অঙ্কন করে ভিট তৈরি করার পদ্ধতির অনুরুপ বিধায় এক্ষেত্রে 2D ে সাধারণভাবে অঙ্কিত একটি প্ল্যানকে পলিলাইনে রূপান্তর ও 3D অঙ্কন এর দুটি পদ্ধতি বর্ণনা কর হল ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

১ম পদ্ধতি:

পলিলাইন দিয়ে টেবিল এর টপভিউ অঙ্কন করার জন্য প্রথমে 3D wall, 3D win, 3D door, Step ইত্যাদি আলাদা লেয়ার তৈরি করে নিতে হবে এবং যখন যেটিতে কাজ করা হবে সেটিকে কারেন্ট লেয়ার করে নিতে হবে।

 

 

 

বিল্ডিং এর চারদিকে একটি পলিলাইন তৈরি হবে। এবার এই অঙ্কিত পলিলাইনটি 5 অফসেট করতে হবে।

অফসেট করার জন্য

 

 

এখন Extrude কমান্ডের সাহায্যে বিল্ডিংটির 3D অঙ্কন,

একইভাবে ভিতরের পপিলাইনটি Extrude করতে হবে। এক্ষেত্রে Height of Extrusion এর মাপ 10 এর বেশি যেমন 12 লিখে এন্টার করতে হবে। দুইটি ভিউপোর্টে নিম্নের চিত্রের মত দেখাবে।

 

 

এবার বাইরের Extrude করা অংশ থেকে ভিতরে Extrude করা অংশ সাবট্রাক্ট (Subtract) কমান্ড দিয়ে কেটে ফেলতে হবে।

সাবট্রাক্ট (Subtract) করার জন্য

 

 

 

এবার জানালার অংশ ছাটাই বা কাটার জন্য প্রথমে পলিলাইন বা বক্স কমান্ড দিয়ে একটি বক্স অঙ্কন করে নিতে হবে,

5′-0″×5′-0″x4-6″ মাপের একটি বক্স তৈরি হবে।

এটিকে কপি করে এবং মুভ করে দেয়ালের যেখানে যেখানে এই মাপের জানালা কাটতে হবে সেই বরাবর বসাতে হবে। টয়লেটের জানালার জন্য একই ভাবে 1-8″x1′-8″x1′-8″ মাপের একটি বক্স তৈরি করতে হবে। এটিও মুক্ত করে প্ল্যান বরাবর নিতে হবে।

 

 

টপ ভিউ থেকে বড় বক্সসমূহকে উপরে মুভ করার জন্য

একইভাবে ছোটো বক্সটি 5-4″ উচ্চতার বসাতে হবে। বা প্লান এর ভিউপোর্টকে ক্লিক করে ফ্রন্ট ভিউ সেট করে মুভ করার জন্য M লিখে এন্টার করে ছোটো বক্সটি সিলেক্ট করতে হবে। এবার বেজ পরেন্ট হিসাবে ছোটো বক্সটির যে কোনো বিন্দুতে ক্লিক করে মাউস উপরের দিকে সরিয়ে 5-4″ লিখে এন্টার করতে হবে। ছোটো বক্সটি 5-4″ উচ্চতায় বসে যাবে।

 

 

এবার সাবট্রাক্ট করে জানালার অংশ কাটতে হবে। সাট্রাক্ট করার জন্য;

 

 

 

 

ইমারত এর দরজা জানালার 3D অঙ্কন ও দেয়ালে স্থাপন করা।

প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল

কম্পিউটার ও Auto CAD Software

 অঙ্কনপ্রণালি

জানালা অঙ্কনের জন্য পূর্বের ব্যবহারিক অংশের ৪ অধ্যায়ের মত করে স্লাইডিং জানালা (চিত্র-৭.৪.১) এঁকে নিতে হবে।
অঙ্কিত বড় জানালাটিকে আর একটি কপি করে নিতে হবে। এবার একটিকে 90° রোটেট (Ro) লিখে এন্টার করে জানালাটিকে সিলেক্ট করে এর যে কোনো বিন্দুতে ধরে 90 লিখে এন্টার করে নিতে হবে।

 

 

এবার জানালাসমূহকে দেয়ালে মুক্ত করে নিয়ে বসাতে হবে। ফ্রন্ট ভিউতে যেয়ে বড় জানালা দুটি মুক্ত করে 30″ উচ্চতায় ও টয়লেটের ছোটো জানালাটি 5-4″ উচ্চতায় বসাতে হবে।

 

 

এবার দরজার অংশ ছাটাই বা কাটার জন্য প্রথমে পলিলাইন বা বক্স কমান্ড দিয়ে একটি বক্স অঙ্কন করে নিতে হবে,

3″-4″x31-4″x7′-0″ যাপের একটি বক্স তৈরি হবে। এটি যুক্ত করে টপ ভিউতে দরজা বরাবর বসাতে হবে।

 

 

এবার সাবট্রাক্ট (Subtract) করে দরজার অংশ কাটতে হবে। সাবট্রাক্ট করার জন্য;

 

 

 

বক্সটি সাট্রাক্ট করে দরজার অংশ কেটে ফেলার পর ইমারতটি নিচের চিত্রের মতো দেখাবে।

 

 

দরজা অঙ্কনের জন্য প্রখমে চৌকাঠ অঙ্কন করে নিতে হবে। পলিলাইন কমান্ড দিয়ে টপ ভিউপোর্টে নির্দিষ্ট মাে (চিত্র-৭.৪.৭) চৌকাঠের একটি প্ল্যান অঙ্কন করে নিতে হবে,

 

 

এরপর প্রতিবার Next point এর জন্য পরপর মাপ লিখে দেয়া হল),

পলিলাইনে চিত্রের মত নির্দিষ্ট মাপের একটি দরজার চৌকাঠ এর প্ল্যান তৈরী হবে।

এবার ফ্রন্ট ভিউ পোর্টে দরজার চৌকাঠের বাইরের লাইন বরাবর পলিলাইনে চিত্রের মত একটি পাথ (Path) দিকে হবে।

 

 

[যদি End Paint এ শুরু করা না হয় তবে পাথটি চৌকাঠ থেকে অনেক দূরে অংকিত হয়। সেক্ষেত্রে আইসোমেট্রিক ভিউপোর্টে ফেরে পাথটিকে, মুভ করে এনে চৌকাঠ End Paint এ বসাতে হবে ।

 

 

এবার পলিপাইন ও পাথ দিয়ে অংকিত চৌকাঠটিকে এক্সট্রুট (Extrude) করে 3D তে রূপান্তর করার জন্য

 

 

চৌকাঠের 3D অংকিত হবে ।

পাল্লা  অংকনের জন্য একটি 36 x 1.5″ মাপের রেক্টেগেল (Rectangle) টপ ভিউ পোর্টে আঁকতে হবে।

 

 

রেক্টেগেলটিকে পূর্বের নিয়ম অনুযায়ী 6-10° এক্সট্রুড (Extrude) করতে হবে। তা হলে পাল্লা তৈরি হলে

চৌকাঠের বাইরে তৈরি করলে এটিকে মুক্ত করে চৌকাঠের মধ্যে বসাতে হবে।

 

 

 

এবার দরজাটিকে যুক্ত করে দেখালে স্থাপন করতে হবে। যুক্ত করার জন্য জানালার অনুরূপ দরজাকেও করতে হবে।

এবার প্লিস্থ তৈরির জন্য ফ্রন্ট ভিউতে যেয়ো সম্পূর্ণ ইমারতটিকে 18″ উপরে যুক্ত করতে হবে।

প্লিস্থ তৈরির জন্য সেয়ালের বাইরের বরাবর পলিলাইন এঁকে নিতে হবে। এবার পপিলাইনটি 18 এক্স (Extrude) করতে হবে। এবং আলাদা লেয়ারে আঁকলে সুবিধা হবে।

 

 

[পূর্বে লেয়ার তৈরি না করলেও পরে লেখার তৈরি করে যে অংশটি অন্য একটি লেয়ারে নিতে হবে সেটি সিে করে স্ক্রিনের লেয়ার টুলবার এর ড্রপডাউন জানাতে ক্লিক করে যে লেয়ারে নিতে হবে সেটিতে ক্লিক করতে হবে।]

প্লিস্থটি আলাদা লেয়ারে আলাদা রঙে করলে দেশকে ভালো লাগবে ।

 

 

এবার ধাপের চারিদিকে পলিপাইন দিয়ে এঁকে বা বাউন্ডারি (Boundary) কমান্ড বা Bo দ্বারা ধাপসমূহ Polyline রূপান্তর করতে হবে।

 

 

বারান্দা ও ধাপসমূহ পলিপাইন হয়ে যাবে। কিন্তু লাইনে কোথাও কোনো ফাঁকা থাকলে বাউন্ডারি হবে না।

[ড্রপওয়ালটি সিলেক্ট করলে চিত্রের মত ডটেড দেখাবে ]

এবার ড্রপওয়াল 36″ (Extrude) করতে হবে।

 

 

 

 

এক্সট্রড (Extrude) করার পর যুক্ত করে হাসেনা করা বা ভূমি থেকে 8-6″ উপরে বসাতে হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

এক কক্ষ বিশিষ্ট বিল্ডিংটি সম্পূর্ণ অংকনের পর সম্পূর্ণ ত্রি-মাত্রিক দৃশ্য, টপ ও ফ্রন্ট ভিউ তিনটি ভিউপোর্টে সেট করলে নিচের চিত্রের মত দেখাৰে ।

 

 

আরও দেখুনঃ

Exit mobile version