আজকে আমাদের আলোচনার বিষয় ওয়ার্কিং ড্রইং [ Working drawing ]। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর এসএসসি স্তরের ভোকেশনাল করিক্যুলামের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ। “ওয়ার্কিং ড্রইং” এক প্রকারের ড্রইং, যেটা – নির্মিতব্য স্থাপনা বা দ্রব্যের মাত্রাযুক্ত, গ্রাফিকাল তথ্য সরবরাহ করে। উক্ত ওয়ার্কিং ড্রইং অনুযায়ী ঠিকাদার কাজগুলি করেন বা উৎপাদনকারী পণ্য উৎপাদন করেন। এসব ড্রইং এর মধ্যে রয়েছে – স্থাপত্য ড্রইং, কাঠামোগত ড্রইং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রইং, যান্ত্রিক ড্রইং, বৈদ্যুতিক ড্রইং ।
Table of Contents
ওয়ার্কিং ড্রইং [ Working drawing ]
একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ইমারত পরিদর্শন করবে।
অটোক্যাডে বহুতল আবাসিক ইমারজের ট্রেঞ্চ প্ল্যান (Trench Plan) অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension)
অঙ্কন প্রণালি :
অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের ট্রেঞ্চ প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
- প্রথমে কলাসসমূহ ফ্লোর প্ল্যান থেকে কপি করে নিতে হবে। লাইন কমান্ড দিয়ে কলামের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত লাইন এঁকে নিতে হবে ।
- এবার রেষ্টেদেল কমান্ড দিয়ে কয়েকটি ট্রেফের আকারে বক্স (8-08-6, 9-69-6, 16-6 16-6 এবং 13-2×8-6) তৈরি করে নিতে হবে
- এবার চারকোণায় 8-0×8-0 চারটি, সিঁড়ির দুইপাশে 10-0×100 দুটি মাঝ বরাবর 13-2×9-0 চারটি এবং অন্যান্য সবকটি 9-0×9-0 মাপের বক্স কপি করে বসাতে হবে ।
- এবার ডাইমেনশন কমান্ডের সাহায্যে চিত্রের (চিত্র-৮.২) মত পরপর মাপ প্রদান করতে হবে এবং প্রতিটি বক্সের মাপ আলাদা করে প্রদান করতে হবে।
চিত্র-৮.২: বহুতল আবাসিক ইমারতটির ট্রেঞ্চ প্লান
অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing) এর প্ল্যান ও সেকশন
অটোক্যাডে অঙ্কন প্রণালি :
অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing) এর প্ল্যান ও সেকশন অঙ্কন করে মাপ ও রঙ দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
গুগল নিউজে আমাদের ফলো করুন
- লাইন, অফসেট, ট্রিম, হ্যাচ ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রের (চিত্র-৮.৩.১) মত করে কলাম ফুটিংটি এঁকে নিতে হবে
- ডাইমেনশন কমান্ড দিয়ে মাপসমূহ দিতে হবে। এক্ষেত্রে ED লিখে এন্টার করলে ডাইমেনশন লাইনের টেক্সটসমূহ এডিট করা যাবে। মাপ না লিখে DF, di, da ইত্যাদি প্রয়োজন অনুযায়ী লিখতে হবে।
যেকোন ফুটিং-এর জন্য নিম্নের (চিত্র-৮.৩.২) ছকটি লাইন দিয়ে এঁকে বা ছকে ক্লিক করে টেবিলের কলাম ও সারি (Row) সংখ্যা এবং কলামের চওড়া ও সারির উচ্চতা লিখে টেবিল ইনসার্ট করে, ভিতরের টেক্সটসমূহ লিখে নিতে হবে।
চিত্র- আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing)
অটোক্যাডে সিঁড়ির ফ্লাইটে রঙ প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) পাইল
অরুন প্রণালি:
অটোক্যাডে সিঁড়ির ফ্লাইটে রড প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) এর অক্ষ করে মাপ ও রড দেখানোর জন্য প্রয়োজনীর কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-
- লাইন, অফসেট, ট্রিম ইত্যাদি কমান্ড দিয়ে নিচের নমুনা চিত্রের (চিত্র-৮.১১) মত করে সিঁড়ির ফ্লাইটে রড প্লেসমেন্ট করে নিতে হবে।
- এখানে নিচের ল্যান্ডিং-এর নিচের স্তরের লম্বা রড উপরের ল্যান্ডিং এ উপরের ঘরে উঠে যেভাবে বাঁকানো দেখানো হয়েছে সেভাবে বাঁকা করে আঁকতে হবে। এবং উপরের ল্যান্ডিং-এ নিচের ঘরের রড বেঁকে ফ্লাইটের উপরের দিকে চলে যাবে।
- একটি ফ্লাইট আঁকা হলে অন্য ফ্লাইটটি মিরর ও মুক্ত করে এঁকে নেয়া যাবে। এরপর টেক্সট ও ডাইমেনশন দিয়ে কাজটি সম্পন্ন করতে হবে।
চিত্র-৮.১২: পাইল ক্যাপ (প্ল্যান, রড প্লেসমেন্ট ও সেকশন)
আরও দেখুন :