Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

ওয়ার্কিং ড্রইং [ Working drawing ]

ওয়ার্কিং ড্রইং [ Working drawing ]

ওয়ার্কিং ড্রইং [ Working drawing ]

আজকে আমাদের আলোচনার বিষয় ওয়ার্কিং ড্রইং [ Working drawing ]। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর এসএসসি স্তরের ভোকেশনাল করিক্যুলামের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ। “ওয়ার্কিং ড্রইং” এক প্রকারের ড্রইং, যেটা – নির্মিতব্য স্থাপনা বা দ্রব্যের মাত্রাযুক্ত, গ্রাফিকাল তথ্য সরবরাহ করে। উক্ত ওয়ার্কিং ড্রইং অনুযায়ী ঠিকাদার কাজগুলি করেন বা উৎপাদনকারী পণ্য উৎপাদন করেন। এসব ড্রইং এর মধ্যে রয়েছে – স্থাপত্য ড্রইং, কাঠামোগত ড্রইং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রইং, যান্ত্রিক ড্রইং, বৈদ্যুতিক ড্রইং ।

 

 

ওয়ার্কিং ড্রইং [ Working drawing ]

একটি নির্মাণাধীন বহুতল আবাসিক ইমারত পরিদর্শন করবে।

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারজের ট্রেঞ্চ প্ল্যান (Trench Plan) অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension)

অঙ্কন প্রণালি :

অটোক্যাডে বহুতল আবাসিক ইমারতের ট্রেঞ্চ প্ল্যান অঙ্কন করে ডিটেইল ডাইমেনশন (Detail Dimension) প্রদানের জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ ধারাবাহিকভাবে সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

 

চিত্র-৮.২: বহুতল আবাসিক ইমারতটির ট্রেঞ্চ প্লান

 

অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing) এর প্ল্যান ও সেকশন

অটোক্যাডে অঙ্কন প্রণালি :

অটোক্যাডে আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing) এর প্ল্যান ও সেকশন অঙ্কন করে মাপ ও রঙ দেখানোর জন্য প্রয়োজনীয় কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

যেকোন ফুটিং-এর জন্য নিম্নের (চিত্র-৮.৩.২) ছকটি লাইন দিয়ে এঁকে বা ছকে ক্লিক করে টেবিলের কলাম ও সারি (Row) সংখ্যা এবং কলামের চওড়া ও সারির উচ্চতা লিখে টেবিল ইনসার্ট করে, ভিতরের টেক্সটসমূহ লিখে নিতে হবে।

 

চিত্র- আইসোলেটেড কলাম ফুটিং (Isolated Column Footing)

 

অটোক্যাডে সিঁড়ির ফ্লাইটে রঙ প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) পাইল

অরুন প্রণালি:

অটোক্যাডে সিঁড়ির ফ্লাইটে রড প্লেসমেন্ট (Reinforcement in Stair Flight) এর অক্ষ করে মাপ ও রড দেখানোর জন্য প্রয়োজনীর কমান্ডসমূহ সংক্ষিপ্তাকারে নিচে লিখিত হল-

 

চিত্র-৮.১২: পাইল ক্যাপ (প্ল্যান, রড প্লেসমেন্ট ও সেকশন)

 

আরও দেখুন :

Exit mobile version