কম্পাস জরিপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আনুষঙ্গিক ‘উপকরণ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা” পাঠ এর অংশ।
Table of Contents
কম্পাস জরিপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণ
এ জরিপ কৌণিক জরিপ পদ্ধতির আওতাভুক্ত। অন্যান্য জরিপের মতো নক্শা প্রণয়নের উদ্দেশ্যেই এ জরিপ করা হয়। কোনো জরিপ রেখার নক্শায় উদ্ধৃতির জন্য এটার দিক ও দৈর্ঘ্য জানা আবশ্যক। কম্পাস জরিপে জরিপ রেখাগুলোর বিয়ারিং (Bearing) মেপে এদের অবস্থান নির্ধারণ করা যায়।
ফলে ঘের দেয়া সহজতর হয়। সাধারণত সামরিক জরিপ ও তদন্ত জরিপের উদ্দেশ্যে এ জরিপ করা হয়ে থাকে। এতদভিন্ন প্রাথমিক জরিপ, সড়কপথ, রেলপথ, পয়ঃপ্রণালি, সেচ খাল ও পানি সরবরাহ লাইন স্থাপনের উদ্দেশ্যে এ জরিপ করা হয়। বনে কোনো অবস্থান চিহ্নিতকরণের উদ্দেশেও এ জরিপ করা হয়ে থাকে।
নিচে কম্পাস জরিপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আনুষঙ্গিক ‘উপকরণের তালিকা দেয়া হলো ঃ
(ক) বিয়ারিং মাপার যন্ত্রপাতি :
১। কম্পাস ঃ প্রিজমেটিক কম্পাস (অথবা সার্ভেয়ার্স কম্পাস) তেপায়াসহ (
খ) দূরত্ব পরিমাপের যন্ত্রপাতি :
১। শিকল ঃ মিটার শিকল, গান্টার শিকল, স্থপতি শিকল, স্টিল বেন্ড শিকল
২। টেপ ঃ নাইলন টেপ, ধাতব টেপ, স্টিল টেপ, ইনভার টেপ *

(গ) স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত যন্ত্রপাতি :
১। রেঞ্জিং রড ৩। অফসেট রড
২। রেঞ্জিং পোল ৪ । হোয়াইটস্ ৫। তীর
৬। কাঠের খুঁটি
(ঘ) চালের কোণ পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতি (প্রয়োজন হলে) :
১।ক্লিনোমিটার
২। বক্স সেক্সট্যান্ট
(ঙ) মাঠে তথ্যাদি লেখার উপকরণ :
১। জরিপলিপি ২। পেন্সিল
(চ) অন্যান্য সরঞ্জাম :
১। ওলন
২ । চাকু
৩। চক
৪। রশি
৫। পেরেক
৬। হাতুড়ি
(* জরিপের চাহিদা অনুসারে)
কম্পাস একটি কোণ মাপক যন্ত্র হলেও কোণ পরিমাপক যন্ত্র হিসাবে এটার সূক্ষ্মতার মাত্রা থিওডোলাইটের তুলনায় কম এবং স্থানীয় আকর্ষণ ইত্যাদি একে আক্রান্ত করে। তাই এটা সাধারণ জরিপের ক্ষেত্রে, যেমন— প্রাথমিক জরিপ, ছোটখাটো ঘের, শব্দ শুনে দিক নির্দেশনা ইত্যাদি এবং যে-সব স্থানে ত্রিভুজায়ন জরিপ সম্ভব হয়ে উঠে না, স্বল্প সময়ে কম ব্যয়ে জরিপ করতে হয়, ঐসব ক্ষেত্র কম্পাস জরিপের আওতায় করা যেতে পারে । লোহার খনি এলাকা এবং চুম্বক আকর্ষিত পাথুরে এলাকা কম্পাস জরিপের আওতায় আনা যায় না ।
আরও দেখুনঃ