প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “নক্শার ক্ষেত্রফল নিরূপণ” বিভাগ এর একটি পাঠ । নোঙ্গর বিন্দু নকশার বাইরে রেখে প্লেনিমিটারের সাহায্যে নিম্নের তথ্যাদি পাওয়া গেল। নক্শার ক্ষেত্রফল নির্ণয় কর। তথ্যাদিঃ প্রারম্ভিক পাঠ = 7.875, চূড়ান্ত পাঠ = 3.086, M = 10 বর্গসেন্টিমিটার, N = দুবার ঘড়ির কাঁটার দিকে

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

আমরা জানি,

ক্ষেত্রফল, 4 = M (F. R – IR ± 10N + C)

= 10 (3.086-7.875 + 10 x 2 + 0)

= 152.11 বর্গসেন্টিমিটার।

 

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

 

উদাহরণ-২। নক্শার ভিতরে নোঙ্গর’ বিন্দু থাকা অবস্থায় একটি নক্‌শার ক্ষেত্রফল নির্ণয়কালে নিম্নের তথ্যাদি পাওয়া গেল।

ক্ষেত্রফল নির্ণয় কর।

প্রারম্ভিক পাঠ = 9.918, চূড়ান্ত পাঠ = 4.524, M = 100 বর্গসেন্টিমিটার, C = 23.521 এবং পরিমাপকালে ডায়ালের শূন্য বিন্দুটি একবার সূচক বিন্দুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অতিক্রম করে ।

| আমরা জানি,

ক্ষেত্রফল, A = M (FR IR 10N + C)

= 100(4.524-9.918-10 x 1 + 23.524)

= 813 বর্গসেন্টিমিটার ।

 

প্লেনিমিটারের সাহায্যে ক্ষেত্রফল নিরূপণ

 

আধুনিক ডিজিটাল প্লেনিমিটার ঃ বর্তমানে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে নকশার ক্ষেত্রফল নির্ণয়ে আধুনিক ডিজিটাল প্লেনিমিটারের ব্যবহার দেখা যায়। এগুলোর মধ্যে ‘DIGITAL PLANIMETER KP-90N এর ব্যবহার বেশ সহজ ও যন্ত্রটি নকশার নিখুঁত ক্ষেত্রফল দিয়ে থাকে । নিম্নে একটি DIGITAL PLANIMETER KP-90N এর বিভিন্নাংশ দেখানো হলো । 

এগুলোতে পাওয়ার সংযোগ, একক নির্ধারণ ও বিভিন্ন কী (Key) এর ব্যবহার নির্মাতা কর্তৃক নির্দেশিত ব্যবহারবিধি অনুযায়ী

নিম্নে নরমাল প্যাটার্নের নকশার ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি দেয়া হলো :

(i) যে নকশার ক্ষেত্রফল নির্ণয় করা হবে তার পরিসীমায় একটি বিন্দু দিয়ে পরিমাপের প্রারম্ভ বিন্দু চিহ্নিত করতে হবে এবং ট্রেসার লেন্সের কেন্দ্রবিন্দু প্রারম্ভ বিন্দুর উপর স্থাপন করতে হবে। 

 

সার্ভেয়িং ১ সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

(ii) তারপর START key চাপ দিলে গুঞ্জন শব্দসহ ডিসপ্লেতে ডান পাশে ০ (শূন্য) এবং বাম পাশে মাপ সংখ্যা প্রদর্শিত হবে। 

(iii) ট্রেসার লেন্সের ট্রেসার বিন্দু নকশার পরিসীমা রেখার উপর দিয়ে ঘড়ির কাঁটারদিকে

 (খ) এর মতো] ঘুরিয়ে প্রারম্ভ বিন্দুতে আনতে হবে । (iv) প্রারম্ভ বিন্দুতে এনে MEMO key তে চাপ দিলে ডিসপ্লেতে গুঞ্জন শব্দসহ পরিমাপকৃত ক্ষেত্রফল প্রদর্শিত হবে। এ প্লেনিমিটারের সাহায্যে নির্মাতার প্রদত্ত নির্দেশাবলি অনুসরণ করে নকশার কোনো অংশের ক্ষেত্রফল, নকশার একাধিক অংশের পৃথক পৃথক ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল ইত্যাদি সহজে, দ্রুততম সময়ে, বিনা জটিলতায় নিখুঁতভাবে নির্ণয় করা যায়।

আরও দেখুন:

Leave a Comment