ক্ষেত্রফল নিরূপণে সরজমিনে কাজ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১ ” বিষয়ের “ক্ষেত্রফল নিরূপণের বিভিন্ন পদ্ধতি” বিভাগের একটি পাঠ ।
ক্ষেত্রফল নিরূপণে সরজমিনে কাজ
ক্ষেত্রফল নিরূপণের উদ্দেশ্যে জরিপকার্য সম্পাদনে ত্রিভুজ কাঠামো এমনভাবে সাজাতে হবে যেন পুরো এলাকার জরিপ গ্রহণে জরিপ রেখাগুলো কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হয়। এতে কোনো কোনো ত্রিভুজের কোনো কোনো বাহু জরিপ এলাকার সামান্তের বাইরে ও পড়তে পারে। সীমান্ত সংলগ্ন জরিপ রেখা হতে সীমান্তের অফসেট নিতে হবে। সব ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ নিয়ে হবে। হিসেবে জটিলতা এড়ানোর জন্য ত্রিভুজের ভূমি ও উচ্চতার মাপ নেয়াই উত্তম। সীমান্তে অফসেট নেয়ার সময় সোজা অংশের দু’প্রান্তে অফসেট নিলেই চলবে।
যদি সীমান্ত আঁকাবাঁকা বা অনিয়মিত (Irregular) হয়, তবে যতটুকু অংশ সোজা থাকে তার দু’প্রানে অফসেট নিতে হবে। জরিপলিপিতে আলামতসহ সীমান্ত রেখা চিহ্নিত করতে হবে এবং সঠিকভাবে অফসেট লিপিবদ্ধ করতে হবে। এসব মাঠের কাজের শেষে যথোপযোগী নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সীমান্ত রেখা ত্রিভুজ ‘কাঠামোর ভিতরে পড়লে মোট ক্ষেত্রফল হতে ঐ অংশের ক্ষেত্রফল বাদ দিতে হবে। আর যদি বাইরে পড়ে তবে ত্রিভুজগুলোর মোট ক্ষেত্রফলের সাথে ঐ অংশের ক্ষেত্রফল যোগ করতে হবে।
মানুষ প্রথম বড় কাঠামো তৈরি করার পর থেকে জরিপ করা হয়েছে। প্রাচীন মিশরে, নীল নদের বার্ষিক বন্যার পরে সীমানা পুনঃপ্রতিষ্ঠা করতে একটি দড়ি স্ট্রেচার সরল জ্যামিতি ব্যবহার করত। গিজার গ্রেট পিরামিডের প্রায় নিখুঁত বর্গক্ষেত্র এবং উত্তর-দক্ষিণ অভিযোজন, গ. 2700 খ্রিস্টপূর্বাব্দ, মিশরীয়দের জরিপ করার আদেশ নিশ্চিত করে। গ্রোমা যন্ত্রের উৎপত্তি মেসোপটেমিয়ায় (খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দের প্রথম দিকে)। স্টোনহেঞ্জে প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ (আনুমানিক 2500 খ্রিস্টপূর্ব) প্রাগৈতিহাসিক জরিপকারীরা খুঁটি এবং দড়ি জ্যামিতি ব্যবহার করে স্থাপন করেছিলেন।

গণিতবিদ লিউ হুই 263 খ্রিস্টাব্দে প্রকাশিত তার হাইদাও সুয়ানজিং বা দ্য সি আইল্যান্ড গাণিতিক ম্যানুয়ালে দূরবর্তী বস্তু পরিমাপের উপায় বর্ণনা করেছেন। রোমানরা ভূমি জরিপকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তারা মৌলিক পরিমাপ প্রতিষ্ঠা করেছিল যার অধীনে রোমান সাম্রাজ্য বিভক্ত হয়েছিল, যেমন বিজিত জমির ট্যাক্স রেজিস্টার (300 খ্রি.)। রোমান জরিপকারীরা গ্রোমাটিসি নামে পরিচিত ছিলেন।
আরও দেখুন: