জরিপ এর উদ্দেশ্য

জরিপ এর উদ্দেশ্য – পাঠটি “সার্ভেয়িং ১” জরিপের ধারণা ” বিভাগ এর একটি পাঠ । জরিপের প্রধান উদ্দেশ্য নকশা বা মানচিত্র (Plan or map) তৈরিকরণ। এর মাধ্যমে সহজে ভূপৃষ্ঠস্থ বিভিন্ন অনুভূমিক তলে বস্তুর অবস্থান প্রদর্শন করা যায়। (নকশা বা মানচিত্র অংকনে স্কেলের দরকার পড়ে—যখন ছোট স্কেলে অংকন কাজ করা হয়, তখন এটাকে মানচিত্র যেমন— বিভিন্ন দেশের মানচিত্র এবং যখন বড় স্কেলে অংকন করা হয় তখন ঐ অংকিত কাজকে নকশা বলা হয়, যেমন- ইমারতের নক্শা)।

 

জরিপ এর উদ্দেশ্য | জরিপের ধারণা | সার্ভেয়িং ১

 

জরিপ এর উদ্দেশ্য | জরিপের ধারণা | সার্ভেয়িং ১

তদভিন্ন ভূমির বিভিন্ন তথ্যাদি সম্পর্কে ধারণা, জমির ভাগ-বাটোয়ারা, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন, প্রকল্পের সীমানা নির্ধারণ, জায়গা-জমির দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয়করণ, প্রকল্পের জন্য ভূমি – বরাদ্দের ব্যয়ের পরিমাণ নিরূপণ, প্রস্তাবিত ইমারত, সড়ক, খাল ও অন্যান্য কাঠামো ইত্যাদির সংস্থাপন (Layout), ভূমির প্রাকৃতিক ভ‚-পৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন বস্তুর প্রকৃত অবস্থান আপেক্ষিক উচ্চতা দিক, রৈখিক ও কৌনিক দূরত্ব পরিমাপের মাধ্যমে একটি স্কেল অনুসরণ করে সমতল কাগজে উপস্থাপন করার পদ্ধতিকে জরিপ বলে।

 

জরিপ এর উদ্দেশ্য | জরিপের ধারণা | সার্ভেয়িং ১

 

জরিপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভ‚গোলবিদদের নিকট এর গুরুত্ব অপরিসীম। প্রত্যেক দেশে সরকারী পর্যায়ে ‘জরিপ বিভাগ‘ বলে একটি কার্যালয় থাকে যাদের কাজ হল দেশের সীমারেখা নির্ধারন করা, প্রতিবেশী দেশের সাথে সীমারেখা নিয়ে কোন সমস্যা সৃষ্টি হলে তা নিরসন করা, দেশের জন্য সময়ে সময়ে ভ‚মি জরিপের মাধ্যমে মৌজা, ভ‚-সংস্থানিক মানচিত্র তৈরী, নতুন তথ্য পুরাতন মানচিত্রে সংযোজন ইত্যাদি পরিচালনা করা। বাংলাদেশের জরিপ বিভাগ ঢাকা তেজঁগাও এলাকায় অবস্থিত।

 

জরিপ এর উদ্দেশ্য | জরিপের ধারণা | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

তাত্ত্বিক অবস্থান, বিভিন্ন বিন্দু বা বস্তুর আপেক্ষিক বা পরম অবস্থান, নৈসর্গিক বস্তুর (সৌরজগৎ সম্পর্কীয়) অবস্থান, জলভাগের বিভিন্ন তথ্যাদি ইত্যাদি সম্পর্কে জানাই জরিপের উদ্দেশ্য। যেহেতু জরিপের প্রধান উদ্দেশ্য নকশা বা মানচিত্র তৈরিকরণ, তাই এখানে নকশা ও মানচিত্রের মাঝে তুলনামূলক পার্থক্য দেয়া হলো ঃ

জরিপ এর উদ্দেশ্য | জরিপের ধারণা | সার্ভেয়িং ১

আরও দেখুন:

Leave a Comment