দু’টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া

দু’টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “অফসেট” বিভাগ এর একটি পাঠ । শিকল রেখার দুটি বিন্দু (চেইনেজ) হতে বিভিন্ন বিন্দু বা বস্তুর তীর্যক অফসেট জানা থাকলে নক্‌শায় বস্তু বা বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ করে বস্তুগুলো অঙ্কন করা যায়। এতদভিন্ন শিকল রেখার দু’টি বিন্দু (চেইনেজ) হতে বস্তুর কৌণিক মান জানা থাকলে বস্তু বা বস্তুগুলোর অবস্থান নক্শায় চিহ্নিত করা যায়। | তাই জ্ঞাত দুটি বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান আমরা দু’পদ্ধতিতে নির্ধারণ করতে পারি, যথা— (১) তীর্যক দূরত্বের -তাত্ত্বিক পরিমাপের সাহায্যে ও (২) কৌণিক পরিমাপের সাহায্যে।

দু'টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া | অফসেট | সার্ভেয়িং ১

 

দু’টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া

১। তীর্যক দূরত্বের পরিমাপের সাহায্যে ঃ

ধরা যাক, শিকল রেখার (C) 15 মিটার চেইনেজ হতে 3 মিটার এবং (D) 20 মিটার চেইনেজ হতে 6 মিটার তীর্যক দূরত্বে AB সরল ইমারতের A প্রান্ত এবং (C) 15 মিটার চেইনেজ হতে 7 মিটার এবং (D) 20 মিটার চেইনেজ হতে 4 মিটার দূরে B প্রান্ত আছে। এখন নক্শায় প্রান্ত দুটির অবস্থান নির্ধারণ করতে হবে।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

এক্ষেত্রে (চিত্র ৬.৪) নক্‌শায় 15 মিটার চেইনেজ বিন্দু C কে কেন্দ্র করে (নকশার স্কেল অনুযায়ী) 3 মিটার ও 7 মিটার ব্যাসার্ধ নিয়ে শিকল রেখার একই দিকে দু’টি বৃত্তচাপ আঁকতে হবে এবং 20 মিটার চেইনেজ বিন্দু D কে কেন্দ্র করে 6 মিটার ও 4 মিটার ব্যাসার্ধ নিয়ে পূর্বাঙ্কিত বৃত্তচাপদ্বয়ের উপর দুটি বৃত্তচাপ আঁকলে এদের ছেদ বিন্দুই A ও B প্রান্তের অবস্থান। এভাবে দুটি বিন্দু হতে যতগুলো বিন্দুর তীর্যক অফসেট নেয়া থাকে, সবগুলোর অবস্থানই নির্ধারণ করা সম্ভব ।

দু'টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া

২। কৌণিক পরিমাপের সাহায্যে ঃ 

ধরা যাক, শিকল রেখার (C) 15 মিটার চেইনেজ হতে একটি সোজা ইমারতের A প্রান্ত 60° কোণে এবং B প্রান্ত 30° কোণে আছে এবং (D) 20 মিটার চেইনেজ হতে A প্রান্ত 25° কোণে এবং B প্রান্ত 75° কোণে আছে ।

 

দু'টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া | অফসেট | সার্ভেয়িং ১

 

প্রান্তদ্বয়ের অবস্থান নির্ণয়ের জন্য (C) 15 মিটারের চেইনেজ বিন্দুতে 60° ও 30° কোণ এবং (D) 20 মিটারের চেইনেজ বিন্দুতে 25° ও 75° কোণ (শিকল রেখার যে পাশে পূর্বে আঁকা হয়েছে) আঁকলে এদের C হতে আঁকা কৌণিক রেখার ছেদ বিন্দুদ্বয়ই A ও B প্রান্ত । এভাবে যতগুলো বিন্দুরই কৌণিক মান জানা থাকবে সবগুলোরই অবস্থান নির্ণয় করা যাবে।

দু'টি জ্ঞাত বিন্দু হতে অজ্ঞাত বিন্দুগুলোর অবস্থান নির্ধারণ প্রক্রিয়া

আরও দেখুন:

Leave a Comment