Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

টেক্সট সেটআপ করার প্রয়োজনীয়তা

আজকে আমরা টেক্সট সেটআপ করার প্রয়োজনীয়তা আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর অন্তর্গত।

 

 

টেক্সট সেটআপ করার প্রয়োজনীয়তা

যে কোনো লিখিত শব্দমালাই টেক্সট। ড্রয়িং করার সময় ড্রয়িং-এর নাম, টাইটেল বক্স এবং ড্রয়িং সংক্রান্ত কিছু তথ্যাদি লিখার প্রয়োজন পরে। লিখার জন্য যে সকল অক্ষর বা টেক্সটসমূহ ব্যবহৃত হয় তা কি ধরনের হবে, তার আকার আকৃতি ড্রয়িং-এর অনুপাতে কেমন হবে ইত্যাদি সেট আপ করার প্রয়োজন হয়। সেট আপ না করা হলে অক্ষর বা টেক্সট্রসমূহ ড্রয়িং-এর তুলনায় অনেক বড় বা ছোট হতে পারে। আবার বাংলা বা ইংরেজি অক্ষর নির্বাচনের জন্যও অক্ষর বা টেক্সট সেট আপ করা প্রয়োজন। এতে পছন্দমত Font বা অক্ষর নির্বাচনে সুবিধা হয়। অক্ষর সোজা বা হেলানো করে লিখা যায়।

CAD-এ টেক্সট বা অক্ষর দুইভাবে লিখা যায়। যেমন – Text এবং Draw বা সিঙ্গেল লাইন ও মাল্টিলাইন টেক্সট।

 

 

টেক্সট লিখার নিয়ম (Text command)

১. Draw মেনু থেকে Text সিলেক্ট বা Draw টুলবার থেকে Multiline text (A) নামক আইকনে ক্লিক করতে হবে।

২. স্ক্রিনে ক্লিক করলে একটি Multiline text নামক একটি ডায়ালগ Box আসবে।

আবার,

টেক্সট এর স্টাইল সেটআপ

টেক্সট এর স্টাইল প্রথমেই সেটআপ করে নেয় যায়, এজন্য

 

টেক্স স্টাইল সেটআপ

 

 

টেক্স স্টাইল সেটআপ

 

ডাইমেনশন (DIMENSION)

ডাইমেনশন বা মাত্রা হচ্ছে ড্রয়িং-এর বিভিন্ন পরিমাপ। এর মাধ্যমে বস্তুর বিভিন্ন দিকের মাপ খুব দ্রুত, নির্ভুল ভাবে, সঠিক নিয়মে কম পরিশ্রমে ও সময়ে নেয়া সম্ভব। ডাইমেনশনের ব্যবহার নিম্নরূপ —

ড্রয়িং-এ ব্যবহৃত বিভিন্ন প্রকার ডাইমেনশন

১. অবিচ্ছিন্ন ডাইমেনশন (Continuous Dimension)

২.অসম ডাইমেনশন (Staggered Dimension), সমরৈখিক ডাইমেনশন (Aligned Dimension)

৩. একমুখী বা দিকে ডাইমেনশন (Unidirectional Dimension

৪. তির্যক ডাইমেনশন (Inclined Dimension),

৫. কৌণিক ডাইমেনশন (Angular Dimension),

৬. বৃত্তাকার ডাইমেনশন (Circular Dimension),

৭. কেন্দ্র চিহ্নিত ডাইমেনশন (Center Mark Dimension),।

৮. দ্রুত ডাইমেনশন (Quick Dimension),

 

 

ডাইমেনশন-এর বিভিন্ন Component-এর নাম ও কাজ

Linear Dimension: ড্রয়িং-এ লম্ব বা অনুভূমিক বা সোজা মাপ দেয়ার জন্য,

Aligned Dimension: ডুরিং-এ হেলানো (Inclined) অংশের বা রেখার মাগ দেয়ার জন্য,

Arc length Dimension: ড্রয়িং-এ বৃত্তচাপ (Arc) অংশের বা রেখার মাপ দেয়ার জন্য,

Radius Dimension: ড্রয়িং-এ ব্যাসার্ধ (Radius) অংশের বা রেখার মাপ দেয়ার জন্য,

Diameter Dimension: ড্রয়িং-এ ব্যাস (Diameter) অংশের বা রেখার মাপ দেয়ার জন্য,

Angular Dimension: ড্রয়িং-এ কোণ-এর (Angle) মাপ দেয়ার জন্য,

Baseline Dimension: ড্রয়িং-এ একটি নির্দিষ্ট বিন্দু থেকে বিভিন্ন অংশের দূরত্বের মাপ দেয়ার জন্য,

Continue Dimension: ড্রয়িং-এ অবিচ্ছিন্ন (Continuous) মাপসমূহ বা পর পর বস্তুর মাপ ধারাবাহিকভাবে দেয়ার জন্য,

Dimension Edit Dimension: ড্রয়িং-এ মাপ সংশোধন বা পরিবর্তন (Edit) করার জন্য,

Dimension text edit Dimension: ড্রয়িং-এ মাপাঙ্ক সংশোধন বা পরিবর্তন (Edit) করার জন্য,

Dimension Style Dimension: ড্রয়িং-এ হেলানো (Inclined) অংশের বা রেখার মাপ দেয়ার জন্য,

ডাইমেনশন স্টাইলের বিভিন্ন কম্পোনেন্ট সেটআপ (Setup of Dimension style Components)

 

 

 

 

ডাইমেনশন স্টাইলের বিভিন্ন কম্পোনেন্ট

Lines:

ডাইমেনশনের লাইনসমূহ কিরূপ হবে, এর রং কি হবে, বস্তু থেকে কতটা দূরে থাকবে, এক্সটেনশন লাইন কতটুকু বর্ধিত হবে ইত্যাদি সেট করা হয়।

Symbols & Arrows

ডাইমেনশনে ব্যবহৃত প্রতীক ও তাঁর বা চিহ্নসমূহ ও এদের আকার কিরূপ হবে তা সেট করা হয়

Text:

ডাইমেনশনে ব্যবহৃত অক্ষর বা টেক্সট বা মাপাঙ্কসমূহ কিরূপ হবে, অক্ষরের রং কি হবে, উচ্চতা কি হবে, বস্তু ও ডাইমেনশন লাইন থেকে কতটা দূরে থাকবে, লাইনের মধ্যে না উপরে থাকবে, নত রেখার সাথে Aligned করে হবে কিনা ইত্যাদি সেট করা হয়।

Fit:

ডাইমেনশনে ব্যবহৃত প্রতীক বা তীর বা চিহ্নসমূহ ও টেক্সট আকার লাইনের সাথে ফিট বা মানানসই হয় কিনা, টেক্সটের অবস্হান, ডাইমেনশনের স্কেল ইত্যাদি সেট করা।

Primary Units:

ভাইমেনশনে ব্যবহৃত এককসমূহ বা স্ত্ররি-এর স্কেল, ভগ্নাংশ মাপ হবে কিনা, কৌশিক মাপ কিরূপ হবে ইত্যাদি সেট করা হয়।

Alternate Units

ডাইমেনশনে ব্যবহৃত ড্রয়িং-এর মাপসমূহ ফুট-ইঞ্চিতে এবং একই সাথে সেন্টিমিটার মিটার স্কেলে দেখানোর প্রয়োজন হলে তা সেট করা হয়।

Tolerance:

ডাইমেনশনে ব্যবহৃত ড্রয়িং-এর মাগ সমূহের কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত কম বেশি হতে পারে এরূপ গ্রহণযাগ্যেতা থাকলে তা দেখানোর প্রয়োজন হলে তা সেট করা হয়।

 

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. অটোক্যাডে টেক্সট লেখার পদ্ধতি কয়টি ও কি কি?

২. টেক্স স্টাইল নির্বাচন করার পদ্ধতি কি?

৩. ডাইমেনশন টুলবারের ৪টি অপশন বা আইকনের নাম লেখ ।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. টেক্সট ও ডিটেক্সট-এর পার্থক্য লেখ।

২. টেক্সট কীভাবে এডিট করা যায়?

৩. বেজলাইন ও কন্টিনিউ ডাইমেনশন-এর পার্থক্য কি?

৪. লিনিয়ার ও এলাইন ডাইমেনশন-এর পার্থক্য কি?

রচনামূলক প্রশ্ন

১. অটোক্যাডে টেক্সট লিখার প্রয়োজনীয়তা/সুবিধা ও পদ্ধতি বর্ণনা কর।

২. ডাইমেনশন সেটআপ করার কৌশল বর্ণনা কর ।

৩. ডাইমেনশন স্টাইলের যে কোনো ৫টি অপশনের/কম্পোনেন্ট-এর বর্ণনা কর।

আরও দেখুনঃ

Exit mobile version