ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

আজকে আমাদের আলোচনার বিষয় ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

একটি কোণকে সমবিখণ্ডিত করা

  • ABC একটি কোণ দেয়া আছে। একে সমত্রিখণ্ডিত করতে হবে।
  • B বিন্দুতে একটু বড় যে কোনো ব্যাসার্স নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে।
  • পূর্বের নিয়মানুযায়ী ABC কোণকে Z বিন্দুতে সমদ্বিখণ্ডিত করা B হবে।
  • এবার a ও b যোগ করলে Bc রেখার d বিন্দুতে ছেদ করবে।
  • ad সমান ব্যাসার্ধ নিয়ে d বিন্দুতে একটি অর্ধবৃত্ত অঙ্কন করতে হবে। যা Bo সরল রেখার বিন্দুতে ছেদ করবে।
  • ad সমান ব্যাসার্ধ নিয়ে a ও b বিন্দুতে দুটি বৃত্তচাপ অঙ্কন করলে অর্ধবৃত্তট g ও h বিন্দুতে সমান তিনটি ভাগে ভাগ হবে।
  • ae যোগ করে ae সমান অংশ Be সরল রেখার উপর d বিন্দু থেকে df কেটে নিতে হবে।
  • এবার f বিন্দু থেকে g h বিন্দুতে সরল রেখা টানলে রেখায় azb বৃত্তচাপকে x ও y বিন্দুতে ছেদ করবে।
  • <ABx, <xBy, <yBC কোপ তিনটি ABC কোণকে সমত্রিখণ্ডিত করেছে।

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

 

একটি কোণ ও দুটি বাহু দেয়া থাকলে ত্রিভুজটি আঁকতে হবে।

  • যে কোনো একটি কোণ 0 এবং a ও b বাহু দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে।
  • যে কোনো একটি সরল রেখা Ax থেকে a বাহুর সমানকরে AB কেটে নিতে হবে।
  • AB রেখার A বিন্দুতে কোপ 0 এর সমান কোণ অক্ষনের জন্য 0 বিন্দুতে যে কোনো ব্যাসার্ধ নিয়ে 1-2 একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। একই ব্যাসার্ধ নিয়ে A বিন্দুতে 1-2 একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এবার কোণ 0 এর 1 বিন্দুতে 1-2 সমান ব্যাসার্ধ নিয়ে।
  • A বিন্দু থেকে বৃত্তচাপভয়ের ছেদবিন্দু 2 তে সরলরেখা দিয়ে যোগ করে Y পর্যন্ত বর্ষিত করতে হবে।
  • AY রেখা থেকে b বা সমান করে AC কেটে নিয়ে BC যোগ করতে হবে।
  • ABC নির্ণের ত্রিভুজ।

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

চিত্র : একটি কোণ ও দুটি বাহু দেয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন

একটি কোণ ও বাহুসমূহ এবং কর্ণদ্বয় দেয়া থাকলে চতুর্ভুজটি আঁকতে হবে।

  • দুটি কর্ণ p,q এবং a, b, c ও d বাহুসমূহ সেরা আছে, চতুর্ভুজটি আঁকতে হবে।
  • যে কোনো একটি সরল রেখা Ax থেকে ৪ বাহুর সমান করে AB কেটে নিতে হবে।
  • AB রেখার A ও B বিন্দুতে pq এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুটি বৃত্তচাপ অঞ্চন করতে হবে।
  • আবার AB রেখার A ও B বিন্দুতে bd এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুটি বৃত্তচাপ অন্ধন করতে হবে ।
  • বৃত্তচাপ দুটি পূর্বের বৃত্তচাপ দুটিকে যথাক্রমে C ও D বিন্দুতে ছেদ করবে।
  • AC, BD ও CD সরল রেখা দিয়ে যোগ করলে ABCD নির্দেশ চতুর্ভুজটি অঙ্কিত হবে।

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

চিত্র: একটি কোণ ও বাহুসমূহ দেয়া থাকলে চতুর্ভুজটি অঙ্কন

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

 

একটি বাহু দেয়া থাকলে বর্গক্ষেত্রটি আঁকতে হবে।

  • যে কোনো একটি সরল রেখা AX থেকে ৪ বাহুর সমান করে AB কেটে নিতে হবে।
  • AB রেখার A বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে।
  • লম্ব রেখাটি থেকে ৪ বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে AC কেটে নিতে হবে।
  • আবার a বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে B ও C বিন্দু থেকে একই দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে।
  • বৃত্তচাপ দুটি D বিন্দুতে ছেদ করবে।
  • BD ও CD সরল রেখা দিয়ে যোগ করলে ABCD নির্দেয় বৰ্গক্ষেত্রটি অঙ্কিত হবে।

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

চিত্রঃ একটি বাহু দেয়া থাকলে বর্গক্ষেত্রটি অরুন

একটি বাহু দেয়া থাকলে আয়তক্ষেত্রটি আঁকতে হবে।

  • দুটি বাহু a ও b দেয়া আছে, আয়তক্ষেত্রটি আঁকতে হবে।
  • যে কোনো একটি সরল রেখা Ax থেকে ৪ ৰাহুর সমান করে AB কেটে নিতে হবে।
  • AB রেখার A বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে।
  • লম্ব রেখাটি থেকে b বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে AC কেটে নিতে হবে।
  • আবার a ও b বাহুর সমান ব্যাসার্ধ নিরে যথাক্রমে C ও B বিন্দু থেকে একই দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে।
  • বৃত্তচাপ দুটি D বিন্দুতে ছেদ করবে।
  • BD ও CD সরল রেখা দিয়ে যোগ করলে ABCD নির্ণেয় আয়তক্ষেত্রটি অঙ্কিত হবে।

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

চিত্র: দুটি বাহু দেয়া থাকলে আয়তক্ষেত্রটি অঙ্কন

নির্দিষ্ট সরলরেখাকে ভূমিরূপে সুষম পঞ্চভুজ অঙ্কন।

  • পঞ্চভুজটির ভূমি ৪ সেরা আছে, সুষম পঞ্চভুজটি আঁকতে হবে।
  • যে কোনো একটি সরল রেখা থেকে ও বাহুর সমান করে AB কেটে নিতে হবে।
  • AB রেখার B বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে।
  • লম্ব রেখাটি থেকে ও বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে Bp কেটে নিতে হবে।
  • এবার AB রেখাকে সমন্বিখণ্ডিত করে মধ্যবিন্দু O থেকে p যোগ করতে হবে।

সার্ভেয়িং ১ সূচিপত্র

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

  • এখন op সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যা AB রেখার বর্ধিত অংশে q বিন্দুতে ছেদ করবে।
  • আবার Ag বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে যথাক্রমে A ও B বিন্দু থেকে একই দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যা D বিন্দুতে ছেদ করবে।
  • এখন A,B, বিন্দুসমূহ থেকে AB রেখার সমান ব্যাসার্ধ নিয়ে D বিন্দুর দিকে দুটি বৃত্তচাপ এবং D বিন্দু থেকে AB রেখার দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে যা B এবং C বিন্দুতে ছেদ করবে
  • AE, ED, DC, ও CB সরল রেখা দিয়ে যোগ করলে ABCDE নির্দের সুষম পঞ্চভুজ অঙ্কিত হবে।

 

ড্রয়িং এ ব্যবহৃত প্রতীক চিহ্ন

চিত্রঃ নির্দিষ্ট সরলরেখাকে ভূমিরূপে

আরও দেখুন :

Leave a Comment