দাপ্তরিক কাজ

দাপ্তরিক কাজ – পাঠটি “সার্ভেয়িং ১” জরিপের ধারণা ” বিভাগ এর একটি পাঠ ।  ভূ-পৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন বস্তুর প্রকৃত অবস্থান আপেক্ষিক উচ্চতা দিক, রৈখিক ও কৌনিক দূরত্ব পরিমাপের মাধ্যমে একটি স্কেল অনুসরণ করে সমতল কাগজে উপস্থাপন করার পদ্ধতিকে জরিপ বলে। যুগের তালে তালে এই জরিপ কার্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা, গুণগত মান এবং ব্যবহার ও প্রয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আকাশ চিত্র ও উপগ্রহ চিত্র গবেষণার কাজে বেশী ব্যবহৃত হলেও এতে উপস্থাপিত তথ্যাদি অনেক সময় যাচাইয়ের তাগিদে ভূমি জরিপ প্রয়োজন হয়ে থাকে। সুতরাং এর প্রয়োজনীয়তা থাকবে এবং কখনই কমবে না।

 

দাপ্তরিক কাজ

 

জরিপ কাজকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ঃ-

ক)সরজমিন কাজ
খ)দাপ্তরিক কাজ
গ)যন্ত্রপাতি সমন্বয়ন ও তত্ত্বাবধান

কাজের প্রকৃতি অনুসারে জরিপ তিন প্রকারঃ-

ক)ভূমি জরিপ
খ)সামুদ্রিক জরিপ
গ)জ্যোতিষীয় জরিপ

ভূমি জরিপ চার প্রকারঃ-

ক)ভূ-সংস্থানিক জরিপ
খ)কিস্তোয়ার জরিপ
গ)নগর জরিপ
ঘ)প্রকৌশল জরিপ

বিজ্ঞানের উপর ভিত্তি করে জরিপ দুই প্রকারঃ-

ক)ভূমণ্ডলীয় জরিপ
খ) সমতলিক জরিপ

 

ব্যবহৃত যন্ত্রপাতির ওপর ভিত্তি করে জরিপ ছয় প্রকারঃ-

ক)শিকল জরিপ
খ)কম্পাস জরিপ
গ)প্লেন টেবিল জরিপ
ঘ)থিওডোলাইট জরিপ
ঙ)ট্যাকোমিটার জরিপ
চ)বিমান জরিপ

 

শিকল জরিপের মূলনীতিঃ-
ক) ত্রিভুজায়ন
খ)জরিপ সম্পূর্ণ থেকে অংশের দিকে
গ)যাচাই রেখা অংকন ইত্যাদি

প্লেনটেবিল জরিপ চার প্রকারঃ-
ক) ট্রাভার্সিং
খ)রেডিয়েশন
গ)ইন্টারসেকশন
ঘ)রিসেকশন

বেঞ্চমার্ক চার প্রকারঃ
ক)জি.টি.এস
খ)স্থায়ী
গ)অস্থায়ী
ঘ)ধার্যকৃত

ঘের(ট্রার্ভাস)দুই প্রকারঃ-
ক)বব্ধ ঘের
খ)খোলা ঘের

বাঁক প্রধানত দুই প্রকারঃ-
ক)বৃত্তাকার বাঁক
খ)অধিবৃত্তাকার বাঁক

বৃত্তাকার বাঁক তিন প্রকারঃ-
ক) সরল
খ)যৌগিক
গ)বিপরীত

অধিবৃত্তাকার বাঁক দুই প্রকারঃ-
ক)ক্রান্তি বাঁক
খ)উল্লম্ব বাঁক

ক্রান্তি বাঁক তিন প্রকারঃ
ক)সর্পিল
খ)ত্রিমাত্রিক
গ)লেমনিস্কেট অব বার্নোলি

উল্লম্ব বাঁক দুই প্রকারঃ-
ক)উত্তল বাঁক
খ)অবতল বাঁক

থিওডোলাইট দুই প্রকারঃ-
ক)ট্রানজিট
খ)নন- ট্রানজিট

কন্টুরঃ- নিদিষ্ট উপাত্ততল হতে সমলম্ব দূরত্বে অবস্থিত বিভিন্ন বিন্দুর সংযোগ কারী কাল্পনিক রেখাকে কন্টুর বলে।
কন্টুরিং:– জরিপ বিদ্যার যে প্রক্রিয়ার সাহায্যে কন্টুর মানচিত্র ও নকশা তৈরি করা হয় তাকে কন্টুরিং বলে।

ফ্লাই লেভেলঃ- কোন বেঞ্চ মার্ক থেকে দূরবর্তী কোন বিন্দুতে RL বহন করে নেয়ার জন্য যে লেভেলিং করা হয় তাকে ফ্লাই লেভেল বলে।
প্রোফাইল লেভেলিং:- ভূ-পৃষ্ঠের প্রকৃত অবস্থান জানার জন্য নিদিষ্ট দূরত্বে RL নির্ণয় করার জন্য যে লেভেলিং করা হয় তাকে প্রোফাইল লেভেলিং বলে।

ফোকাসিং:- লক্ষ্যবস্তুকে স্পষ্ট পরিষ্কারভাবে দেখার জন্য অভিনেত্র লেন্স ও অভিলক্ষ লেন্সকে সঠিক দূরিত্বে স্থাপন করাকে ফোকাসিং বলে।
প্যারালাক্সঃ- অভিলক্ষ কাঁচ কতৃক সৃষ্ট কোন বস্তু প্রতিবিম্ব যদি সঠিকভাবে ডায়াফ্রামে তলে পতিত না হলে তাকে প্যারালাক্স বলে। এটি দুর্বল জনিত ফোকাসিং।

ক)১লিংক=৭.৯২ইঞ্চি
খ)৮০ গান্টাস শিকল=১মাইল
গ)১০বর্গ গান্টার্স শিকল= ১একর
ঘ) Engineering শিকলের দৈর্ঘ্য=১০০ফুট
ঙ)মিটার শিকলে দৈর্ঘ্য= ২০মিটার বা ৩০মিটার
চ)গান্টার্স শিকলের দৈর্ঘ্য=৬৬ফুট
ছ)রেঞ্জি রডের দৈর্ঘ্য=২বা ৩মিটার,ব্যাস=৩সেমি

H.F.L=Highest Flood Level
M.S.L= Mean Sea level
G.T.S= Great Triangulation Survey
B.M= Bench Mark
R.L= Reduce Level
E.D.M=Electronic Distance Measurement

 

দাপ্তরিক কাজ | জরিপের ধারণা | সার্ভেয়িং ১

 

দাপ্তরিক কাজ | জরিপের ধারণা | সার্ভেয়িং ১

সরজমিনে প্রাপ্ত নিয়মতান্ত্রিকভাবে লিপিবদ্ধ (Recording) তথ্যাদি হতে নকশা বা ‘মানচিত্র (plan or map) কাজগুলো করা হয়, এগুলোই দাপ্তরিক কাজ (Office work)। এগুলোর মধ্যে— 

১। সরজমিনে প্রাপ্ত নিয়মতান্ত্রিকভাবে লিপিবদ্ধকৃত তথ্যাদির ভিত্তিতে নকশা বা ‘মানচিত্র অঙ্কন (Ploting) করার জন্য প্রয়োজনীয় হিসাবনিকাশকরণ ।

২। হিসাবনিকাশের উপর ভিত্তি করে পেন্সিল দিয়ে নক্‌শা বা মানচিত্র অংকন ।

৩। অঙ্কিত নকশা বা ‘মানচিত্রে কালি দেয়া এবং নক্শার কাজ সমাপ্ত করা ও 

৪। ঈন্সিত উদ্দেশ্যে ক্ষেত্রফল, আয়তন ও নকশার আনুষঙ্গিক হিসাবনিকাশের ভিত্তিতে ডিজাইন, প্রাক্কলন ইত্যাদি কার্যসম্পাদন।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

জরিপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ভূগোলবিদদের নিকট এর গুরুত্ব অপরিসীম। প্রত্যেক দেশে সরকারী পর্যায়ে ‘জরিপ বিভাগ’ বলে একটি কার্যালয় দাতাদের কাজ হল দেশের সীমারেখা নির্ধারণ করা, প্রতিবেশী দেশের সাথে সীমারেখা নিয়ে কোন সমস্যা সৃষ্টি হলে তা নিরসন করা, দেশের জন্য সময়ে সময়ে ভূমি জরিপের মাধ্যমে মৌজা, ভূ-সংস্থানিক মানচিত্র তৈরী, নতুন তথ্য পুরাতন মানচিত্রে সংযোজন ইত্যাদি পরিচালনা করা। জরিপ কার্যকে জরিপ কার্যের সূক্ষতা, ধরন ও উদ্দেশ্য ব্যবহৃত পদ্ধতি এবং যন্ত্রপাতি প্রভৃতির উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করা হয়।

 

দাপ্তরিক কাজ | জরিপের ধারণা | সার্ভেয়িং ১

 

আরও দেখুন:

Leave a Comment