দো-রেখা জরিপলিপিতে লিখন প্রক্রিয়া

দো-রেখা জরিপলিপিতে লিখন প্রক্রিয়া – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “জরিপলিপিতে লিখন প্ৰক্ৰিয়া” বিভাগ এর একটি পাঠ । একটি দো-রেখা জরিপলিপি দেখানো হয়েছে। জরিপলিপি লেখার প্রারম্ভেই জরিপ রেখার নাম নীল দাগদ্বয় বরাবর নিচে লেখতে হবে (ক-চ রেখা আরম্ভ)। এর পর ত্রিভুজ বা বৃত্ত দিয়ে রেখার মধ্যবর্তী স্থানে (নিচে) প্রারম্ভিক স্টেশন চিহ্নিত করতে হবে এবং স্টেশনের নাম লেখতে হবে। যদি বিয়ারিং পরিমাপ করা হয় তবে জরিপ রেখার বিয়ারিং দেখাতে হবে এবং যদি উক্ত স্টেশনে অন্য কোনো রেখা বা রেখাসমূহ মিলে থাকে তাও দেখাতে হবে।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

দো-রেখা জরিপলিপিতে লিখন প্রক্রিয়া | জরিপলিপিতে লিখন প্ৰক্ৰিয়া | সার্ভেয়িং ১

স্টেশন হতে রেখার মাপ নেয়ার সাথে সাথে দু দাগের মধ্যবর্তী স্থানে নিচের দিক হতে ক্রমান্বয়ে উপরের দিকে চেইনেজ এবং বস্তুর অবস্থান অনুযায়ী এর (দু দাগের) ডানে ও বামে উপযোগী আলামতসহ অফসেট লেখতে হবে। গ্রন্থি রেখার দিক (যদি থাকে) নির্দেশ করতে হবে। বেড়া দেয়াল, রাস্তা বা এ জাতীয় বস্তুগুলো শিকল রেখা অতিক্রম করলে অতিক্রম বিন্দুর চেইনেজ লেখতে হবে এবং বস্তুর আলামত আঁকতে হবে। তবে এক পাশে রেখার সাথে মিলিয়ে মধ্যবর্তী স্থানে খালি রেখে অপর পাশের রেখা হতে পুনরায় একই চেইনেজে আঁকার কাজ করতে হবে।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

অর্থাৎ আলামত মধ্যবর্তী কলামে (দু রেখার মাঝে) আঁকা যাবে না এবং কোনো লেখায় ঘষামাজা করা যাবে না। ভুল হলে কোনোরূপ ঘষামাজা না করে এক টানে কেটে স্পষ্ট করে লেখতে হবে। সমাপ্তি স্টেশন ত্রিভুজ বা এই বৃত্ত (NO) দিয়ে চিহ্নিত করতে হবে এবং এতে অন্য কোনো রেখা বা রেখাসমূহ মিলে থাকলে তাও দেখাতে হবে এবং নামসহ রেখার সমাপ্তি লেখতে হবে।

 

দো-রেখা জরিপলিপিতে লিখন প্রক্রিয়া | অফসেট | সার্ভেয়িং ১

 

স্টেশন বা গ্রন্থি স্টেশনের আলামত হিসেবে ত্রিভুজ বা বৃত্ত (NO) যেটাই ব্যবহার করা হবে, তা জরিপের শেষ পর্যন্ত বলবৎ থাকবে অর্থাৎ সকল ক্ষেত্রে একই ধরনের স্টেশনের জন্য পুরো জরিপেই একই আলামত ব্যবহার করতে হবে। (ক-চ রেখার সমাপ্তি) এ কাজ জরিপলিপির এক পৃষ্ঠায় শেষ না হলে অন্য পৃষ্ঠা ব্যবহার করা যাবে কিন্তু পৃষ্ঠায় স্থান সংকুলান হলেও এ পৃষ্ঠায় অন্য কোনো রেখার জরিপলিপি লেখা যাবে না। কোনো প্রয়োজনীয় তথ্য বা তথ্যাদি (পরে ব্যবহারে লাগতে পারে এমন তথ্যাদি) বিশেষভাবে চিহ্নিত করে জরিপলিপিতে লেখা যাবে।

নিচে এক রেখা ও দো-রেখা জরিপলিপির পার্থক্য দেয়া হলো :

দো-রেখা জরিপলিপিতে লিখন প্রক্রিয়া | অফসেট | সার্ভেয়িং ১

আরও দেখুন:

Leave a Comment