জরিপ নক্‌শা প্রণয়নে দরকারি যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর তালিকা

জরিপ নক্‌শা প্রণয়নে দরকারি যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর তালিকা বিষয় ব্যবহারিক পাঠ দেখবো আজ। এই পাঠটি সার্ভেয়িং ১ এর “শিকল জরিপ নক্‌শা” বিষয়ের একটি পাঠ।

 

জরিপ নক্‌শা প্রণয়নে দরকারি যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর তালিকা

জরিপ নক্‌শা প্রণয়নে দরকারি যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর তালিকা

 

মাঠে যন্ত্রপাতিসহ জরিপ কাজ শেষ করার পরেই জরিপকরের কাজ শেষ হয়ে যায় না। মাঠে প্রাপ্ত তথ্যাবলির সাহায্যে অফিসে বসে নক্শা প্রণয়নও জরিপকরের কাজ। এ কাজটি খুবই গুরুত্বপূর্ণ।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

মূলত নক্শা প্রণয়নের উদ্দেশ্যেই মাঠের জরিপ কাজ সমাধা করা হয়। নক্শা ও ছেদন চিত্রের সাহায্যে জরিপকর জরিপকৃত এলাকার একটি সঠিক প্রতিনিধিত্বকারী চিত্র উপস্থাপন করবেন, যা ভবিষ্যতে এতদসংক্রান্ত কাজের দলিল হিসাবে সংরক্ষিত থাকবে। জরিপ নক্শা প্রণয়নের জন্য যে-সকল যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর প্রয়োজন তার একটি তালিকা নিম্নে দেয়া হলো : 

 

যন্ত্রপাতি ঃ

(ক) ড্রয়িং টেবিল (Drawing table) : ভালো কাঠের মসৃণ তলের 2.4 মিটার × 1.2 মিটার আকারের ড্রয়িং টেবিল একটি

(খ) ড্রয়িং বোর্ড (Drawing board) : উন্নত মানের ড্রয়িং বোর্ড একটি এবং এর আকার নিম্নরূপ ঃ

(i) 1250 x 900

(ii) 900 x 650

(iii) 650 x 500      একক মিলিমিটারে

(iv) 500×350

 

জরিপ নক্‌শা প্রণয়নে দরকারি যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর তালিকা | শিকল জরিপ নক্‌শা | সার্ভেয়িং ১

 

(গ) টি-স্কয়ার (Tee Square) : দৈর্ঘ্য 500 মিমি হতে 1500 মিমি ভালোমানের মেহগনি কাঠে মসৃণ করে তৈরি।

(ঘ) সেট-স্কয়ার (Set Square) : 45° ও 60° একজোড়া, ইঞ্চি বা সেমিতে দাগকাটা । (ঙ) রোলিং প্যারালাল রুলার (Rolling parallel ruler) : 300, 450 বা 600 মিমি লম্বা ।

(চ) ড্রয়িং যন্ত্রের বাক্স (Instrument box) একটি

এতে থাকবে— ১। বো-পেন (Bow pen)

২। ডিভাইডার (Divider)

৩। স্প্রিং বো (Spring bows)

৪ । পেন ও পেন্সিলযুক্ত কম্পাস (Compass with pen and pencil)

৫। লেংথেনিং বার (Lengthening bar)

৬। প্রিকার (Pricker) ইত্যাদি ।

জরিপ নক্‌শা প্রণয়নে দরকারি যন্ত্রপাতি ও দ্রব্যসামগ্রীর তালিকা | শিকল জরিপ নক্‌শা | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

(ছ) লোহার লম্বা স্কেল (Steel straight edge) (2 মিটার লম্বা)

(জ) চাঁদা (Protractor) : সেলুলয়েডের তৈরি একটি

(ঝ) বিম কম্পাস (Beam-compass) (T আকৃতির লাথ এবং নিডেল, পেন পেন্সিল ধারকসহ)

(ঞ) রোটর (Rotor)

(ট) একসেট ফ্রেঞ্চ কার্ড (French curve)

(ঠ) একসেট স্কেল (A set of scale) (এতে A, B, C, D, E, F স্কেল থাকবে)

(ড) অনুপাতকরণ কম্পাস (Proportional compass)

(ঢ) ভার্নিয়ার স্কেল- একটি

দ্রব্যসামগ্রী :

(ক) ড্রয়িং কাগজ (Drawing paper)

750 x 1000

5000 x 750

370 x 500                একক মিলিমিটারে 

250 x 370

190 x 250 120 x 190

(খ) ড্রয়িং পিন বা ক্লাম্প (Drawing pins or clamps

(গ) ওজন (Weights)

(ঘ) পেন্সিল (Pencils)

(ঙ) রবার (Eraser)

(চ) কালি (Ink) (কালো, নীল ও লাল ড্রয়িং কালি)

(ছ) রং (Colours )

(জ) ব্রাশ (Brush) বা তুলি

(ঝ) পরিষ্কার কাপড় খণ্ড (Clothes)

(ঞ) রং গোলার পাত্র (Saucers )

(ট) পেন্সিল কাটার ছুরি, ইত্যাদি ।

 

আরও দেখুন:

Leave a Comment