Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

পার্সপেক্টিভ দৃশ্য

পার্সপেক্টিভ দৃশ্য

পার্সপেক্টিভ দৃশ্য

আজকে আমাদের আলোচনার বিষয় পার্সপেক্টিভ দৃশ্য। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।

পার্সপেক্টিভ দৃশ্য

পার্সপেক্টিভ দৃশ্য

ডিজাইনে যা কিছু অঙ্কন করা হয় তার অধিকাংশই মূলত কাল্পনিক দৃশ্য যেমন— প্ল্যান, এলিভেশন, সেকশন ইত্যাদি। কিন্তু বাস্তবে বন্ধসমূহ ঠিক সেভাবে (প্ল্যান, এলিভেশন, সেকশন দেখা যায় না। বাস্তবে বস্তুসমূহ একটু ভিন্নতর দেখায়। কোনো সারিবদ্ধ সমান বস্তুসমূহ ক্রমশ একটি বিন্দুতে মিলে যাচ্ছে মনে হয়, পারস্পরিক দূরত্ব কমে আসছে মনে হয়, আবার আকৃতিতে ছোট হয়ে আসছে মনে হয়।

“বস্তুকে খালি চোখে ঠিক যেমন দেখা যায় সেই দৃশ্যকেই পার্সপেক্টিভ-দৃশ্য বলে”। যে কোনো পার্সপেক্টিভ-দৃশ্যে নিমাক্তে তিনটি বিষয় একই সাথে ঘটে। এই তিনটি বিষয়কে পার্সপেক্টিভ-দৃশ্যের মূলনীতি বলা যায় ।

কনভারজেন্স (Convergence): সমূহ : একটি বিন্দুতে মিলে যাচ্ছে মনে হয়,

ফরশর্টেনিং (Foreshortening) : সারিবন্ধ সমান বস্তুসমূহের পারস্পরিক দূরত্ব কমে আসছে মনে হয়, এবং

ডিমিনিউশন (Diminution): সারিবদ্ধ সমান বন্ধসমূহ আকৃতিতে ছোট হয়ে আসছে মনে হয়।

 

চিত্র: ১৪.১ কনভারজেল, ফরশর্টেনিং ও ডিমিনিউশন

ৰস্তু কোন কৌণিক অবস্থান থেকে দেখা হচ্ছে তার ভিত্তিতে পার্সপেক্টিভ-দৃশ্য প্রধানত দুই প্রকার:

সমান্তরাল পার্সপেক্টিভ দৃশ্য

কৌণিক পার্সপেক্টিক দৃশ্য

পাপিষ্টক দৃশ্যের প্রয়োজনীয়তা

স্থাপত্যে কিংবা অন্য যে কোনো ক্ষেত্রেই বেশির ভাগ ড্রয়িং মূলত কাল্পনিক, বা দেখে বাস্তবে বন্ধ বা কাঠামো নির্মাণ করা হয়। যেমন— প্ল্যান, এলিডেশন, সেকশন, আইসামেট্রিক, অবলিক ভিউ ইত্যাদি। অধিকাংশ ড্রয়িং সাধারণ লোকের বোধগম্য হয় না। পার্সপেক্টিভ-দৃশ্য এমন এক ধরনের ড্রয়িং যা দেখে যে কোনো ব্যক্তি একটি কাঠামো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারে। এজন্য কোনো বিশেষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় না।

পার্সপেক্টিভ-দৃশ্য মূলত বাস্তবধর্মী দৃশ্য। তবে একটি কাঠামো বা বন্ধ যেমন দেখার ঠিক তেমন করেই অক্ষন করা হয় বলে কাঠামো নির্মাণের পূর্বে এ ধরনের ড্রয়িং করে বস্তুর বাস্তবিক চেহারা সম্পর্কে ধারণা নেয়া হয়। সুউচ্চ ভবনকে খালি চোখে নিচ থেকে কেমন দেখাবে, বা ভবনের বাইরের দিক ক্লায়েন্ট বা মালিকের পছন্দমত হচ্ছে কিনা,

ভিতরের আসবাব সজ্জা করার পর কেমন দেখাবে কিংবা আসবাব সজ্জার পর্যাপ্ত স্থান সংকুলা হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে পূর্বে থেকে জানা ও প্রয়াজনীয় সংশোধন বা পরিবর্তন বা পরিবর্ধন করার জন্য পার্সপেক্টিভ-দৃশ্য অঙ্কণ করা হয়।

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

পার্সপেক্টিভ দৃশ্যে নিম্নোক্ত বিষয় বা পরিভাষা (Terminology)

ভ্যানিশিং পয়েন্ট (Vanishing point) বা বিলীন বিন্দু:

পার্সপেক্টিভ দৃশ্যের যে বিন্দুতে বস্তুসমূহ ক্রমশ: মিলে যাচ্ছে মনে হয় তাকে ভ্যানিশিং পয়েন্ট (Vanishing point) বা বিলীন বিন্দু বলে।

স্টেশন পয়েন্ট (Station point) বা দৃষ্টি বিন্দু:

পার্সপেক্টিভ দৃশ্যে যে বিন্দু থেকে বস্তুকে দেখা হয় তাকে স্টেশন-পয়েন্ট (Station point) বা দৃষ্টি বিন্দু বলে। একে স্পেকটেটর (Spectator) ও বলে।

ট্রু-হাইট-লাইন (True Height Line) বা বাস্তব মাপরেখা:

পার্সপেক্টিভ দৃশ্যে সাধারণত: বস্তুর প্রকৃত মাপ পাওয়া যায় না। যে রেখার উপর বস্তুর প্রকৃত মাপ নিয়ে পার্সপেক্টিভ দৃশ্য অঙ্কিত হয় তাকে ট্রু হাইট লাইন (True Height Line) বা বাস্তব মাপরেখা বলে ।

পিকচার প্লেন (Picture Plane) বা দৃশ্য তল:

পার্সপেক্টিভ দৃশ্যে যে অদৃশ্য তলের উপর বস্তুকে কল্পনা করা হয় তাকে পিকচার প্লেন ( Picture Plane) বা দৃশ্য তল বলে ।

অনুভূমিক রেখা/তল বা Horizontal LinePlane:

পার্সপেক্টিভ দৃশ্যের যে তলে দৃষ্টিসীমা শেষ হয়ে যায় বা ক্রমশ: মিলে যায় বলে মনে হয় তাকে হরাইজন্টাল লাইন/ প্লেন (অনুভূমিক রেখা / তল) বা Horizontal Line / Plane বলে।

ভিজুয়াল রে (Visual Ray) বা দৃশ্য রশ্মি:

Station point থেকে বস্তুর বিভিন্ন বিন্দু পর্যন্ত দৃষ্টিরেখা বা রশ্মিসমূহকে বা Station point থেকে বস্তুর বিভিন্ন বিন্দু পর্যন্ত কাল্পনিক রেখাকেই। ভিজুয়াল রে (Visual Ray) বা দৃশ্য রশ্মি বলে।

কোন অফ ভিশন (Cone of Vision) বা দৃষ্টি কোণ/শঙ্কু:

স্টেশন-পয়েন্ট (Station point) বা দৃষ্টি বিন্দু থেকে বস্তুর শেষ সীমা পর্যন্ত দৃষ্টিরেখাসমূহ যোগ করলে যে Conical Shape বা শঙ্কু বা চোঙাকৃতির সৃষ্টি হয় তাকে কোন অফ ভিশন (Cone of Vision) বা দৃষ্টিকোণ বা শঙ্কু বলে।

ভূমি রেখা/তল বা Ground Line / Level:

Base বা ভূমি যার উপর বস্তুটি দাঁড়িয়ে থাকে বা অবস্থান করে ।

 

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. পার্সপেক্টিক দৃশ্য কাকে বলে?

২. বস্তুর কৌণিক অবস্থানের ভিত্তিতে পার্সপেক্টিক দৃশ্য কত প্রকার ও কী কী?

৩. এক বিন্দু পার্সপেক্টিভ-দৃশ্য সাধারণত কখন অঙ্কন করা হয়?

৪. দুই বিন্দু পার্সপেক্টিভ-দৃশ্য সাধারণত কখন অঙ্কন করা হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ভ্যানিশিং পয়েন্ট ও স্টেশন পয়েন্ট এর পার্থক্য চিত্রসহ বর্ণনা কর।

২. পিকচার প্লেন বা দৃশ্য তল ও অনুভূমিক তলের পার্থক্য চিত্রসহ বর্ণনা কর।

৩. চিত্রসহ কোণ অফ ভিশন বা দৃষ্টিকোণ-এর সংজ্ঞা দাও ।

৪. পার্সপেক্টিক দৃশ্য অঙ্কনের প্রয়োজনীয়তা বর্ণনা কর।

রচনামূলক প্রশ্ন

১. চিত্রসহ পার্সপেক্টিভ-দৃশ্যের মূলনীতি ব্যাখ্যা কর।

২. টু হাইট লাইন, ভিজুয়াল রে, এবং ভূমি রেখা চিত্রসহ বর্ণনা কর।

৩. একটি পার্সপেক্টিভ-দৃশ্যে ব্যবহৃত বিভিন্ন বিষয় বা পরিভাষাসমূহের বর্ণনা দাও।

আরও দেখুন :

Exit mobile version