Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

পেন্টাগ্রাফের ব্যবহার

পেন্টাগ্রাফের ব্যবহার

পেন্টাগ্রাফের ব্যবহার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “ছোটখাটো যন্ত্রপাতি” পাঠ এর অংশ।

পেন্টাগ্রাফের ব্যবহার

 

 

অবিকল নক্শা তৈরিকরণ, নক্শার সংকোচন ও পরিবর্ধনের জন্য পেন্টাগ্রাফ ব্যবহৃত হয়। নিম্নে পেন্টাগ্রাফের চিত্রসহ ব্যবহার পদ্ধতি দেয়া হলো :

এতে দুটি লম্বা বাহুর (AB ও AD) দু প্রান্ত কব্জার সাহায্যে এক বিন্দুতে (A) সংযুক্ত থাকে এবং বাহুদ্বয় রোলারের উপর স্থাপিত। দুটি ছোট বাহুর (EF ও FG) দু প্রান্ত এক বিন্দুতে (F) কব্জায় আটকানো সামান্তরিকটি যন্ত্রটির যে-কোনো অবস্থানে সামান্তরিকের ধর্ম CD) দু বিন্দুতে (E ও C) সংযোগ করে দেয়া হয় যেন (AEFG) সৃষ্ট সামারে এবং এদের অপর দু প্রান্ত লম্বা বাহুদ্বয়ের (AB ও অক্ষুন্ন রাখে।

 

 

একটি লম্বা বাহু (AD) ও একটি ছোট বাহু (EF) তে 182, 183, 184 ইত্যাদি অনুপাতের দাগকাটা থাকে এবং লম্বা বাহুটিতে (AD) সূচক রেখা ও উল্লম্ব অক্ষ (Q) এবং ছোট বাহুটিতে সূচক রেখা ও পেন্সিল আটকানোর ব্যবস্থা (P) সম্বলিত সঞ্চালনশীল ফাঁপা ফ্রেম থাকে, যা প্রয়োজনীয় স্থানে ক্লাম্পিং ক্রুর সাহায্যে আটকানো যায়। যন্ত্রটি নির্দিষ্ট স্থানে রাখার জন্য উল্লম্ব · অক্ষে (Q) ওজন লাগানো থাকে। এটাকে ফালক্রাম (Fulcrum) বলা হয়। ফালক্রামকে (Q) স্থির রেখে পুরো যন্ত্রটি নড়াচড়া করা যায়। ছোট বাহুটির (EF) সূচক রেখার যে-কোনো ঈপ্সিত স্কেলে পেন্সিল বিন্দু (P) স্থানান্তর করা যায়।

 

 

অপর লম্বা বাহুর (AB) প্রান্তে একটি ট্রেসিং বিন্দু (B) থাকে। যন্ত্রটির যে-কোনো অবস্থানে উল্লম্ব অক্ষ (Q), পেন্সিল বিন্দু (P) এবং ট্রেসিং বিন্দু (B) একই সরল রেখায় থাকে। মূল নক্শা ট্রেসিং বিন্দুর নিচে রেখে ট্রেসড (Traced) করলে পেন্সিল বিন্দু (P) নড়াচড়া আরম্ভ করে কিন্তু উল্লম্ব অক্ষ (Q) নড়াচড়া করে না। যদি ট্রেসিং বিন্দু (B) সরে (B) অবস্থানে আসে তবে পেন্সিল বিন্দু (P) সরে (P)-এ আসে। উভয়ের সরার পরিমাণের অনুপাত মূল নক্শা সংকোচনের অনুপাতের সমান। যদি নক্শাকে পরিবর্ধনের ইচ্ছা করা হয় তবে ট্রেসিং বিন্দুকে (B) পেন্সিল এবং পেন্সিল বিন্দুকে (P) ট্রেসিং বিন্দু করে মূল নক্শা ট্রেস করতে হবে।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

নক্শা সংকোচন বা পরিবর্ধনের ক্ষেত্রে Q ও P এর স্কেল একই অনুপাতে রেখে ক্ল্যাম্প করতে হয়। পেন্সিল বিন্দুতে ট্রেসার ও ট্রেসিং বিন্দুতে পেন্সিল লাগানের ব্যবস্থা থাকে। ফলে নক্শা পরিবর্ধিত করতে হলে পেন্সিল বিন্দুতে ট্রেসার ও ট্রেসিং বিন্দুতে পেন্সিল লাগাতে হয় । এভাবে পেন্টাগ্রাফ ব্যবহার করা হয়।

 

আরও দেখুন:

Exit mobile version