ব্যবহারিকঃ একটি বস্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে রেন্ডারিং

আজকে আমরা ব্যবহারিকঃ একটি বস্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে রেন্ডারিং সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর  প্রথম পত্রের  ব্যবহারিক অংশের অন্তর্গত।

 

ড্রয়িং এনভায়রনমেন্ট

 

ব্যবহারিকঃ একটি বস্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে রেন্ডারিং

বস্তু বা বিল্ডিং-এর মূল কাঠামো তৈরির জন্য রেখার সাহায্যে দেয়াল, মেঝে, ছাদ, দরজা, জানালা ইত্যাদি আঁকা হয়। কিন্তু বস্তুটি বা দেয়াল, দরজা, জানালা ইত্যাদি কি কি উপকরণ দিয়ে তৈরি বা কোথাও এতে উঁচু নিচু আছে কিনা তা বোঝা যায় না। এসব বোঝানোর জন্য এতে আনুষঙ্গিক আরও কিছু রেখা কিংবা শেড-শ্যাডো, রং ইত্যাদির প্রয়োজন হয় যার মাধ্যমে বস্তুকে বাস্তবসম্মত করে ফুটিয়ে তোলা যায়। বস্তুকে বা ড্রয়িংকে এরূপ বাস্তবিক রূপে ফুটিয়ে তোলাকে রেন্ডারিং (Rendering) বলে।

কোনো বস্তুকে বা ড্রয়িংকে গ্রাফিক্স বা বিন্দু, রেখা, তল, শেড-শ্যাডো, রং ইত্যাদির সাহায্যে বা বাস্তবসম্মত করে উপস্থাপন করার কৌশলকেই রেন্ডারিং (Rendering) বলে।

ড্রয়িংকে বাস্তবসম্মত করে ফুটিয়ে তালোর জন্য বা রেন্ডারিং (Rendering) করার জন্য বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয়। গ্রাফিক্স বা বিন্দু, রেখা, তল, শেড-শ্যাডো ইত্যাদি অঙ্কনের জন্য যে সকল উপাদান প্রয়োজন তাকেই রেন্ডারিং-এর মাধ্যম বলে।

ড্রয়িং একটি খাঁচা হলে রেন্ডারিং (Rendering) এর মধ্যে প্রাণের সঞ্চার করে। কাজেই ড্রয়িং মানে শুধু প্রাণহীন খাঁচা তৈরিই নয় একে প্রাণবন্ত করে তোলাও বটে।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

 

বিন্দুর সাহায্যে একটি ড্রয়িং (Given plan / drawing) রেন্ডারিং করা

যন্ত্রপাতি ও মালামাল

পেনসিল, স্কেচ বুক। ড্রয়িং শিট (কার্টিজ পেপার), ইরেজার, ডাস্টার, শার্পনার ইত্যাদি।

অঙ্কম প্রণালি:

নিচে অনুশীলনের জন্য একটি গাড়ি অক্ষনের বিভিন্ন ধাপ-এর চিত্র দেয়া হল-

 

ব্যবহারিকঃ একটি বস্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে রেন্ডারিং
বিন্দুর সাহায্যে রেন্ডারিং

 

ব্যবহারিকঃ একটি বস্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে রেন্ডারিং
রেখার সাহায্যে রেন্ডারিং
ব্যবহারিকঃ একটি বস্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে রেন্ডারিং
রং পেনসিল বা পেনসিল বা পেন দিয়ে বিন্দুর সাহায্যে রেন্ডারিং, [স্কেল বা সেট স্কোয়ার দিয়ে বরাবর করে অঙ্কিত]
ব্যবহারিকঃ একটি বস্তু বিভিন্ন মাধ্যমের সাহায্যে রেন্ডারিং
রং বা পেনসিল বা পেন দিয়ে গাঢ় শেড শ্যাডোর সাহায্যে রেন্ডারিং

আরও দেখুনঃ

Leave a Comment