Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

বহুতল ইমারতের ওয়ার্কিং ড্রয়িং

বহুতল ইমারতের ওয়ার্কিং ড্রয়িং

আজকে আমাদের আলোচনার বিষয় বহুতল ইমারতের ওয়ার্কিং ড্রয়িং

বহুতল ইমারতের ওয়ার্কিং ড্রয়িং

 

 

বহুতল ইমারতের ওয়ার্কিং ড্রয়িং

আগেকার দিনে মানুষ ঘরবাড়ি বানাতো যে জায়গা আছে সেই অনুপাতে কোন রুপ বিস্তারিত মাপ ছাড়া অনুমানের উপর নির্ভর করে এবং পরীক্ষামূলকভাবে। কিছুটা বানানোর পর ভুল হলে আবার ভাঙ্গা বা ভুলসহ কিংবা সহজপ্রাপ্য ম্যাটেরিয়ালস এর ভিত্তিতে নিজের প্রয়োজনীয় রুমের বা অন্যান্য আকার আকৃতিকে সমন্বয় বা এডজাষ্ট (Adjust) করে নিতে।

বর্তমানে মানুষ নিজের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে সমন্বয় করে নিচ্ছে স্থান বা ম্যাটেরিয়ালসকে। অত্যন্ত স্বল্প পরিসরে বসবাস করতে হয় বলে প্রতি ইঞ্চি জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মানুষ তাই সদা সচেষ্ট। আর সেজন্য চাই সঠিক ডিজাইন। ডিজাইনের বাস্তবতা নির্ভর করে সঠিক কনস্ট্রাকশনের উপর যা নির্ভুল বিস্তারিত মাপসহ ড্রয়িং ছাড়া কোনোভাবেই সম্ভব নয় ।

ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing)

প্রাথমিকভাবে কোনো ডিজাইন নির্বাচিত হওয়ার পর তা কনস্ট্রাকশন বা নির্মাণ করা হয়। কিন্তু শুধুমাত্র প্রেজেন্টেশন ড্রয়িং দিয়ে কোনো মাপ ছাড়া কনস্ট্রাকশন করলে তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার সঠিক মাপমত কাজ করাও সম্ভব হয় না। নির্মাণ কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য প্রয়োজন হয় বিস্তারিত মাপসহ নক্শার। ড্রয়িং-এর মাধ্যমে সকল সময় সব কিছু প্রকাশ করা বা বোঝানো সম্ভব নয়।

যেমন— ইটের গাঁথুনির জন্য মসলার অনুপাত ১ঃ৪ বা ১:৬, কোনটি ব্যবহার করা হবে, তা ড্রয়িং-এ প্রকাশ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আবার প্রয়োজন কিছু লিখিত তথ্যাদির। এ সব কিছুকে একত্রে ওয়ার্কিং ড্রয়িং বলা হয়। কার্যোপযোগী বা মাঠ পর্যায়ে কাজ করার জন্য অপেক্ষাকৃত বড় স্কেলে বিস্তারিত মাপ সম্বলিত বিশদ নকশাকেই ওয়ার্কিং ড্রয়িং বলে ।

এই নকশা বা ড্রয়িং অপেক্ষকৃত বড় স্কেলে সাধারণত: »” =1″-0″ বা 1:50 স্কেলে অঙ্কন করা হয়। এতে অঙ্কিত ড্রয়িং অনুযায়ী কনস্ট্রাকশন করার জন্য প্রয়োজনীয় সকল বিস্তারিত ও খুঁটিনাটি মাপ দেয়া থাকে। ওয়ার্কিং ড্রয়িং করার সময় বিবেচ্য বিষয়সমূহ এবং ওয়ার্কিং ড্রয়িং-এর অত্যাবশ্যকীয় অংশসমূহ নিম্নরূপ—

 

 

চিত্র–৪.১: একটি এক কক্ষ বিশিষ্ট ইমারতের ওয়ার্কিং প্ল্যান

ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) এর ক্ষেল

মাঠ পর্যায়ে কাজ করা হয় বলে কাজের সুবিধার্থে অপেক্ষাকৃত বড় স্কেলে অঙ্কন করা হয়। ওয়ার্কিং ড্রয়িং সাধারণত »” =1′-0″ বা ১৪৫০ ক্ষেপে অঙ্কন করা হয়। তবে ড্রয়িং খুব বড় হলে 16″ = 1′-0″ বা 1865 ক্ষেলে অঙ্কন করা হয়।
»” = 1′-0″ বা এক ইঞ্চির চার ভাগের এক ভাগ সমান এক ফুট ধরে কাজ করা হয়। এক্ষেত্রে »” কে আবার ১২টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় যার প্রতিটি এক এক ইঞ্চি মাপ নেয়ার জন্য ব্যবহৃত হয়।
কনভারশনের জন্য;
»” = 1′-0″ ৰা »” = 12″ বা 1 ( 124 ) – 48″ আনুপাতিক হারে প্রকাশ করলে ১৪৪৮ যা মিটার ক্ষেলের ১৪৫০-এর প্রায় সমান ভাই মিটার স্কেলে কাজ করার সময় ১৪৫০ স্কেলে ওয়ার্কিং ড্রয়িং করা হয়।

ওয়ার্কিং রিং (Working Drawing) | ভাইম্যাশনিং (Dimensioning) ও শর্ট মোট (Short Note) এর প্রয়োজনীয়তা

ওয়ার্কিং ফ্লরিং কনস্ট্রাকশনের সবচেরে গুরুত্বপূর্ণ অংশ। আর ওয়ার্কিং ড্রয়িং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডাইমেনশনিং (Dimensioning)। এতে কোনোরকম ত্রুটি বা ভুল তথ্য সম্পূর্ণ নির্মাণ কাঠামোকে নষ্ট করে দিতে পারে। নির্মাণ কাজের যত ত্রুটি তার বেশির ভাগ হয় ত্রুটিযুক্ত ওয়ার্কিং ড্রয়িং তথা ডাইমেনশনের কারণে। ডাইমেনশন অর্থাৎ মাপ বা দূরত্ব।

কোনো অঙ্কিত ড্রয়িং অনুযায়ী তৈরির জন্য কতটুকু মাপে তৈরি হবে বা কিভাবে তৈরি হবে, ম্যাটেরিয়ালস কি হবে তা জানার জন্য মাপ ও শর্ট নোট লিখা প্রয়োজন হয়। শুধুমাত্র রিং দিরে সকল তথ্যাদি বোঝানো সম্ভব হয় না। যেমন- কংক্রিটে ও ইটের গাঁধুনিতে মসলার অনুপাত, ব্যবহৃত রঙের গ্রেড কিউরিং পদ্ধতি ও সময় সীমা ইত্যাদি ড্রয়িং এ বোঝানো সম্ভব নয় বলে লিখে দেয়া হয়।

ড্রয়িং এর এরূপ লিখিত সংক্ষিপ্ত বর্ণনাকে শট নোট বলে। অর্থাৎ যখন কোনো তথ্য প্রয়িং-এর মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় না বলে ড্রয়িং-এর পাশে সংক্ষিপ্তাকারে লিখে দেয়া হয় তাকে শর্ট নোট বলে। কোনো রকম বিস্তারিত মাপছাড়া অনুমানের উপর নির্ভর করে এবং পরীক্ষামূলকভাবে কনস্ট্রাকশন বা নিৰ্মাণ কাজ করা হলে কিছুটা বানানোর পর ভুল হলে আবার বানাতে হবে।

এতে খরচ, সময়, শ্রম সব কিছুরই অপচয় হয়। কিংবা ভুল সংশোধন না করে বানালে প্রয়োজনীয় ও সঠিক আকার পাওয়া সম্ভব হবে না। এ কারণেই সঠিক ও নির্ভুল মাপ বা ডাইমেনশন কনস্ট্রাকশনের জন্য অপরিহার্য। ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) এ ডাইমেনশনিং (Dimensioning) এর প্রয়াজনীয়তা নিম্নরূপ—

ওয়ার্কিং ড্রয়িং (Working Drawing) এ শর্ট নোট (Short Note) এর প্রয়োজনীয়তা নিম্নরূপ—

ওয়ার্কিং রিং (Working Drawing) সেট-এর প্রয়োজনীয় ড্রয়িং-এর তালিকা

শুধুমাত্র একটি প্ল্যান দিয়ে একটি নির্মাণ কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। সঠিক ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার জন্য আরও সকল ফ্লোরের প্ল্যান, এলিভেশন সেকশন, ইত্যাদি নিয়ে একটি ওয়ার্কিং ড্রয়িং-এর সেট তৈরি করা হয়। একটি ওয়ার্কিং ড্রয়িং-এর সেট এর প্রয়োজনীয় ড্রয়িং-এর তালিকা কেলসহ নিম্নরূপ-

 

গুগল নিউজে আমাদের ফলো করুন

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. ওয়ার্কিং ড্রয়িং সাধারণত কোন স্কেলে অঙ্কন করা হয়?

২. ” = 1′-0″ স্কেলটি মিটার স্কেলের কোন স্কেলের সমান?

৩. শর্ট নোট কাকে বলে?

সংক্ষিপ্ত প্রশ্ন

১. ওয়ার্কিং ড্রয়িং বলতে কি বোঝায়, বর্ণনা কর।

২. ওয়ার্কিং ড্রয়িং-এ শর্ট নোট-এর প্রয়াজনীয়তা লিখ ।

৩. ওয়ার্কিং ড্রয়িং-এ ডাইমেনশনিং-এর প্রয়োজনীয়তা লিখ ।

৪. স্কেল কনভারশন একটি উদাহরণসহ ব্যাখ্যা কর ।

রচনামূলক প্রশ্ন

১. ওয়ার্কিং ড্রয়িং করার সময় বিবেচ্য বিষয় এবং অত্যাবশ্যকীয় অংশসমূহ বর্ণনা কর।

২. ডাইমেনশনিং করার ও ওয়ার্কিং ড্রয়িং-এর জন্য অত্যাবশ্যকীয় নিয়মাবলিসমূহ বর্ণনা কর ।

আরও দেখুন :

Exit mobile version