বিভিন্ন ধরনের কম্পাসের ব্যবহার – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “কম্পাস জরিপ প্রক্রিয়া” বিষয়ের “ব্যবহারিক” পাঠ এর অংশ|
Table of Contents
বিভিন্ন ধরনের কম্পাসের ব্যবহার
জরিপকারীরা জিওডেসি, জ্যামিতি, ত্রিকোণমিতি, রিগ্রেশন বিশ্লেষণ, পদার্থবিদ্যা, প্রকৌশল, মেট্রোলজি, প্রোগ্রামিং ভাষা এবং আইনের উপাদানগুলির সাথে কাজ করে। তারা টোটাল স্টেশন, রোবোটিক টোটাল স্টেশন, থিওডোলাইটস, জিএনএসএস রিসিভার, রেট্রোরেফ্লেক্টর, 3ডি স্ক্যানার, লিডার সেন্সর, রেডিও, ইনক্লিনোমিটার, হ্যান্ডহেল্ড ট্যাবলেট, অপটিক্যাল এবং ডিজিটাল লেভেল, সাবসারফেস লোকেটার, ড্রোন, জিআইএস এবং জরিপ সফ্টওয়্যারগুলির মতো সরঞ্জাম ব্যবহার করে। নিচে বিভিন্ন ধরনের কম্পাসের ব্যবহার উল্লেখ করা হলো :
বিভিন্ন ধরনের কম্পাসের ব্যবহার :
(ক) প্রিজমেটিক কম্পাসের ব্যবহার :
১। ভূমি নকশা প্রণয়নের নিমিত্তে বিস্তারিত তথ্যসংগ্রহকরণের জন্য ।
২। জরিপ রেখাগুলোর চুম্বকীয় বিয়ারিং ও এগুলোর অন্তর্ভুক্ত কোণ মাপার জন্য ।
৩। শহর বা প্রতিবন্ধকতাপূর্ণ এলাকা (যেখানে ত্রিভুজায়ন সম্ভব নয়) জরিপের কাজে।
৪। প্রাথমিক জরিপ, খসড়া ঘের ও সামরিক তদন্ত জরিপের কাজে ।
৫। পয়ঃপ্রণালি, সেচ খাল, পানি সরবরাহ লাইন ইত্যাদির জন্য নক্শা প্রণয়নের কাজে।
(খ) সার্ভেয়ার্স কম্পাসের ব্যবহার ঃ
১। কোণের মান অনুযায়ী রেখা, পাইপ লাইন, চ্যানেল ইত্যাদি সংস্থাপনের কাজে।
২। চুম্বকীয় বিয়ারিং জানার কাজে (হ্রাসকৃত বিয়ারিং)।
৩। রৈখিক জরিপ কাজে ।
৪। চুম্বকীয় অনৈক্য ও স্থানীয় আকর্ষণ জানার কাজে। ৫। উত্তর দিক নির্ণয়ের কাজে।
(গ) ট্রাফ কম্পাসের ব্যবহার ঃ
১। থিওডোলাইটের নিম্ন প্লেটে উত্তর রেখা জানার জন্য।
২) প্লেনটেবিল জরিপে টেবিল স্থাপন ও পুনঃস্থাপনের জন্য ।
৩) উত্তর দিক জানার জন্য ।

(ঘ)নৌকম্পাসের ব্যবহার :
১। জাহাজের নাবিকগণ জাহাজ চালনার ক্ষেত্রে দিক নির্ণয়ের জন্য।
২। জাহাজের গতিপথ নির্দেশনার জন্য। (
ঙ) দিগদর্শন কম্পাসের ব্যবহার :
১। দিক নির্ণয়ের জন্য
২। বনে বা মরুভূমিতে পথ নির্দেশের জন্য।
আরও দেখুনঃ