আজকে আমাদের আলোচনার বিষয় বিভিন্ন প্রকার আর্চ অঙ্কন। এই পাঠটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, এসএসসি পর্যায়ের, ভোকেশনাল ডিসিপ্লিনের “আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড ১” বিষয়ের একটি পাঠ।
Table of Contents
বিভিন্ন প্রকার আর্চ অঙ্কন
একটি অর্ধ-বৃত্তাকার আর্চ অঙ্কন করে বিভিন্ন অংশের নাম লিখন
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল :
ড্রয়িং শিট, পেনসিল, ইরেজার, কম্পাস, সেট করার, স্কচ টেপ
অঙ্কন প্রণালি:
- নিম্নের চিত্রানুরূপ সেমি সার্কুলার আর্চটি খুব হালকা করে এঁকে নিতে হবে।
- এবার প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
- অক্ষরসমূহ পাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরারবর থাকবে। সবশেষে খুব হালকা করে
- সেকশনের ইটের দেয়াল-এর হ্যাচ করতে হবে।
- আর্চের হ্যাচ করার জন্য আর্চের কেন্দ্র থেকে বাইরের দিকে সেট স্কয়ার-এর সাহায্যে সমান দূরত্বের লাইন এঁকে নিতে হবে।
চিত্র – ৯.১: একটি অর্ধ-বৃত্তাকার আর্চের বিভিন্ন অংশ
কেন্দ্রের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন আর্চ অঙ্কন
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:
ড্রয়িং শিট, পেনসিল, ইরেজার, কম্পাস, সেট স্কয়ার, স্কচ টেপ।
অঙ্কন-প্রণালি:
- নিম্নের চিত্রানুরূপ কেন্দ্রের সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার আর্চসমূহ খুব হালকা করে এঁকে নিতে হবে ।
- এবার প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
- অক্ষরসমূহ গাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরাবর থাকবে।
- সবশেষে খুব হালকা করে সেকশনের ইটের দেয়াল ও পাথর-এর হ্যাচ করতে হবে।
সেমি সার্কুলার ও ফ্লাট (Semi circular & Flat) আর্চে ব্রিক ও স্টোন বস্তু অঙ্কন
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:
ড্রয়িং শিট, পেনসিল, ইরেজার, কম্পাস, সেট করার, স্কচ টেপ।
গুগল নিউজে আমাদের ফলো করুন
অঙ্কন-প্রণালি:
- নিম্নের চিত্রানুরূপ বিভিন্ন প্রকার সেমি সার্কুলার ও ফ্লাট (Semi circular & Flat) আর্চে ব্রিক স্টোন বস্তুসমূহ খুব হালকা করে এঁকে নিতে হবে।
- এবার প্রয়োজনীয় অংশ গাঢ় করে নিতে হবে।
- অক্ষরসমূহ গাইড লাইন দিয়ে লিখতে হবে। এতে লাইন বা শব্দসমূহ একই লাইন বরাবর থাকবে।
- সবশেষে খুব হালকা করে সেকশনের ইটের দেয়াল ও পাথরের হ্যাচ করতে হবে।
সেমি সার্কুলার ও ফ্লাট (Seml circular & Flat) আর্চে ব্রিক ও স্টোন ৰক্ষ
আরও দেখুন :