আজকে আমরা বৃত্তাকার সিঁড়িঘর সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর দ্বিতীয় পত্র অংশের অন্তর্গত।
Table of Contents
বৃত্তাকার সিঁড়িঘর
সাধারণত লম্ব দূরত্ব অতিক্রমের জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। অনেক তলা বিশিষ্ট ইমারতে উঠার জন্য অনেক গুলো সিঁড়ির প্রয়োজন হয়। এসকল সিড়ি একটি কক্ষে তৈরি করা হয়। এই কক্ষকে সিড়ি ঘর বলে । সাধারণত এই সিঁড়ি ঘর আয়তকার হয়ে থাকে। কিন্তু সৌন্দর্যের কারণে, কার্যক্ষেত্রে কিংবা স্থাপত্যিক প্রয়োজনে এটি ভিন্ন ভিন্ন আকারের হতে পারে। বৃত্তাকার সিড়িও এরূপ প্রয়োজনে নির্মিত হয়ে থাকে।
বৃত্তাকার সিঁড়ি ব্যবহারের সুবিধা-অসুবিধা —
বৃত্তাকার সিঁড়ি ব্যবহারের সুবিধাসমূহ নিম্নরূপ
- অল্প পরিসরে তৈরি করা সম্ভব
- কাঠামোর সৌন্দর্য্য বৃদ্ধি করে
- অল্প দূরত্ব অতিক্রমের জন্য ভালো
- ডুপেক্সে বেশি ব্যবহার করা হয়
বৃত্তাকার সিঁড়ি ব্যবহারের অসুবিধাসমূহ নিম্নরূপ—
- নির্মান পদ্ধতি জটিল
- খরচ বেশি হয়।
- বেশি দূরত্বের জন্য উপযোগী নয় বৃত্তাকারে উঠতে হয় বলে মাথা ঘুরে উঠতে পারে
- অসুস্থ রোগীদের জন্য অনুপযুক্ত
- আরামদায়কভাবে নির্মাণ করতে অল্প পরিসরে তৈরি করা সম্ভব নয়
- কেন্দ্রের দিকে ধাপ খুব ছোটো থাকলে পা রাখতে অসুবিধা হয় আবার বেশি রাখলে বাইরের দিকে অনেক চওড়া হয়ে যায়
- এ ধরনের সিঁড়িতে ধাপের মাঝের অংশটিই বেশি কার্যকর থাকে বলে একসঙ্গে অধিক লাকে উঠানামা করা অসুবিধাজনক
অনেক অসুবিধা সত্ত্বেও শুধুমাত্র সৌন্দর্যের কারণেই এই সিঁড়ি অধিক ব্যবহৃত হয়। আর বৃত্তাকার সিঁড়ির মধ্যে যেক্ষেত্রে স্থান সংকুলান কম হয় বা অল্প পরিমাণ জায়গার ক্ষেত্রে স্পাইরাল সিঁড়ি ব্যবহার করা হয়। এ কারণে অগ্নিনির্বাপক সিঁড়ির জন্য স্পাইরাল সিঁড়ি বেশি ব্যবহার করা হয়।
বৃত্তাকার সিড়িঘরের মাপ বৃত্তাকার সিঁড়ি মূলত দুই প্রকার
স্পাইরাল সিঁড়িঘর ও
গোলাকার সিড়িঘর
স্পাইরাল:
যখন উপরে উঠার জন্য একটি পোস্টকে ঘিরে ওয়েজ আকৃতির বা ওয়াইল্ডার আকৃতির ধাপসমূহ তৈরি করা হয় তাকে স্পাইরাল সিঁড়ি বলে। এতে ধাপের কেন্দ্রে বা মাঝে একটি খুঁটি বা পোস্ট ও বাইরের দিকে রেলিং তৈরি করা হয়। খুঁটি বা পোস্টের উপর ধাপসমূহ ঝুলন্ত (Cantilever) ভাবে থাকে। সাধারণত অগ্নি নির্বাপক সিঁড়ি (Fire Escape), মসজিদের মিনারে, যে কোনো টাওয়ারে উঠতে, শিল্প কারখানায়, লাইব্রেরিতে, কিংবা বাড়িতে খুব ছোটো পরিসরে মাঝামাঝি উচ্চতায় (Mezzanine Floor) উঠতে ব্যবহৃত হয়।
- Mezzanine Floor: দুটি ফ্লোরের মধ্যবর্তী কোনো উচ্চতায় নির্মিত ফ্লোর বিশেষ। এটি সাধারণত আবাসিকের স্টাডি, ফ্যামিলি লিভিং, এছাড়া ফাস্ট ফুড শপে একটু উচ্চতায় আরও একটি বসার স্পেস তৈরির জন্য ইত্যাদি কাজে, ব্যবহার করা হয়।
মাপ: সিঁড়িঘরের মোট ব্যাস 4′-2″ থেকে 7′-6″ হয়ে থাকে। সাধারণত: 5′-0″ ব্যাস বিশিষ্ট সিঁড়িঘর বেশি ব্যবহৃত হয়। এ ধরনের সিঁড়িঘরের বাইরের কোনো দেয়াল থাকে না ।
গোলাকার:
এটি তুলনামূলক আরামদায়ক করে নির্মিত হয়। মাঝখানে গোলাকার একটি ফাঁকা অংশকে ঘিরে ধাপসমূহ তৈরি করা হয়। ফলে কেন্দ্রের দিকে পা রাখার স্পেস পাওয়া যায়। কিন্তু বাইরের দিকে স্পেস অনেক বেশি হয়ে যায়। আবাসিক বাড়িতে বিশেষ করে ডুপ্লেক্স বাড়িতে অভ্যন্তরীণ সিঁড়ি হিসাবে, বিলাসবহুল সিঁড়ি নির্মাণে, প্রদর্শনীতে, আর্ট গ্যালারিতে, ইত্যাদিতে বেশি ব্যবহার করা হয়।
- মাপ: সিঁড়ির মোট ব্যাস কমপক্ষে 10′-0″ এবং সর্বোচ্চ 20′-0″ বা তার উপরে হয়ে থাকে। 20′-0″ ব্যাস বিশিষ্ট সিড়ি খুবই কম এর ধাপ কমপক্ষে 5′-0″ চওড়া হয় এবং প্রদর্শনী এলাকায় ব্যবহৃত হয়। আবাসিকের জন্য 12′-6″ থেকে 15′-0″ পর্যন্ত ব্যাস বিশিষ্ট গোলাকার সিঁড়ি বেশি উপযুক্ত। এর রাইজার এর উচ্চতা কম রাখা হয় এবং এই ধরনের সিঁড়িতে ল্যান্ডিং থাকে ।
বৃত্তাকার সিঁড়িঘরের সর্বোচ্চ ও সর্বনিম্ন ধাপ সংখ্যা ও মাপ
স্পাইরাল সিঁড়ির ধাপ সংখ্যা ও মাপ
স্পাইরাল সিড়ির ক্ষেত্রে ফ্লাইটের চওড়া 20″-36″ পর্যন্ত হয়, ২০” চওড়া লোহার তৈরি সিঁড়ি গুলো হয়ে থাকে । খুব কম ক্ষেত্রেই ব্যবহার হয় তবে 25″-30″ চওড়া ধাপ বেশি ব্যবহৃত হয়। এই ধরনের সিড়িতে কোনো ল্যান্ডিং থাকে না । এ ধরনের সিঁড়ির ধাপ এর ট্রেডগুলো কেন্দ্রীয় পোস্ট এর এক বিন্দু থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। একে ওয়াইন্ডার স্যাপ (Winder shape) বলে। এর রাইজার অপেক্ষাকৃত বড় বড় হয় ।
যদি রাইজার এর উচ্চতা 7.5″ হয় তবে, ধাপ সংখ্যা = রুমের উচ্চতা (10×12″ = 120 ) + 7.5= 16 টি এবং 360° কোণে বৃত্তাকার ভাবে ঘুরবে বলে একটি ধাপের ট্রেডের কোণের মাপ 360 = 16=22.5° করে হবে। এভাবে রাইজারের মাপ কম বেশি করে হিসাব করে নেয়া যায়।
সচরাচর ব্যবহৃত হয় এরূপ একটি স্পাইরাল সিডির মাপ মিটার স্কেলে ফাউন্ডেশনসহ নিচে দেখানো হল।
গোলাকার সিঁড়ির ধাপ সংখ্যা ও মাপ
ফ্লাইটেরা 40-50 টি তৈরি হয়ে থাকে। 60” খুব কম ক্ষেত্রেই ব্যবহার হয়। ba এর বেশি হলে মাঝে একটি রেলিং খোর এরা । 40-45″ যা বেশি। সেক্ষেত্রে বিভিন্ন মোট চওড়া কমপক্ষে 10-0″ হয়ে থাকে।
ধাপ এর ক্ষেত্রে থেকে ধীরে ধীরে বাড়তে থাকে। বাসের ে মধ্যে 10″ রাখতে হবে। এর কম না রাখাই ভালো, এফের অ্যাইন্ডার ল্যাপ (Winder shape) বলে। এর এ রাখা হয় এবং এই করতে ল্যান্ডিং থাকে।
এ ধরনের নিচ্ছিন্ন ধাপ ডিজাইনের জন্য করে তা পরিসীমার উপর জানা বিন্দু থেকে ? করে এটি ট্রেয় বা ধাপ নিতে হবে। এর পর কেন্দ্র থেকে বিন্দুগ্ধলো ফেল-এর সাহায্যে ধরে ভিতরের বিন্দু থেকে বাইরের সেৱাল পর্যন্ত যোগ করতে হবে।
এছাড়া কোণের মাপ দিয়েও ধাপ নির্ণয় করা যায়। প্রতিটি ধাপ কেন্দ্র থেকে 10°-15° এর ম র হয় । সাধারণত 12° কোণে ধাপসমূহ রাখলে আরামদায়ক হয়, এটি নির্ভর করে সিঁড়ির ফ্লাইটের চাড়ার উপর।
স্পেস বেশি বা কম থাকলে ? এর বেশি বা কম করে নেয়া যায়। আবার বৃত্তের যেখানে শেষ হবে সেখান থেকে একই ভাবে উল্টা দিকে 9 টি ট্রেড নিতে হবে। মাঝের অংশটি ল্যান্ডিং হিসাবে থাকবে। প্রথম 90° ফ্লোর এর বা ল্যাভিং-এর জন্য ছেড়ে দিতে হবে। রাই मংখ্যা কমनক্ষে 20 টি থাকবে।
প্রশ্নমালা
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. বৃত্তাকার সিঁড়ি কত প্রকার ও কি কি ?
২. ওয়াইন্ডার স্যাপ কাকে বলে?
৩. ম্যাজানাইন (Mezzanine) ফ্লোর কি ?
সংক্ষিপ্ত প্রশ্ন
১. স্পাইরাল সিঁড়ির ব্যবহার বর্ণনা কর।
২. গোলাকার সিড়ির ব্যবহার বর্ণনা কর।
৩. স্পাইরাল সিঁড়ির মাপ কিরুপ হওয়া উচিত, বর্ণনা কর ।
৪. গোলাকার সিঁড়ির মাপ কিরূপ হওয়া উচিত, বর্ণনা কর ।
রচনামূলক প্রশ্ন
১. বৃত্তাকার সিঁড়ি ব্যবহারের সুবিধা-অসুবিধা বর্ণনা কর ।
২. গোলাকার সিঁড়ির ধাপ সংখ্যা নিরূপণ পদ্ধতি বর্ণনা কর।
৩. স্পাইরাল সিঁড়ির ধাপ সংখ্যা নিরূপণ পদ্ধতি বর্ণনা কর।
৪. একটি গোলাকার সিঁড়ির প্ল্যান অঙ্কন কর ।
৫. গোলাকার সিঁড়িটির সেকশন অঙ্কন কর।
৬. একটি স্পাইরাল সিঁড়ির প্ল্যান অঙ্কন কর ।
৭. স্পাইরাল সিঁড়িটির সেকশন অঙ্কন কর।
আরও দেখুনঃ