ভূসম্পত্তির সীমানা রেখা চিহ্নিতকরণ প্রক্রিয়া

ভূসম্পত্তির সীমানা রেখা চিহ্নিতকরণ প্রক্রিয়া – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “ভূসম্পত্তির সীমানা” পাঠ এর অংশ।

ভূসম্পত্তির সীমানা রেখা চিহ্নিতকরণ প্রক্রিয়া

জরিপ এলাকার সীমান্ত চিহ্নিত করা আবশ্যক। এতদভিন্ন ভূস্বত্বাধিকারী তার ভূমির সীমানা চিহ্নিত করে ভোগ দখলের নিশ্চয়তা চায়। এ সীমানা চিহ্নিতকরণ দু’রকমের হতে পারে, যথা- (১) অস্থায়ী চিহ্নিতকরণ ও (২) স্থায়ী চিহ্নিতকরণ।

জরিপ এলাকার মালিক বা এলাকার বাসিন্দাদের সহায়তায় বাঁশের খুঁটি পুঁতে বা মাটির ঢিবি তৈরি করে সীমানা অস্থায়ীভাবে চিহ্নিত করা যায়। জরিপ এলাকার ত্রিসীমানা চিহ্নিতকরণের জন্য ত্রিসীমানা বিন্দুতে 60 সেমি (2 ফুট) দীর্ঘ 12 সেমি (5) সমবাহু প্রস্থচ্ছেদের প্রিজমাকার পাথর পুঁতে দিতে হয় এবং এ পাথরের উপরের দিকের 15 সেমি ( 6 ) পরিমাণ অংশ ক্রমশ ঢালু করে দেয়া হয়। 60 সেমি দীর্ঘ, 12 সেমি বর্গাকার প্রস্থচ্ছেদবিশিষ্ট উপরে 15 সেমি ক্রমশ ঢালু পাথর সরকারি জমি ও বিরোধপূর্ণ এলাকার সীমানায় পুঁতে দিতে হয়। উপরোক্ত উভয় ধরনের পাথরই 45 সেমি (1’- 6″) মাটিতে পুঁততে হয়। এ ছাড়া জেলা বা মহকুমার সীমানায় ইটের পিলার এবং প্রাদেশিক সীমানায় বড় আকৃতির পাথর পুঁতে সীমানা চিহ্নিত করতে হয়।

 

ভূসম্পত্তির সীমানা রেখা চিহ্নিতকরণ প্রক্রিয়া | ভূসম্পত্তির সীমানা | সার্ভেয়িং ১

উপরোক্ত চিহ্নিতকরণ প্রক্রিয়া সীমানা স্থায়ী চিহ্নিতকরণের অন্তর্ভুক্ত। ঘের জরিপকালে সাধারণত ত্রিসীমানা বিন্দুগুলো ঘেরের স্টেশন বিন্দু হিসেবে ব্যবহৃত হয়। যদি কোনো কারণে ত্রিসীমানা বিন্দুগুলো ব্যবহার করা না যায়, তবে ঘেরের ত্রিসীমানায় বোম্বা এবং আসল ত্রিসীমানায় পাথর ব্যবহার করতে হয়। সাধারণত আসল ত্রিসীমানা বিন্দু নদীতে, খালে, সড়কে পড়লে এ অবস্থার সৃষ্টি হয়। এরূপ ক্ষেত্রে পরস্পরের দূরত্ব ও দিক নির্দেশের উল্লেখ থাকতে হবে। কোনো আসল ত্রিসীমান্ত বিন্দুতে কাজ করার সুযোগ না থাকলে র্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে জানাতে হবে এবং সাময়িকভাবে কাজ করার জন্য 1 মিটার লম্বা বাঁশের খুঁটি ব্যবহার করতে হবে।

 

ভূসম্পত্তির সীমানা রেখা চিহ্নিতকরণ প্রক্রিয়া | ভূসম্পত্তির সীমানা | সার্ভেয়িং ১

 

তিন মৌজার মিলন বিন্দুতে (4) ত্রিভুজ এবং বিশেষ এলাকার সীমানায় (1) বর্গক্ষেত্র এঁকে নকশায় সীমানা চিহ্নিত করা হয়। এতদভিন্ন মাঠে প্রধান ঘের স্টেশনের চারপাশে ১টি, উপঘের স্টেশনের চারপাশে এটি, মৌজা ঘের স্টেশনের চারপাশে তিনটি 60 সেমি x 60 সেমি x 60 সেমি গর্ত করে চিহ্নিত করা হয়। গর্তের মাটি স্টেশনে দিতে হয়।

 

ভূসম্পত্তির সীমানা রেখা চিহ্নিতকরণ প্রক্রিয়া | ভূসম্পত্তির সীমানা | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment