Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

প্লেন টেবিল জরিপের যন্ত্রপাতি ও সরঞ্জমাদির তালিকা

প্লেন টেবিল জরিপের যন্ত্রপাতি ও সরঞ্জমাদির তালিকা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “প্লেন টেবিল জরিপের মৌলিক ধারণা” পাঠ এর অংশ।

প্লেন টেবিল জরিপের যন্ত্রপাতি ও সরঞ্জমাদির তালিকা

 

নিচে প্লেন টেবিল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জামাদির তালিকা দেয়া হলো :

(ক) প্লেন টেবিল (Plane table). এতে অনুভূমিকরণে উল্লম্ব অক্ষে ঘুরানোর ব্যবস্থা ও আটকানোর ব্যবস্থা

(খ) এলিডেড (Alidade) বা দৃষ্টিপাত (Sight vane)

(গ) ওলনসহ চিমটা (Plumbing fork wih plumb bob)

(ঘ) স্পিরিট লেভেল (Spirit level)

(ঙ) আয়তাকার কম্পাস (Rectangular compass )

(চ) ড্রয়িং শিট (Drawing sheet)

(ছ) রোলার (Roller)

(জ) রেইন প্রুফ কভার (Rainproof cover)

(ঝ) স্কেলসহ ড্রয়িং-এর যন্ত্রপাতি (Scales with other drawing instruments)

(ঞ) রাবার (Eraser )

(ট) পেন্সিল (Pencils)

(ঠ) শিকল বা ফিতা (Chian or tape )

(ড) পতাকা দণ্ড (Rod with flag) ও অন্যান্য স্টেশন চিহ্নিতকরণ সরঞ্জাম, ড্রয়িং শিট আটকানোর সামগ্রী (স্কচ টেপ, পিন ইত্যাদি)।

নিচে প্লেন টেবিল জরিপে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জামের কার্যাবলি উল্লেখ করা হলো। (যন্ত্রপাতিগুলো (১৭.১ নং চিত্রে দেখানো হলো) ঃ

 

(ক) প্লেন টেবিল :

এটা একটি কাঠের তৈরি বোর্ড বিশেষ, যা তেপায়ার মাথায় স্থাপনযোগ্য। বোর্ডটির আকার 40 সেমি × 30 সেমি হতে 75 সেমি x 60 সেমি বা 50 সেমি হতে 60 সেমি বর্গাকার। এটা সিজন (Seasoned) করা কাঠের তৈরি। এটার তলায় কেন্দ্রে পিতলের তৈরি হেড থাকে যাতে সহজে তেপায়ার মাথায় লাগানো যায়, উল্লম্ব অক্ষে সহজে ঘুরানো যায় এবং অনুভূমিকরণ করা যায়। এটার উপরই ড্রয়িং শিট স্থাপন করে জরিপকার্য ও নকশায়ন করা হয় ।

 

(খ) এলিডেড :

এলিডেড কাঠ, পিতল বা গান মেটালের তৈরি। এগুলো প্রায় 50 সেমি লম্বা, দৈর্ঘ্যের পাশদ্বয় সোজা, সমান্তরাল ও ঢালু।

 

 

দু’প্রান্তে দুটি উল্লম্ব পাত (একটি বস্তুপাত ও অপরটি দৃষ্টিপাত) লাগানো থাকে। বস্তুপাতে খাড়া ফাড়া (Slit) ও দৃষ্টিপাতে সূক্ষ্ম তার বা ঘোড়ার বাগ লাগানো থাকে। ফাঁড়া, ঘোড়ার বাগ ও বস্তু একই দৃষ্টি রেখায় এনে এটার ঢালুধার ঘেঁষে রেখা টানলে রেখাটি দৃষ্টি রেখার অবশ্যই সমান্তরাল হবে। মূলত এলিডেড তার দৃষ্টিপাত, বস্তুপাত ও টার্গেট স্টেশন বিন্দুর সংযোজিত সুনির্দিষ্ট দৃষ্টি রেখা নির্ধারণ করে এবং এটা দৃষ্টি রেখার সমান্তরালে স্টেশন বিন্দু হতে রশ্মি (রেখা) টানতে সুযোগ দেয়। প্রায় সব এলিডেডের ঢালু লম্বাধারদ্বয়ে স্কেলের দাগকাটা থাকে। অবশ্য বর্তমানে আধুনিক এলিডেডে দূরবীক্ষণ লাগানো থাকে। এগুলো টেলিস্কোপ এলিডেড নামে পরিচিত। 

 

(গ) ওলনসহ চিমটা :

এটা ধাতব পাতের তৈরি। এটার এক প্রান্ত বোর্ডের উপরে ও অপর প্রান্ত বোর্ডের নিচে রেখে স্থাপন করা হয়। নিচের প্রান্তে ওলন ঝুলানোর আংটা থাকে। উপরের প্রান্ত ড্রয়িং শিটে স্টেশন চিহ্নিত বিন্দুর উপর রেখে নিচের প্রান্তে ওলন ঝুলিয়ে ভূমিতে স্টেশন চিহ্নিত করা হয় এবং তেপায়াকে সামনে-পিছনে সরিয়ে শিটের স্টেশন বিন্দু ও মাঠের স্টেশন বিন্দু একই ওলন রেখায় আনা হয়।

 

(ঘ) স্পিরিট লেভেল ঃ

এটা কাচের তৈরি নলবিশেষ, যা কাঠের আয়তাকার বাক্সের মধ্যে রাখা হয় এবং উপর দিক থেকে নলটি শায়িত অবস্থায় দেখা যায়। এটার সাহায্যে টেবিল অনুভূমিক তলে সমন্বয় করা হয় ।

 

(ঙ) আয়তাকার কম্পাস ঃ

এটা কাচের ঢাকনা দেয়া কাঠের আয়তাকার বাক্সবিশেষ। এটার ভিতর আলের উপরে চুম্বক শলাকা থাকে । এটার সাহায্যে উত্তর দিক নির্ণয় করা হয় এবং টেবিল স্থাপন ও পুনঃস্থাপনে ব্যবহৃত হয়।

 

(চ) ড্রয়িং শিট ঃ

বোর্ডের উপর ড্রয়িং শিট স্থাপন করে এটাতে নকশা অঙ্কন করা হয়। (ছ) রোলার ঃ বৃহৎ কাজের জন্য বড় আকারের ড্রয়িং শিট ব্যবহার করলে শিটকে বোর্ডের নিচে গুটিয়ে রাখার জন্য এটা ব্যবহৃত হয়।

 

(জ) রেইন প্রুফ কতার :

এটা ড্রয়িং শিট ও বোর্ডকে বৃষ্টির হাত হতে রক্ষার জন্য ঢাকনা দেয়ার কাজে ব্যবহৃত হয়। (ঝ) স্কেলসহ ড্রয়িং এর যন্ত্রপাতি ৪. এগুলো ড্রয়িং শিটে স্কেল অনুযায়ী মাপ দেয়া ও অঙ্কনের কাজে ব্যবহৃত হয়। রাবার : এগুলো পেন্সিলের দাগ মোছার কাজে ব্যবহৃত হয়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

(ট) পেশিল ও ড্রয়িং করার কাজে ব্যবহৃত হয়। (H, 2H, 3H 4H, HB ও B গ্রেডের পেন্সিল কার্যভেদে ব্যবহৃত হয়)

 

(ঠ) শিকল বা ফিতা ঃ

প্রয়োজনীয় বাহু দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহৃত হয়। (ড) পতাকা দণ্ড ঃ এগুলো স্টেশন বিন্দু চিহ্নিতকরণে ব্যবহৃত হয়। (চ) পিন, স্কচটেপ ইত্যাদি ও স্কচটেপ ড্রয়িং শিট আটকানের জন্য ব্যবহৃত হয়। পিন দিয়েও ড্রয়িং শিট আটকানো যায়, এলিডেড নাড়াচাড়ায় বিঘ্ন ঘটায়।

 

আরও দেখুনঃ

Exit mobile version