শিকলে মাপনকালে পালনীয় নীতিসমূহ – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “শিকল জরিপের মূলনীতি” বিভাগ এর একটি পাঠ । শিকলে মাপ নেয়ার জন্য দু’জন লোক অর্থাৎ চেইনম্যানের দরকার হয়। এদের মধ্যে অভিজ্ঞ, বুদ্ধিমান জন অনুগামী (Follower) এবং অপরজন অগ্রগামী (Leader)। অগ্রগামীর কাজ হলো-
(i) শিকলের একটি হাতল ধরে শিকল টেনে শিকল রেখা বরাবর সামনে অগ্রসর হওয়া।
(ii) যথাযথ পরিমাপে শিকলের প্রান্তে তীর বসানো ।
(iii) অনুগামীর নির্দেশনামতো কাজ করা।
আর অনুগামীর কাজ হলো—
(i) সামনের স্টেশনের রেঞ্জিং রডের সাথে পংক্তিকৃত রেখায় অগ্রগামীকে আনা ।
(ii) অগ্রগামীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা ।
(iii) শিকলের হাতল হাতে রাখা কোনোক্রমেই মাটিতে হেঁচড়াতে না দেয়া এবং পরিমাপকালে স্টেশনের সাথে মিলিয়ে ধরা।
(iv) অগ্রগামীর পুঁতে রাখা তীর তুলে হাতে নেয়া ।
শিকলে মাপনকালে পালনীয় নীতিসমূহ
নিরীক্ষিত ও যাচাইকৃত শিকল নিয়মতান্ত্রিকভাবে খুলে নেয়ার পর গিরা পড়া, প্যাচ খাওয়া, বাঁকা হওয়া ইত্যাদি দেখা গেলে, যথারীতি এগুলো মুক্ত ও সমন্বয় করে অনুগামী শিকলের একটি হাতলের শূন্য প্রান্ত প্রারম্ভ বিন্দুর খুঁটির সাথে মিলিয়ে পায়ের গোড়ালির নিচে (পায়ের পাতা দিয়ে নয়) রেখে চেপে দাঁড়াবে অথবা প্রারম্ভ বিন্দুতে পোঁতা রেঞ্জিং রডের পিছনে দাঁড়িয়ে শিকলের হাতলের শূন্য রেঞ্জিং রডের সাথে মিলিয়ে শক্তভাবে ধরে রাখবে। অগ্রগামী এক হাতে শিকলের অপর প্রান্তের হাতল এবং অপর হাতে 10টি তীর ও রেঞ্জিং রড নিয়ে শিকল টেনে সামনের স্টেশনমুখী অগ্রসর হবে। পূর্ণ শিকল অগ্রসর হওয়ার পূর্বে শিকল রেখার এক পাশে (কোনোক্রমেই শিকল রেখার উপর নয়) দাঁড়িয়ে হাত প্রসারিত করে পংক্তিকরণের জন্য রেঞ্জিং রড খাড়া করে ধরে অনুগামীর দিকে ফিরে তাকাবে ।
অনুগামী এ অবস্থায় প্রয়োজনীয় সংকেত ব্যবহার করে রেখাটি পংক্তিকরণের জন্য অগ্রগামীর রেঞ্জিং রড প্রয়োজনীয় পরিমাণে ডান/বামে সরানোর নির্দেশ দিবে অর্থাৎ অনুগামীর স্টেশনে পোঁতা তীর, অগ্রগামীর রেঞ্জিং রড ও সামনের স্টেশনে পোঁতা রেঞ্জিং রড একই সরল রেখায় আনবে। অগ্রগামীর রেঞ্জিং রডের গোড়া একই সরল রেখায় আছে কি না তা যাচাই করার জন্য অনুগামী কিছুটা ঝুঁকে তাক করে দেখবে। গোড়া একই সরল রেখায় না থাকলে অগ্রগামীকে প্রয়োজনীয় সংকেত দিয়ে একই সরল রেখায় আনবে ।
এরপর অগ্রগামী পংক্তিকৃত রেখায় দাঁড়িয়ে পংক্তিকৃত শিকল রেখায় শিকলকে পরিমিত টানে সোজা করে টান টান অবস্থায় শিকলের হাতলের প্রান্তের গ্রুভ স্পর্শ করে তীর বসাবে। যদি শিকলের প্রান্ত পাকা স্থান বা অত্যধিক শক্ত মাটিতে পড়ে তবে সে আড়াআড়ি রেখা (+) টেনে শিকলের প্রান্ত বিন্দু চিহ্নিত করবে এবং তীর ঐ বিন্দুর উপর রেখে দিবে।
যদি নকশার জন্য বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় এবং জরিপলিপি তৈরি করতে হয় তবে শিকল এ অবস্থায় রেখে দিবে। এ সময় অফসেট পার্টি অফসেট নিবে এবং জরিপলিপির লেখক অগ্রগামীমুখী হয়ে (সামনের স্টেশনমুখী) অফসেট ও শিকল রেখার মাপজোখ স্পষ্ট করে জরিপ রেখার ডানের অফসেট ডানে এবং বামের অফসেট বামে লেখবে। এরপর অগ্রগামী রেঞ্জিং রড তুলে নিবে এবং শিকলের হাতল ধরে শিকল রেখার কিছুটা বাইর দিয়ে শিকল টেনে সামনের স্টেশনমুখী অগ্রসর হবে এবং অনুগামী নিজ দিকের শিকলের প্রান্তের হাতল ধরে তীর বসানো (চিহ্নিত) বিন্দুর দিকে অগ্রসর হবে। যখন অনুগামী তীর এর কাছাকাছি আসবে তখন উচ্চস্বরে ‘শিকল’ বলে অগ্রগামীকে সতর্ক করবে।
এতে অগ্রগামী বুঝবে যে, প্রায় পুরো শিকল দৈর্ঘ্য অতিক্রমের পথে বিধায় থামতে হবে। অগ্রগামী থেমে পূর্বের ন্যায় অনুগামীর নির্দেশমতো পংক্তিকরণের কাজ শেষ করে যথানিয়মে শিকল টান টান করে শিকলের প্রান্তের গ্রুভে স্পর্শ করে মাটিতে তীর বসাবে (চিহ্নিত করে তীর রেখে দিবে)। পূর্বের মতো প্রয়োজনে অফসেট নেয়ার জন্য শিকল জরিপ রেখায় থাকবে। অফসেট ও তথ্যাদি সংগ্রহের কাজ শেষে অনুগামী শিকলের হাতল ও তীর তুলে হাতে নিবে এবং অগ্রগামী রেঞ্জিং রড তুলে হাতে নিবে ও শিকলের হাতল নিয়ে সামনের দিকে অগ্রসর হবে।

এভাবে পরিমাপ, অফসেট তথ্যাদি সংগ্রহ ও জরিপলিপি তৈরিকরণের কাজ চলবে। দশ শিকল মাপার পর অনুগামীর হাতে দশটি তীর থাকবে এবং অগ্রগামীর হাতে কোনো তীর থাকবে না। মধ্যবর্তী যে-কোনো সংখ্যক শিকল মাপার পর অগ্রগামী ও অনুগামীর হাতের মোট তীর সংখ্যা হবে 10টি। 10 শিকল মাপার পর অগ্রগামী অনুগামীর নিকট হতে পুনরায় 10টি তীর গ্রহণ করবে (লিখিতভাবে)। এ পদ্ধতির অনুসরণে যেমনি তীর হারানোর সম্ভাবনা থাকে না, তেমনি ভুলের হাত হতে রক্ষাও পাওয়া যায় ।
শেষ প্রান্তের অংশের পরিমাপ পূর্ণ শিকল না হওয়াই স্বাভাবিক। এক্ষেত্রে অনুগামী পূর্বের ন্যায় শিকলের হাতল তীর স্পর্শ করে শক্তভাবে ধরবে এবং অগ্রগামী শিকল টেনে স্টেশন পর্যন্ত দূরত্বের অতিরিক্ত অংশ বাইরে ফেলে পরিমিত টানে টান টান করে ধরবে এবং সতর্কতার সাথে কেন্দ্রীয় ফুলি বা ট্যাগ দেখে শিকলের পাঠ নিবে। এ অবস্থায় শিকল রেখে অফসেট ও অন্যান্য তথ্যাদি সংগ্রহ ও জরিপলিপি লিপিবদ্ধ করবে।
শিকল রেখা পংক্তিকরণে অনুগামী অগ্রগামীকে যেসব সংকেত দিয়ে থাকে (অগ্রগামী অনুগামীর দিকে মুখ করে দাঁড়ানো) সেগুলোর ব্যাখ্যা নিম্নে দেয়া হলো :
উপরোক্ত মাপন প্রক্রিয়ায় পালনীয় নীতিসমূহ সংক্ষেপে নিম্নে উদ্ধৃত করা হলো :
་১। নিরীক্ষিত, দোষমুক্ত শিকলে মাপতে হবে।
২। অগ্রগামীকে অনুগামীর নির্দেশমতো কাজ করতে হবে এবং অনুগামী স্টেশন স্পর্শ করে শিকলের হাতল ধরবে।
৩। প্রতি শিকল মাপ নেয়ার পূর্বে শিকল রেখা পংক্তিকরণ করতে হবে।
৪ । শিকলে মাপনকালে পরিমিত টানে শিকল টান টান করে ধরতে হবে।
৫ । যথাযথ স্থানে (শিকলের হাতলের প্রান্তীয় গ্রুভ স্পর্শ করে) তীর বসাতে হবে।
৬। শিকল টানার সময় হাতলে ধরে শিকল রেখার সামান্য বাহির দিয়ে টানতে হবে এবং অনুগামী শিকলের হাতল হাতে নিয়ে অগ্রসর হবে।
৭। প্রান্তীয় অংশে পাঠমান সতর্কতার সাথে কেন্দ্রীয় ট্যাগ দেখে গ্রহণ করতে হবে।
আরও দেখুন: