শিকল জরিপের উদ্দেশ্য ও আওতা – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “শিকল জরিপের মূলনীতি” বিভাগ এর একটি পাঠ । যে জরিপে শিকল বা টেপ দিয়ে শুধুমাত্র রৈখিক পরিমাপ নেয়া হয় এবং এতে কোনো কৌণিক পরিমাপ নেয়া হয় না, সে, জরিপকে শিকল জরিপ বলা হয়। এটি জরিপের একটি সহজ পদ্ধতি ।যুগের তালে তালে এই জরিপ কার্যের গুরুত্ব, প্রয়োজনীয়তা, গুণগত মান এবং ব্যবহার ও প্রয়োগ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে আকাশ চিত্র ও উপগ্রহ চিত্র গবেষণার কাজে বেশী ব্যবহৃত হলেও এতে উপস্থাপিত তথ্যাদি অনেক সময় যাচাইয়ের তাগিদে ভূমি জরিপ প্রয়োজন হয়ে থাকে। সুতরাং এর প্রয়োজনীয়তা থাকবে এবং কখনই কমবে না।
শিকল জরিপের উদ্দেশ্য ও আওতা
নিচের উদ্দেশ্যগুলো সাধনের জন্য শিকল জরিপ করা হয় :
(ক) কোনো এলাকার সীমানা নির্ধারণের জন্য তথ্যাদি সংগ্রহকরণের উদ্দেশ্যে।
(খ) কোনো এলাকার ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্যে।
(গ) কোনো এলাকার নকশা তৈরিকরণের উদ্দেশ্যে।
(ঘ) পূর্ব-জরিপের নির্ধারিত সীমানা পুনঃস্থাপনের উদ্দেশ্যে।
(ঙ) ভূমি বণ্টনের উদ্দেশ্যে।

যে-কোনো এলাকাই শিকলের সাহায্যে মাপা যায় না। ভূমির বন্ধুরতা, নদ, নদী, জঙ্গল ও অন্যান্য প্রাকৃতিক বা কৃত্রিম প্রতিবন্ধকতার কারণে অনেক ক্ষেত্রেই শিকল জরিপ উপযোগী নয়। মোটামুটি সমতল ও খোলামেলা ভূমিতে শিকল জরিপ করা সম্ভব এবং অন্যান্য জরিপ পদ্ধতি অপেক্ষা তুলনামূলকভাবে সহজেই সীমানা নির্ধারণ, ক্ষেত্রফল নির্ণয় ও নকশা প্রণয়ন করা যায়। অধিক প্রতিবন্ধকতাসম্পন্ন এলাকায়, যেমন— শহর এলাকা, ঘনবসতি সম্পন্ন এলাকা ইত্যাদিতে শিকল জরিপ করা কষ্টসাধ্য।
বনজ এলাকায় শিকল জরিপের মাধ্যমে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় অসম্ভব, আবার ঘন ঘন প্রতিবন্ধকতায়ও শিকল জরিপে বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা যায় না। ফলত এসব ক্ষেত্রেও শিকল জরিপ সম্ভব হয় না। তাই সহজেই বলা যায় যে, শুধুমাত্র যে-সব ক্ষেত্রে শিকল জরিপের জন্য নির্বাচিত সারিবদ্ধ ত্রিভুজ কাঠামোর প্রত্যেকটি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর পরিমাপ সরাসরি সরজমিনে শিকল বা টেপের সাহায্যে পরিমাপ করা যায়, ঐ সব ক্ষেত্রেই শিকল জরিপ করা হয় ।
আরও দেখুন: