শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি

শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি” পাঠ এর অংশ।

শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি

 

শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১

 

জরিপ কাজের প্রধান উদ্দেশ্য হল পরিমাপের মাধ্যমে কোন এলাকার মানচিত্র বা নকশা প্রস্তুত করা। জরিপকার্য এবং মানচিত্র অঙ্কন প্রাগৈতিহাসিক যুগ হতে একটি প্রচলিত পদ্ধতি।নিচে শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি ও আনুষঙ্গিক উপকরণের তালিকা দেয়া হলো ঃ

(ক) দূরত্ব পরিমাপের যন্ত্রপাতি (Distance measuring instrument) :

১ । শিকল (Chain)—গান্টার্স শিকল, স্থপতির শিকল, মিটার শিকল, স্টিল ব্যান্ড শিকল ইত্যাদি। 

২ | টেপ (Tape)—নাইলন টেপ, ধাতব টেপ, স্টিল টেপ, ইনভার টেপ ইত্যাদি।

 

(খ) স্টেশন চিহ্নিতকরণে ব্যবহৃত যন্ত্রপাতি (Instrument for marking station) :

১। রেঞ্জিং রড (Ranging rod)

২। রেঞ্জিং পোল (Ranging poles)

৩। অফসেট রড (Offset rods)

৪ । লাথস্ (Laths)

৫। হোয়াইট্স (Whites)

৬। তীর ((Arrow)

৭। কাঠের ছোট খুঁটি (Wooden peg)।

 

শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

(গ) সমকোণ সংস্থাপনের ‘যন্ত্রপাতি (Instruments for setting out right angles) :

১। ক্রস স্টাফ (Cross staff) * ওপেন, ফ্রান্স বা অ্যাডজাস্টেবল ক্রস স্টাফ

২। অপটিক্যাল স্কোয়ার (Optical square)

৩। প্রিজম স্কোয়ার (Prism square )

 

(ঘ) ঢালের কোণ পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতি (Instrument for measuring angle of slope):

১। ক্লিনোমিটার (Clinometer)

২। বক্স সেক্সট্যান্ট (Box sextant)।

 

(ঙ) মাঠে তথ্যাদি লেখার জন্য সরঞ্জাম (Accessories for writing field data) :

১। জরিপলিপি (Field book) ও ২। পেন্সিল (Pencil)।

 

শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি | শিকল জরিপে ব্যবহৃত মুখ্য মন্ত্ৰপাতি | সার্ভেয়িং ১

 

 

(চ) অন্যান্য সরঞ্জাম (Other accessories) :

১। ওলন (Plumb bob

২। চাকু (Knife)

৪ । রশি (Rope)

৩। চক (Chalk)

৫। কুঠার (Axe)

৬। তারকাটা (Wire pin

৮ । ধাতব হাতুড়ি (Metal hammer) ।

৭। কাঠের হাতুড়ি (Mallet)

(* জরিপ কাজের চাহিদা অনুসারে)

 

আরও দেখুন:

Leave a Comment