শিকল জরিপ নকশা অঙ্কন এর ব্যবহারিক পাঠ

শিকল জরিপ নকশা অঙ্কন এর ব্যবহারিক পাঠ দেখবো আজ। এই পাঠটি সার্ভেয়িং ১ এর একটি পাঠ। জরিপতব্য এলাকার প্ল্যান বা ম্যাপ তৈরি করাই শিকল জরিপের প্রধান উদ্দেশ্য। মূলত নকশা হলো জরিপতব্য এলাকার প্রতিনিধিত্বকারী ছোট আকারের অনুভূমিক চিত্র। এ চিত্র আঁকার জন্য স্কেলের ভূমিকাই প্রধান। স্কেল হলো সরজমিনের পরিমাপ ও অঙ্কনে এর পরিমাপ এর অনুপাতজ্ঞাপক। জরিপতব্য এলাকা জরিপ করার পূর্বেই স্কেল নির্ধারণ করে নেয়া হয়। জরিপের নিখুঁততা, জরিপতব্য এলাকার বিস্তৃতি, জরিপের উদ্দেশ্য, ব্যয়ের পরিমাণ, জরিপতব্য এলাকার অবস্থা ইত্যাদি বিষয়ের উপর স্কেল নির্বাচন নির্ভর করে । শিকল জরিপের জরিপলিপির তথ্যাদির উপর ভিত্তি করে নকশা অঙ্কন করা হয়।

শিকল জরিপ নকশা অঙ্কন

 

যন্ত্রপাতি ঃ

২। ড্রয়িং বোর্ড

৪ । সেট স্কয়ার

১। ড্রয়িং টেবিল

৩। টি-স্কয়ার

৫। প্যারালাল রোলার

৭। লম্বা স্কেল

৬। ড্রয়িং যন্ত্রের বক্স (যন্ত্রপাতিসহ )

৮। চাঁদা

৯। বিম কম্পাস

১১। ফ্রেঞ্চ কার্ড

১০। রোটর

১২। স্কেল সেট

১৩ । ড্রয়িং শিট

১৪ । ড্রয়িং পিন

১৬। পেন্সিল

১৫। ওজন

১৭। রবার

১৮। পেন্সিল কাটার ইত্যাদি ।

 

শিকল জরিপ নকশা অঙ্কন | ব্যবহারিক | সার্ভেয়িং ১

কাজের ধারা ঃ

১। ড্রয়িং বোর্ড বা ড্রয়িং টেবিলে ড্রয়িং শিট আটকিয়ে ড্রয়িং শিটের চারপাশে 2.5 সেমি হতে 4 সেমি রেখে বর্ডার লাইন আঁকতে হবে ।

২। এরপর ড্রয়িং শিটে নকশার নাম, অবস্থান, উত্তর রেখা, টাইটেল, স্কেল ইত্যাদি সর্বাধিক উপযোগী অবস্থায় সাজাতে হবে।

৩। জরিপতব্য এলাকায় উত্তর দিক উপরের দিকে রেখে নির্ধারিত স্কেলে প্রধান ত্রিভুজ কাঠামো ট্রেসিং কাগজে আঁকতে হবে।

৪। উত্তর দিক উপরের দিকে রেখে ট্রেসিং কাগজটিকে ড্রয়িং শিটের উপর ঘুরিয়ে মানানসই অবস্থানে আনার পর ট্রেসিং কাগজটি ড্রয়িং শিটের উপর আটকে দিতে হবে এবং পেন্সিলের তীক্ষ্ণ মাথা বা আলপিন দিয়ে ফুটো করে প্রধান প্রধান স্টেশনগুলো চিহ্নিত করে ট্রেসিং কাগজ সরিয়ে যথাযথ স্থানে স্টেশনের নাম ড্রয়িং শিটে চিহ্নিত করতে হবে।

৫। নির্ধারিত স্থানে ভিত্তি রেখা টানতে হবে এবং ত্রিভুজ কাঠামো আঁকতে হবে। মাঠে প্রাপ্ত গ্রন্থি রেখা, যাচাই রেখার সাথে তুলনা করে নিরীক্ষা করতে হবে এবং ত্রুটির পরিমাণ অনুমোদিত সীমার মধ্যে হলে বাহু দৈর্ঘ্যের অনুপাতে লৈখিক পদ্ধতিতে সংশোধন করতে হবে। ত্রুটির পরিমাণ অনুমোদিত সীমার অধিক হলে সরজমিনে তথ্যসংগ্রহ করে সংশোধন করে নিতে হবে।

 

শিকল জরিপ নকশা অঙ্কন | ব্যবহারিক | সার্ভেয়িং ১

 

৬। ত্রিভুজ কাঠামো সংশোধনের পর সেট স্কয়ারের সাহায্যে লম্ব টেনে বা অফসেট স্কয়ারের সাহায্যে প্রত্যেক শিকল রেখার প্রারম্ভ হতে ধারাবাহিকভাবে অফসেট (আলামতসহ) আঁকতে হবে।

৭। অত্যধিক সতর্কতার সাথে নকশা আকার কাজ শেষ করে অবাঞ্ছিত, অযাচিত ও প্রয়োজনীয় দাগ নরম রবার দিয়ে মুছে ফেলতে হবে এবং নকশার উপরের দিক হতে শুধুমাত্র নকশার প্রয়োজনীয় রেখাগুলোতে কালি দিতে হবে। আঁকাবাঁকা রেখাতে কালি দেয়ার জন্য ফ্রেঞ্চ কার্ড ব্যবহার করতে হবে।

৮। প্রধান স্টেশনগুলো 6 মিলিমিটার ব্যাসের বৃত্তে চিহ্নিত করতে হবে।

৯।প্রচলিত নিয়ম অনুসারে নকশার বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন বর্ণের কালি ব্যবহার করতে হবে।

১০। নকশার ডানদিকের কোনায় জরিপের নাম, ক্ষেত্রফল, জরিপকরের নাম ইত্যাদি সম্বলিত নামপত্র এবং নামপত্রের নিচে নকশা অঙ্কনের স্কেল, তা ছাড়া প্রচলিত নিয়মে উপরের বাম কোনায় উত্তর রেখা দেখাতে হবে।

 

প্লেন টেবিল জরিপের উদ্দেশ্য ও আওতা
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

সতর্কতা ঃ

১,। ড্রয়িং শিট ড্রয়িং টেবিলে ঠিকমতো আটকাতে হবে।.২।জরিপতব্য এলাকায় উত্তর দিক উপরের দিকে রাখতে হবে।

৩। তীক্ষ্ণ মাথাযুক্ত পেন্সিল অথবা আলপিন দিয়ে ড্রয়িং শিট ফুটো করে প্রধান প্রধান স্টেশন চিহ্নিত করতে হবে।

8।নির্ধারিত স্থানে ভিত্তি রেখা টানতে হবে ।

৫।সতর্কতার সাথে নকশাক আঁকার কাজ শেষ করতে হবে। 

৬। নিয়ম অনুসারে ভিন্ন ভিন্ন বস্তুর জন্য ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করতে হবে।

 

 

আরও দেখুনঃ

Leave a Comment