Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

শিকল রেখা, ভিত্তি রেখা, গ্রন্থি রেখা, যাচাই রেখা, স্টেশন বিন্দু

শিকল রেখা, ভিত্তি রেখা, গ্রন্থি রেখা, যাচাই রেখা, স্টেশন বিন্দু

শিকল জরিপের মূলনীতি – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “শিকল জরিপের মূলনীতি” বিভাগ এর একটি পাঠ । শিকল রেখা, ভিত্তি রেখা, গ্রন্থি রেখা, যাচাই রেখা, স্টেশন বিন্দু | শিকল জরিপের মূলনীতি | সার্ভেয়িং ১ , শিকল’ রেখা (Chainline) ঃ জরিপকালে যখন যে রেখায় শিকল থাকে অর্থাৎ যে রেখাকে শিকল দিয়ে মাপা হয়, তখন ঐ রেখাকে শিকল’ রেখা বা জরিপ রেখা বলা হয়।

 

শিকল রেখা, ভিত্তি রেখা, গ্রন্থি রেখা, যাচাই রেখা, স্টেশন বিন্দু

ভিত্তি রেখা (Basé line) ঃ সর্বাপেক্ষা বড় প্রধান জরিপ রেখাকে ভিত্তি ‘রেখা বলা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ রেখা। ভিত্তি ‘রেখা ত্রিভুজায়ন জরিপের (Triangulation survey) ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। কিন্তু প্রায়শই এটা শিকল জরিপে ব্যবহৃত হয়। এ রেখাটিই অন্যান্য সব রেখার দিক নির্দেশনা প্রদান করে এবং এটার উপরই সারিবদ্ধ ত্রিভুজ কাঠামো তৈরি করা হয় । এটা জরিপ ক্ষেত্রের লম্বালম্বি দিকে মাঝ বরাবর যথাসম্ভব সমতল ভূমিতে নির্বাচন করা উচিত। এটাকে অনুভূমিকভাবে বিশুদ্ধতার সাথে পরিমাপ করতে হয়। এটার বিশুদ্ধ পরিমাপ পাওয়ার জন্য দু’তিন বার পরিমাপ নেয়া উচিত।

 

 

যেহেতু পুরো জরিপকার্যের বিশুদ্ধতা ভিত্তি’ রেখার বিশুদ্ধ পরিমাপ ও সোজা হওয়ার উপর নির্ভর করে, তাই ভিত্তি ‘রেখার সারল্য (Straightness) সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হয়। যদি জরিপ এলাকা অনুকূলে থাকে, তবে ‘X’-এর ন্যায় দু’টি ভিত্তি ‘রেখা নির্বাচন করা উত্তম। ভিত্তি ‘রেখা জরিপ এলাকার দৈর্ঘ্যের দিকে মাঝ বরাবর নির্বাচন করলে সারিবদ্ধ ত্রিভুজ কাঠামো গঠন সহজ হয় এবং ভ্রান্তির মাত্রা কম হয়। কেননা ভিত্তি ‘রেখা হতে ত্রিভুজের বাহুর দূরত্ব বৃদ্ধির সাথে ভ্রান্তির মাত্রাও বাড়তে পারে। তা ছাড়া একই ভিত্তি ‘রেখার উপর ত্রিভুজ কাঠামো গঠিত হওয়ায় কমসংখ্যক বাহুর মাপ গ্রহণ করতে হয় এবং নকশা অংকনে পরিমাপ নেয়া, অংকন, যাচাই ইত্যাদির জন্য কাজের পরিমাণও কমে যায় (চিত্রঃ ২.১)। এ সকল দিক বিবেচনায় শিকল জরিপে যথাযথ ভিত্তি ‘রেখা নির্বাচন করলে কাজের পরিমাণ কমে যায় ।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

গ্রন্থি রেখা (Tie line) ঃ প্রধান জরিপ রেখার উপর নির্ধারিত গ্রন্থি স্টেশনের (Tie station) সংযোজিত রেখাকে গ্রন্থি রেখা বলা হয় । গ্রন্থি’ রেখা প্রধানত দু’টি কাজ করে থাকে— (১) এটা ত্রিভুজ কাঠামোর বিশুদ্ধতা যাচাইয়ে সহায়তা করে এবং (২) এটা জরিপ এলাকার বিভিন্ন তথ্যাদি (ত্রিভুজের ভিতরের বিভিন্ন বস্তু সংক্রান্ত তথ্যাদি বিশেষ করে যেগুলো প্রধান জরিপ রেখা হতে দূরে) সংগ্রহে সহায়তা করে 

 

যাচাই রেখা (Check line) : যাচাই রেখাকে (Check line) প্রমাণ রেখা (Proof line) বা নিরীক্ষা রেখাও বলা হয়। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর কোন নির্দিষ্ট বিন্দুর সংযোজিত রেখাই যাচাই রেখা নামে পরিচিত। অবশ্য ত্রিভুজের যে-কোনো দুই বাহুর কোনো নির্দিষ্ট বিন্দুদ্বয়ের সংযোজিত রেখাও যাচাই রেখা। জরিপের সময় এ রেখার পরিমাপ নেয়া হয় তবে জরিপ ক্ষেত্রের নক্শা অংকনকালে এ রেখার দরকার হয় না। নকশা তৈরির পর নকশা হতে স্কেল অনুযায়ী এর দৈর্ঘ্য নির্ণয় করে পরিমাপকৃত দৈর্ঘ্যের সাথে যাচাই করে নেয়া হয় । 

 

স্টেশন বিন্দু (Station point) ঃ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিন্দু। শিকল রেখার উভয় প্রান্তে এদের অবস্থান অর্থাৎ এদের সংযোজিত সরল রেখাই শিকল রেখা। স্টেশন বিন্দু দু’ধরনের হতে পারে, যথা- (১) প্রধান স্টেশন বিন্দু (Main station point) ও (২) অপ্রধান বা গ্রন্থি স্টেশন বিন্দু (Subsidary or tic station point oয সারা জরিপ রেখা দিয়ে জরিপ এলাকার সীমানা অংকন করা হয়, ঐ সব রেখাকে প্রধান জরিপ রেখা বলা হয় এবং প্রধান জরিপ রেখার প্রারম্ভ ও সমাপ্তি বিন্দুকে প্রধান স্টেশন বিন্দু (Main station point) বলা হয়।

প্রধান জরিপ রেখা হতে বেশ দূরে কোনো বস্তু বা স্থানের (যেমন— বেড়া, জঙ্গল, বাগান, দালানকোঠা ইত্যাদি) সঠিক নকশা আঁকার সুবিধার্থে প্রধান জরিপ রেখার উপর জুতসই বিন্দু নির্বাচন করে সাহায্যকারী জরিপ রেখা টানা হয়। প্রধান জরিপ রেখার উপর নির্বাচিত বিন্দুকে গ্রন্থি স্টেশন বিন্দু বা অপ্রধান স্টেশন বিন্দু বলা হয় । 

আরও দেখুন:

Exit mobile version