সরজমিনের কাজ – পাঠটি “সার্ভেয়িং ১” জরিপের ধারণা ” বিভাগ এর একটি পাঠ । প্রত্যেক দেশে সরকারী পর্যায়ে ‘জরিপ বিভাগ‘ বলে একটি কার্যালয় থাকে যাদের কাজ হল দেশের সীমারেখা নির্ধারন করা, প্রতিবেশী দেশের সাথে সীমারেখা নিয়ে কোন সমস্যা সৃষ্টি হলে তা
নিরসন করা, দেশের জন্য সময়ে সময়ে ভ‚মি জরিপের মাধ্যমে মৌজা, ভ‚-সংস্থানিক মানচিত্র তৈরী, নতুন তথ্য পুরাতন মানচিত্রে সংযোজন ইত্যাদি পরিচালনা করা।জরিপ কাজের প্রধান উদ্দেশ্য হল পরিমাপের মাধ্যমে কোন এলাকার মানচিত্র বা নকশা প্রস্তুত করা।
সরজমিনের কাজ | জরিপের ধারণা | সার্ভেয়িং ১
জরিপকার্য এবং মানচিত্র অঙ্কন প্রাগৈতিহাসিক যুগ হতে একটি প্রচলিত পদ্ধতি।জরিপকরের (Surveyor) কাজকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে—
১। সরজমিনের কাজ (Field work),
২। দাপ্তরিক কাজ (Office work),
৩। যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয় (Care and adjustment of instruments) |
জরিপের নিমিত্ত তথ্যাদি সংগ্রহ ও সংরক্ষণের জন্য নিয়মতান্ত্রিকভাবে মাঠে যে-সব কাজ করা হয়, এগুলোই সরজমিনের কাজ (Field work)। এগুলোর মধ্যে রয়েছে—
১। সহজভাবে জরিপকার্য পরিচালনার জন্য পর্যবেক্ষণ বা তদন্ত জরিপ (Reconnaissance) করা।
২। কন্ট্রোল স্টেশন ও বেঞ্চমার্ক স্থাপন (এতে অনুভূমিক ও উল্লম্ব কন্ট্রোল নেটওয়ার্কের জন্য স্টেশনগুলো স্থাপন করা)।
৩। প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ (দূরত্ব, কৌণিক পরিমাপ, সমোন্নতির জন্য অনুভূমিক ও উল্লম্ব দূরত্ব ইত্যাদি) করে জরিপের উদ্দেশ্য অনুযায়ী প্রধান কন্ট্রোল নেটওয়ার্ক স্থাপন করা ।
৪। স্টেশন নির্ধারণ, জমির সীমানা চিহ্নিতকরণ এবং বিভিন্ন অবকাঠামো চিহ্নিতকরণে বিস্তারিত পরিমাপ গ্রহণ করা, প্রয়োজনে বিভিন্ন বিন্দুর এলিভেশন নির্ণয় করা ।
৫। পরিমাপগুলো সঠিক নিয়মতান্ত্রিকভাবে লিপিবদ্ধ করা (Recording)।
৬। সূর্য বা ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে মধ্যরেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ ও স্থানীয় সময় ইত্যাদি নির্ণয় করা ।
৭। ইঞ্জিনিয়ারিং প্রকল্পের ক্ষেত্রে লোকেশন’ জরিপে ভূমিতে বিভিন্ন অবকাঠামোর স্থান, রেখা, বিন্দু চিহ্নিত করা।
৮। বিভিন্ন ক্ষেত্রে পরিমাপের সুবিধার্থে সমান্তরাল রেখা, লম্ব ইত্যাদি স্থাপন করা ।
আরও দেখুন: