স্টেশন বিন্দু নির্বাচন – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “শিকল জরিপের কার্যপ্রণালি” বিভাগের একটি পাঠ।
Table of Contents
স্টেশন বিন্দু নির্বাচন
স্টেশন, বিন্দুর সুষ্ঠু নির্বাচনের উপর শিকল জরিপের কাজের গতি, সূক্ষ্মতা ইত্যাদি নির্ভর করে। তাই স্টেশন বিন্দু নির্বাচন প্রক্রিয়ায় নিচের বিষয়গুলোর প্রতি সবিশেষ লক্ষ রাখতে হবে :
(ক) স্টেশনের সংখ্যা :
যথাসম্ভব কম সংখ্যক স্টেশন বিন্দু নির্বাচন করতে হবে। এক্ষেত্রে লক্ষণীয় যে-কোনো বস্তু যেন সাধারণ ও অফসেট সীমার বাইরে পতিত না হয়। প্রয়োজনবোধে স্টেশন বিন্দু জরিপ এলাকার চৌহদ্দির বাইরে নির্বাচন করলেও অসুবিধা নেই।
(খ) গণঅসন্তোষ :
স্টেশন বিন্দু এমন স্থানে নির্বাচন করা যাবে না, যাতে এলাকার জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, =) যেমন— শ্মশান, কবরস্থান, মসজিদের প্রাঙ্গণ ইত্যাদি ।
(গ) সুঠাম ত্রিভুজ :
স্টেশন বিন্দু এমনভাবে নির্বাচন করতে হবে যেন সৃষ্ট ত্রিভুজগুলো সুঠাম ত্রিভুজ হয়।
(ঘ) পরিদৃশ্যতা :
স্টেশন বিন্দু এমনভাবে নির্বাচন করতে হবে যেন স্টেশনগুলো পরস্পর হতে দৃষ্টিগোচর হয়। অন্ততপক্ষে, যে-কোনো স্টেশন হতে তার সামনের স্টেশন ও পিছনের স্টেশন দৃষ্টিগোচর হতে হবে ।
(ঙ) স্থায়িত্ব :
এমন স্থানে স্টেশন বিন্দু ‘নির্বাচন করা যাবে না যে স্থানে স্টেশনের স্থায়িত্বে বিঘ্নতা দেখা দিতে পারে। যেমন- নদীর পাড়ে, গাছের ছায়ায় বা যে স্থানের মাটি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে ইত্যাদি স্থানে স্টেশন বিন্দু ‘নির্বাচন করা অনুচিত।
(চ) ভূমির অবস্থা :
দৃঢ়াবদ্ধ মাটি ও উচ্চ ভূমিতে স্টেশন বিন্দু ‘নির্বাচন করা উচিত । (ছ) প্রতিবন্ধকতা ঃ স্টেশন বিন্দু এমনভাবে নির্বাচন করতে হবে যেন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে না হয়, আর যদি প্রতিবন্ধকতাকে পরিহার করা না যায় তবে যেন প্রতিবন্ধকতার পরিমাণ কম হয় এবং সহজে প্রতিবন্ধকতা অতিক্রম করা যায়।
(জ) ভিত্তি রেখা :
স্টেশন বিন্দুগুলো এমনভাবে নির্বাচন করতে হবে যেন ভিত্তি রেখা (Baseline) মোটামুটি জরিপ এলাকার মধ্য বরাবর গমন করে এবং মোটামুটি সমতল হয়।

(ঝ) গ্রন্থি রেখা :
স্টেশন বিন্দু এমনভাবে নির্বাচন করতে হবে যেন গ্রন্থি ‘রেখা হতে সহজেই বিভিন্ন বস্তুর অবস্থান দেখানো যায় এবং অতিদীর্ঘ অফসেট পরিহার করা যায় ।
(ঞ) সীমানা বা চৌহদ্দি :
স্টেশন বিন্দুগুলোর অবস্থান এমন হবে যেন সৃষ্ট বৃহৎ ত্রিভুজগুলোর বাহু চৌহদ্দির সাথে যতটা সম্ভব সমান্তরালে অবস্থান করে এবং সহজেই খাটো অফসেট নিয়ে সীমান্ত রেখা টানা যায় ।
(ট) যাচাই রেখা :
স্টেশন বিন্দু ‘নির্বাচন এমন হবে যেন প্রতি ত্রিভুজে অন্তত একটি যাচাই রেখা দেয়া যায় । (ঠ) সর্বোপরি জরিপ পরিচালনা নীতির সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ কাজের ধারা আস্ত হতে অংশের দিকে (From whole to parts) হবে, এ নীতির উপর ভিত্তি করে স্টেশন বিন্দু ‘নির্বাচন করতে হবে।
আরও দেখুন: