স্থানীয় আকর্ষণ খুঁজে বের করা এবং মাঠে প্রাপ্ত বিয়ারিং সংশোধনকরণ

স্থানীয় আকর্ষণ খুঁজে বের করা এবং মাঠে প্রাপ্ত বিয়ারিং সংশোধনকরণ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “কম্পাস জরিপ প্রক্রিয়া” বিভাগের একটি পাঠ |

 

স্থানীয় আকর্ষণ খুঁজে বের করা এবং মাঠে প্রাপ্ত বিয়ারিং সংশোধনকরণ

স্থানীয় আকর্ষণ খুঁজে বের করা এবং মাঠে প্রাপ্ত বিয়ারিং সংশোধনকরণ | কম্পাস জরিপ প্রক্রিয়া | সার্ভেয়িং ১

 

সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য 180°। যদি কোনো রেখার বিয়ারিংদ্বয়ের পার্থক্য 180° না হয়, তবে বুঝতে হবে নিচের তিনটি কারণের একটির বা একাধিকের প্রভাব আছে । মূলত কম্পাস জরিপের ভুল ভ্রান্তিগুলিকে তিন শ্রেণিতে ভাগ করা যায় ।

যথা—

 

১। যান্ত্রিক ভ্রান্তি (Instrumental errors )

(ক) চুম্বক শলাকায় বক্রতা।

(খ) আল বেঁকে ভাগচক্র কেন্দ্রে না থাকা। (গ) চুম্বক শলাকার চুম্বকত্ব কমে যাওয়া।

(ঘ) আলের মাথা স্বাভাবিক অবস্থায় না থাকা।

(ঙ) নিমজ্জনের কারণে চুম্বক শলাকা মুক্ত অবস্থায় ঘুরতে না পারা বা সঠিক অনুভূমিক তলে থাকতে না পারা । ।

(চ) দৃষ্টিতল সঠিক উল্লম্ব তলে না থাকা (ছ) ভাগচক্র অনুভূমিক তলে না থাকা।

(জ) দৃষ্টিরেখা ভাগচক্রের কেন্দ্র দিয়ে অতিক্রম না করা ।

(ঝ) দৃষ্টিপাতের উল্লম্ব হেয়ার ঢিলা বা মোটা হওয়া

সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং | বিয়ারিং রূপান্তরকরণ | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

২। ব্যক্তিক ভ্রান্তি (Errors of manipulation and sighting) :

(ক) কম্পাসকে যথার্থভাবে ষ্টেশনে না বসানো।

(খ) কম্পাস বাক্সকে যথার্থ অনুভূমিকভাবে না বসানো ।

(গ) স্টেশনের রেঞ্জিং রড বা অন্য বস্তুকে সঠিকভাবে ছেদ না করা ।

(ঘ) অসতর্কভাবে ভাগচক্রে পাঠ নেয়া ও লিপিবদ্ধ করা ।

 

৩। বাহ্যিক বা প্রাকৃতিক ভ্রান্তি (Errors due to external influences)

(ক) মেঘলা ও ঝড়ের দিনে চৌম্বকীয় পরিবর্তনে।

(খ) চুম্বকীয় ঝড়, ভূমিকম্প, ইত্যাদি প্রাকৃতিক কারণে চুম্বক ক্ষেত্রের পরিবর্তন। বিচারে

(গ) চুম্বকী অনৈক্যের পার্থক্যের কারণে ।

(ঘ) স্থানীয় আকর্ষণের কারণে ।

 

এবার ধরা যাক, AB রেখার সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং যথাক্রমে 70° ও 252° । এক্ষেত্রে পশ্চাৎ পাঠ অনুযায়ী সম্মুখ পাঠ হওয়া উচিত 72°। গড় নিয়মে সম্মুখ পাঠ হওয়া উচিত (70° + 72°) + 2 = 71°। অতএব, পশ্চাৎ পাঠ হওয়া উচিত 71° 180° 251° |

প্রসঙ্গত উল্লেখ্য, কম্পাসের ত্রুটি ও পাঠ গ্রহণের ত্রুটি যদিও দূর করা যায় কিন্তু স্থানীয় আকর্ষণ দূর করা সহজসাধ্য নয় । তাই হিসেবের মাধ্যমে এটা দূর করতে হয়। যদি কোনো কম্পাস ঘেরের কোনো একটি বাহু স্থানীয় আকর্ষণমুক্ত থাকে, তবে সেখান হতেই পর্যায়ক্রমে অন্যান্য বাহুর বিয়ারিংগুলো সংশোধন করতে হবে। যদি কোনো বাহুই স্থানীয় আকর্ষণমুক্ত না থাকে, তবে যে বাহুটিতে সর্বনিম্ন স্থানীয় আকর্ষণ পরিলক্ষিত হয় সে বাহু হতেই সংশোধন আরম্ভ করতে হবে ।

উপরোক্ত ক্ষেত্রে দেখা যায় যে, শুধুমাত্র BC রেখার বিয়ারিংদ্বয়ের পার্থক্য 180°। অতএব B ও C বিন্দু স্থানীয় আকর্ষণমুক্ত। BA রেখার বিয়ারিং 196°00′ ঠিক আছে। অতএব AB রেখার সংশোধিত বিয়ারিং = 196° – 180° অর্থাৎ 16°। আবার CD রেখার বিয়ারিং 70°10′ ঠিক আছে। অতএব DC রেখার সংশাধিত বিয়ারিং = 70°10 +180 অর্থাৎ 250° 10’। এখন বলা যায়, A বিন্দু 16° – 15°30) = + 30′ এবং D বিন্দু ( 250°10 – 250°30) = 20′ স্থানীয় আকর্ষণে প্রভাবিত।

 

স্থানীয় আকর্ষণ খুঁজে বের করা এবং মাঠে প্রাপ্ত বিয়ারিং সংশোধনকরণ | কম্পাস জরিপ প্রক্রিয়া | সার্ভেয়িং ১

ঘেরের অন্তঃস্থ কোণ ও বাহুর বিয়ারিং নির্ণয়করণ :

কোনো ঘের দেয়ার সময় সাধারণত প্রারম্ভিক স্টেশনের প্রারম্ভিক বাহুর পূর্ণবৃত্ত সম্মুখ বিয়ারিং এবং পরবর্তী স্টেশনে পর্যায়ক্রমে সন্নিহিত বাহুদ্বয়ের অন্তঃস্থ বা বহিস্থ কোণের পরিমাপ নেয়া হয়। মিলন বিন্দুতে অর্থাৎ কোনো স্টেশনে দুটি রেখার পূর্ণবৃত্ত বিয়ারিং জানা থাকলে উক্ত বিয়ারিংদ্বয়ের অন্তরফল রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমান। একটি ঘেরে কমপক্ষে একটি বাহুর বিয়ারিং এবং অন্যান্য বাহুর অন্তর্ভুক্ত কোণ (বা বহিস্থ কোণ বা প্রতিসরণ কোণ) জানা থাকলে ঘেরের বিভিন্ন বাহুর বিয়ারিং হিসেব করে নির্ণয় করা যায়। নিম্নে ঘেরের বিভিন্ন বাহুর বিয়ারিং হিসেব করে নির্ণয় করার নিয়ম দেয়া হলো ।

 

(১) ঘেরটি যদি বামাবর্তে হয় :

ধরে নিই, AB বাহু সম্মুখ বিয়ারিং P এবং AB ও BC বাহুর অন্তঃস্থ কোণ a। তাহলে BC বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে P+a ° 180° অর্থাৎ বামাবর্তের ঘেরের ক্ষেত্রে কোনো বাহুর জ্ঞাত সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং এর সাথে উক্ত বাহু ও তৎপরবর্তী বাহুর অন্তঃস্থ কোণের সমষ্টির সাথে ° 180° করলে পরবর্তী বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং পাওয়া যায় । 

 

(২) ঘেরটি যদি ডানাবর্তে হয় :

ধরে নিইঃ AB রেখার সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং P এবং AB ও BC বাহুর অন্তঃস্থ কোণ a। তাহলে BC বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হবে P−a ° 180° অর্থাৎ ডানাবর্তের ঘেরের ক্ষেত্রে কোনো বাহুর জ্ঞাত সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং হতে উক্ত বাহু (AB) ও তৎপরবর্তী বাহুর (BC) অন্তঃস্থকোণের অন্তরফলের সাথে °180° করলে পরবর্তী বাহুর (BC) সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং পাওয়া যাবে।

 

এখানে উল্লেখ্য—

* বামাবর্তের ক্ষেত্রে (P+a) এবং ডানাবর্তের ক্ষেত্রে (P−a) এর মান 180° এর বেশি হলে ° 180° এর স্থলে –180° এবং 180° এর কম হলে + 180° নিতে হবে। * উক্ত হিসাবে কোন রেখার সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং 360° এর অধিক হলে 360° বিয়োগ করলে উক্ত রেখার সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং পাওয়া যাবে।

* যদি অন্তঃস্থ কোণের পরিবর্তে বহিস্থ কোণ দেয়া থাকে তবে বামাবর্তের ঘেরের জন্য ডানাবর্তের নিয়ম (অর্থাৎ Pa ° 180°) এবং ডানাবর্তের ঘেরের জন্য বামাবর্তের নিয়ম (অর্থাৎ P + a ° 180°) প্রয়োগ করলে ঈন্সিত বাহুর সম্মুখ পূর্ণবৃত্ত বিয়ারিং পাওয়া যাবে ।

 

আরও দেখুনঃ

Leave a Comment