Site icon Architecture Gurukul [ আর্কিটেকচার গুরুকুল ] GOLN

হারানো সীমানা পুনরুদ্ধার প্রক্রিয়া

হারানো সীমানা পুনরুদ্ধার প্রক্রিয়া

হারানো সীমানা পুনরুদ্ধার প্রক্রিয়া – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “কিস্তোয়ার জরিপের প্রাথমিক ধারণা এর ব্যবহারিক” পাঠ এর অংশ।

হারানো সীমানা পুনরুদ্ধার প্রক্রিয়া

যদি কোনো এলাকায় বা মৌজায় কোনো স্টেশন খুঁজে পাওয়া না যায় (একাধিক স্টেশনও খুঁজে না পাওয়া যেতে পারে), এরূপ অবস্থায় নিম্নোক্ত পদ্ধতিগুলোর যে-কোনো একটি অনুসরণ করে হারানো বা বিলুপ্ত স্টেশন পুনরুদ্ধার করা যেতে পারে ।

(ক) হারানো স্টেশন এলাকার বা মৌজার পি-70 শিট বা থাকা বা নকশা সংগ্রহ করতে হবে। জ্ঞাত স্টেশনে প্লেন টেবিল বসিয়ে এর উপর উক্ত সংগৃহীত নকশা আটকিয়ে টেবিল এদিক সেদিক ঘুরিয়ে অন্যান্য জ্ঞাত স্টেশনের সাথে সমন্বয় করে টেবিলের গোড়াপত্তন বা পুনঃস্থাপনের কাজ শেষ করতে হবে। টেবিলকে এ অবস্থায় ভালোভাবে আটকে রেখে টেবিল স্টেশন ও হারানো স্টেশন সংযোগকারী নকশার রেখা বরাবর সাইট ভ্যানে রেঞ্জ করে রেঞ্জ বরাবর সরজমিনে টেবিল স্টেশন হতে হারানো স্টেশনের প্রকৃত দূরত্ব (নকশার স্কেল অনুযায়ী) মাপলে হারানো স্টেশন পাওয়া যাবে।

 

 

(খ) হারানো স্টেশনের দুই দিকে দুটি স্টেশন জ্ঞাত থাকলে জ্ঞাত স্টেশনদ্বয়ে প্লেন টেবিল বসিয়ে টেবিলের উপর হারানো স্টেশন এলাকার থাকা বা নকশা আটকিয়ে (ক) বর্ণিত নিয়মে পুনঃস্থাপন বা গোড়াপত্তনের কাজ শেষ করে টেবিল আটকে দিয়ে উভয় টেবিল হতে নকশার হারানো স্টেশনমুখী রেখা বরাবর সাইট ভেনে রেঞ্জ করলে রেঞ্জ রশ্মিদ্বয়ের ছেদ বিন্দুই হারালো স্টেশন।

 

 

(গ) যদি নকশায় প্রদর্শিত তিনটি স্থায়ী বস্তু হতে হারানো স্টেশনের দূরত্ব জানা থাকে এবং সরজমিনে বস্তু তিনটির উপস্থিতি প্রকৃত অবস্থায় বিদ্যমান থাকে, তবে বস্তু তিনটি হতে সরাসরি মাপ নিয়ে হারানো স্টেশন চিহ্নিত করা যায়।  হারানো স্টেশন চিহ্নিত করার পর সরজমিনে স্টেশনগুলোর সংযোগকারী রেখা হতে নকশা অনুযায়ী সীমানার অফসেটের মাপ নিয়ে হারানো সীমানাও পুনরুদ্ধার করা যায়।

 

আমাদের গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুনঃ

Exit mobile version