আজকে আমরা ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD ) এ 3D অবজেক্ট এডিট করা সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর দ্বিতীয় পত্রের ব্যবহারিক অংশের অন্তর্গত।
Table of Contents
ব্যবহারিকঃ অটোক্যাডে (Auto CAD ) এ 3D অবজেক্ট এডিট করা
ইউনিয়ন (Union) দ্বারা দুটি ইন্টারলকেড (Interlocked) 3D অবজেক্টকে ওভারলেপিং (Overlaping) অংশ কেটে একটিতে রুপান্তর করা
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
কম্পিউটার ও Auto CAD Software |
অঙ্কনপ্রণালিঃ
ইউনিয়ন (Union) কমান্ড দ্বারা 3D অবজেক্ট এডিটের জন্য
- প্রথমে দুই বা ততোধিক 3D অবজেক্ট পরস্পর ইন্টারনকভ বা একে অপরের মধ্যে ঢুকে থাকবে এভাবে এঁকে নিতে হবে।
- চিত্রে পরস্পর একে অপরের মধ্যে ঢুকানো বা Overlapping অবস্থায় দুটি আয়তাকার 3D টা রয়েছে। এদের ইউনিয়ন করাতে হবে।
- কমাড বারে Uel লিখে এন্টার বা সলিড এডিটিং টুলবারের মত আইকন এ ক্লিক করতে হবে।
- Select object: অবজেক্টসমূহকে সিলেক্ট করে এন্টার করতে হবে। অবজেক্ট দুটির Overlapping অংশ কেটে একটিতে রূপান্তর হয়ে যাবে।
- একটিতে Overlapping করা 3D অবজেক্ট সিলেক্ট করলেও একটি বয়ে যাবে।
ইন্টারলেক (Intersect) দ্বারা দুটি ইন্টারলকেড (Interlocked) 3D অবজেক্টকে ওভারলেপিং (Overlaping) অংশ রেখে বাকী অংশ ছাঁটাই করা।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
কম্পিউটার ও Auto CAD Software |
অঙ্কনপ্রণালিঃ
ইন্টারসেট (Interset) কমান্ড দ্বারা 3D অবজেক্ট এডিটের জন্য
- প্রথমে দুই বা ততোধিক 3D অবজেক্ট পরস্পর ইন্টারনকভ বা একে অপরের মধ্যে ঢুকে থাকবে এভাবে এঁকে নিতে হবে।
- চিত্রে পরস্পর একে অপরের মধ্যে ঢুকানো বা Overlapping অবস্থায় দুটি আয়তাকার 3D টা রয়েছে। এদের ইন্টারসেট করাতে হবে।
- কমাড বারে in লিখে এন্টার বা সলিড এডিটিং টুলবারের মত আইকন এ ক্লিক করতে হবে।
- Select object: অবজেক্টসমূহকে সিলেক্ট করে এন্টার করতে হবে। অবজেক্ট দুটির Overlapping অংশ কেটে বাকী অংশ ছাটাই হয়ে যাবে।
- একাধিক Overlapping করা 3D অবজেক্ট সিলেক্ট করলেও ঠিক কতটুকু অংশ Overlapping থাকবে ততটুকু ছাড়া বাকী অংশ ছাটাই হয়ে যাবে।
ইন্টারসেক্ট (Intersect) দ্বারা দুটি ইন্টারলকেড (Interlocked) 3D অবজেক্টকে ওভারলেপিং (Overlaping) অংশ রেখে বাকী অংশ ছাঁটাই করা।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
কম্পিউটার ও Auto CAD Software |
অঙ্কনপ্রণালিঃ
ইন্টারসেক্ট (Intersect)কমান্ড দ্বারা 3D অবজেক্ট এডিটের জন্য
- প্রথমে দুই বা ততোধিক 3D অবজেক্ট পরস্পর ইন্টারনকভ বা একে অপরের মধ্যে ঢুকে থাকবে এভাবে এঁকে নিতে হবে।
- চিত্রে পরস্পর একে অপরের মধ্যে ঢুকানো বা Overlapping অবস্থায় দুটি আয়তাকার 3D টা রয়েছে। এদের ইন্টারসেক্ট করাতে হবে।
- কমাড বারে in লিখে এন্টার বা সলিড এডিটিং টুলবারের মত আইকন এ ক্লিক করতে হবে।
- Select object: অবজেক্টসমূহকে সিলেক্ট করে এন্টার করতে হবে। অবজেক্ট দুটির Overlapping অংশ কেটে বাকী অংশ ছাটাই হয়ে যাবে।
- একাধিক Overlapping করা 3D অবজেক্ট সিলেক্ট করলেও ঠিক কতটুকু অংশ Overlapping থাকবে ততটুকু ছাড়া বাকী অংশ ছাটাই হয়ে যাবে।
সাবট্রাক্ট (Subtract) দ্বারা দুটি ইন্টারলকেড (Interlocked) 3D অবজেক্টকে ওভারলেপিং (Overlaping) অংশ রেখে বাকী অংশ ছাঁটাই করা।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
কম্পিউটার ও Auto CAD Software |
অঙ্কনপ্রণালিঃ
সাবট্রাক্ট (Subtract)কমান্ড দ্বারা 3D অবজেক্ট এডিটের জন্য
- প্রথমে দুইটি 3D অবজেক্ট পরস্পর ইন্টারনকড একে অপরের মধ্যে ঢুকে থাকবে এভাবে একে নিতে হবে ।
চিত্রে একটি আয়তাকার 3D অবজেক্ট এর মধ্যে একটি পাইপ ও একটি বক্স আকৃতির অবজেক্ট ঢুকানো বা Overlapping অবস্থায় রয়েছে। এদের ইউনিয়ন করাতে হবে।
- কমাড বারে a1 লিখে এন্টার বা সলিড এডিটিং টুলবারের মত আইকন এ ক্লিক করতে হবে।
- Select objects: বেই অবজেক্ট থেকে Overlapping অংশ কাটতে বা ছাটাই করতে হবে সেই অবজেক্টটি সিলেক্ট করে এন্টার করতে হবে।
- Select objects: যে Overlappingঅংশ কাটতে বা ছাটাই করতে হবে সেই অবজেক্টটি যেমন বৃত্তাকার অবজেক্টটি সিলেক্ট করেএন্টার করতে হবে।
- একই ভাবে স্বল্প অবজেক্টটিকে কাটার পর চিত্রের মত দেখাবে।
রিভলভ (Revolve) দ্বারা অসম বৃত্তাকার (Irregainer Round surpo) 3D অবজেক্ট অঙ্কন করা।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল
কম্পিউটার ও Auto CAD Software |
অঙ্কনপ্রণালিঃ
রিভলভ (Revolve)কমান্ড দ্বারা 3D অবজেক্ট অঙ্কনের জন্য
- প্রথমে স্ক্রিনের ভিউ পোর্টের একটি পোর্টে ফ্রন্ট ভিউ সেট করে নিতে হবে। এবার যে অসম বৃত্তাকার অবজেক্টটি আঁকতে হবে তার অর্ধেক ফ্রন্ট এলিভেশন পলিলাইন দিয়ে আঁকতে হবে।
- প্রাথমিক অবস্থায় পলিলাইন দিয়ে সঠিক বা মাপমত অবজেক্ট তৈরী করতে না পারলে লাইন দিয়ে একে পলিলাইনে রূপান্তর করে নিতে হবে।
- পলিলাইনে রূপান্তর করার জন্য bo মা বাউন্ডারি কমান্ড নিয়ে কিংবা পলিলাইন এডিট (pe) দিয়েও করা যায়।
- কমাড বারে is লিখে এন্টার বা সলিড এডিটিং টুলবারের মত আইকন এ ক্লিক করতে হবে।
- Select objects: যেই অবজেক্ট Reralva করতে হবে সেই অবজেক্টটি সিলেক্ট করে এন্টার করতে হবে।
- Specify start point for axis of revolu tion or define axis by [Objects/X (axia)/ (ania)]: যে অক্ষ বরাবর ঘিরে বৃত্তাকার অবজেক্ট তৈরি হবে সেই লক্ষের জানা বিন্দুতে ক্লিক। এখানে ফ্রন্ট ভিউর সুচালো বিন্দুতে ক্লিক করা হয়েছে ।
- Specify endpoint of axis: অক্ষের নিচে বা সুচালো বিন্দু বরাবর নিচের বিন্দুতে ক্লিক করতে হবে।
উল্লেখ্য যে, অক্ষ রেখা বরাবর বাম দিকে বাইরে অনলে এর কোন অংশ কো হয়ে থাকলে অবজেক্টটি Revolve হবে না।
- Specify angle of revolution 360 ডিগ্রি কোণ ঘুরে অবজেক্টটি তৈরি হবে সেই মান লিখে এন্টার (জি-৪.৪.২ ডে 360° কোণে Revolve করা হয়েছে)। ( উপরের দিকে হেলানো )
আরও দেখুনঃ