শিকল জরিপের মূলনীতি

শিকল জরিপের মূলনীতি – পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “শিকল জরিপের মূলনীতি” বিভাগ এর একটি পাঠ । নিচে শিকল জরিপের মূলনীতি উদ্ধৃত করা হলো : শিকলের সাহায্যে কোণ পরিমাপ করা যায় না। তাই এক্ষেত্রে ঘের দেয়াও সম্ভব নয়। আর জ্যামিতিক ক্ষেত্রগুলোর মধ্যে একমাত্র ত্রিভুজেই শুধুমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আঁকা যায় এবং ক্ষেত্রফল নির্ণয় করা যায়। যেহেতু শিকলের সাহায্যে শুধুমাত্র দৈর্ঘ্যের পরিমাপ নেয়া যায়, তাই শিকল জরিপের জন্য পুরো জরিপ এলাকাকে সারিবদ্ধ ত্রিভুজ কাঠামোতে রূপ দেয়া হয়।

 

শিকল জরিপের মূলনীতি | সার্ভেয়িং ১

শিকল জরিপের মূলনীতি

অর্থাৎ শিকল জরিপের মূলনীতি হলো ত্রিভুজায়ন (Triangulation)। ত্রিভুজ অংকনের ক্ষেত্রে যদি বৃত্তচাপদ্বয় প্রায় 90° কোণে ছেদ করে, তবে অংকনে ভ্রান্তির সম্ভাবনা কম থাকে। তাই ত্রিভুজায়নের সময় লক্ষ রাখতে হবে যেন ত্রিভুজগুলো সুঠাম (সমবাহু বা প্রায় সমবাহু) ত্রিভুজ হয়। এতে ত্রিভুজের তিন বাহুর মানেই ভ্রান্তির কম থাকবে।

 

শিকল জরিপের মূলনীতি | সার্ভেয়িং ১

 

শিকল জরিপ পরিচালনার নীতি ঃ

নিম্নে শিকল জরিপ পরিচালনার নীতি উদ্ধৃত করা হলো :

১। শিকল জরিপের কাজ আস্ত হতে অংশের দিকে করতে হবে। কখনও অংশ হতে আস্তের দিকে করা উচিত নয় (From whole to parts, not from parts to whole)। ভুলের মাত্রা কমানোর জন্য এ নীতি ‘অনুসরণ করা হয়। যদি বৃহৎ ত্রিভুজ পরিমাপের ক্ষেত্রে সামান্য ভুলও হয়, তা ছোট ত্রিভুজে রূপান্তরের পর পরিমাপকালে ভুলের মাত্রা শূন্যতে বা প্রায় শূন্যতে পৌছায়। এ নিয়ম অনুসরণের ফলে বড় ভুলের মাত্রা কমে যায়, ছোটগুলো নিয়ন্ত্রণ ও আঞ্চলিকীকরণ করা যায়। তাই শিকল জরিপকালে কতিপয় নিয়ন্ত্রণ বিন্দু বা বাধ্যতামূলক বিন্দু (Control or obligatory points) স্থির করে নিতে হয়।

 

শিকল জরিপের মূলনীতি | সার্ভেয়িং ১
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

২। কাজের পরিশুদ্ধতা যাচাইয়ের জন্য গ্রন্থি রেখা (Tie line), যাচাই রেখা (Check line) বা প্রমাণ রেখা (Proof line) অবশ্যই পরিমাপ করতে হয়।

৩। প্রধান প্রধান রেখাগুলোর পরিমাপ ও বিশেষ গুরুত্বপূর্ণ বিন্দুগুলোর অবস্থান কমপক্ষে দু’টি নিরপেক্ষ পরিমাপ পদ্ধতিতে জানতে হবে । (এক্ষেত্রে নিরপেক্ষ পরিমাপ পদ্ধতির জন্য মিটার শিকল ও স্থপতি শিকল ব্যবহার করা যেতে পারে।) 

৪। সরজমিনে প্রাপ্ত তথ্যাদি সতর্কতার সাথে নিখুঁত, স্পষ্ট ও যথাযথভাবে জরিপলিপিতে রেকর্ড করতে হবে।

 

আরও দেখুন:

Leave a Comment