জরিপ রেখা পঙক্তিকরণ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” বিষয়ের “শিকল জরিপের কার্যপ্রণালি” বিভাগের একটি পাঠ।
জরিপ রেখা পঙক্তিকরণ
যখন যে জরিপ রেখার দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তখন ঐ জরিপ রেখাকে শিকল রেখা বলা হয়। পরিমাপকালে শিকল রেখা পঙক্তিবদ্ধ বা সোজা হওয়া আবশ্যক। যখন জরিপ রেখা খাটো এবং প্রান্তদ্বয় পরস্পর হতে দৃষ্টিগোচর হয় তখন এটা সোজাভাবে পরিমাপ করা সহজ হয়।
জরিপ রেখা দীর্ঘ বা অন্য কোনো কারণে প্রান্ত স্টেশনদ্বয় পরস্পর হতে ভালোভাবে দৃষ্টিগোচর হয় না তখন মধ্যবর্তী স্থানে রেঞ্জিং রড বসিয়ে জরিপ রেখা সোজা করে নিতে হয়। যেমন উপত্যকার ক্ষেত্রে প্রায়শই প্রান্তীয় স্টেশন পরস্প হতে দৃষ্টিগোচর হয় না। তখন সোজাসুজি পরিমাপ গ্রহণের জন্যে মধ্যবর্তী স্থানে বিভিন্ন বিন্দুতে রেঞ্জিং রড পুঁতে সোজা করে নিতে হয়। সোজাসুজি পরিমাপ গ্রহণের জন্যে প্রান্তীয় স্টেশনের মধ্যবর্তী স্থানে বিভিন্ন বিন্দু নির্বাচন করে সব বিন্দুকে একই সরল রেখায় আনয়ন করার প্রক্রিয়াকে পঙক্তিকরণ (Ranging) বলা হয়। খালি চোখে নিশানা করে অথবা যন্ত্রপাতি ব্যবহার করে এ কাজ করা = যায়। দু’পদ্ধতিতে এ কাজ করা যেতে পারে– (ক) প্রত্যক্ষ পঙক্তিকরণ (Direct ranging) ও (খ) পরোক্ষ পঙক্তিকরণ (Indirect ranging) বা বিনিময়ক্রম পঙক্তিকরণ (Reciprocal ranging)।
প্রত্যক্ষ পঙক্তিকরণ (Direct ranging) :
পূর্বেই বলা হয়েছে যে, সমতল ভূমিতে প্রান্তীয় স্টেশনদ্বয় পরস্পর হতে পরিদৃশ্য হয় এরূপ শিকল রেখার পঙক্তিকরণে প্রত্যক্ষ পদ্ধতি অনুসরণ করা হয়। এরূপক্ষেত্রে জরিপকর উভয় স্টেশনে রেঞ্জিং রড উল্লম্বভাবে পুঁতে দেন এবং উভয় (প্রারম্ভ ও শেষ স্টেশনের) রেঞ্জিং রড দেখে একই দৃষ্টি রেখার উপর সহকারীর মাধ্যমে তার নির্দেশমতো (অর্থাৎ শিকল রেখার মধ্যবর্তী নির্বাচিত বিন্দুগুলোতে ডানে/বামে সরিয়ে একই সরল রেখায়) রেঞ্জিং রড পোঁতার ব্যবস্থা করেন। নিচে (চিত্র ঃ ৫.২) AB শিকল রেখা এবং p ও Q রেঞ্জিং রডদ্বয়কে একই দৃষ্টি রেখায় A B সরল রেখার উপর পোঁতা হয়েছে ।
সাধারণত জরিপকর তার হাতের ইশারায় রেঞ্জিং রড ডানে বা বামে নেয়ার সঙ্কেত প্রদান করে থাকেন। জরিপকর ডান হাত ধীরে ধীরে ডানদিকে এবং বাম হাত ধীরে ধীরে বামদিকে নাড়লে রেঞ্জিং রড যথাক্রমে (জরিপকরের) ডান ও বামদিকে ধীরে ধীরে সরাতে হয়, ডান হাত খাড়া করে ডানদিকে এবং বাম হাত খাড়া করে বামদিকে নাড়লে বুঝা যায় রেঞ্জিং রডের অগ্রভাগ যথাক্রমে (জরিপকরের) ডান ও বামে সরিয়ে খাড়া করতে হবে। উভয় হাত মাথার উপর স্থাপন করলে বুঝতে হবে, রডের অবস্থান ঠিক আছে এবং উভয় হাত সামনের দিকে তুলে হঠাৎ নামালে বুঝতে হবে বর্তমান স্থানে বর্তমান অবস্থায় রড পোঁতা যায়। লাইন রেঞ্জারের সাহায্যেও প্রত্যক্ষ পঙক্তিকরণ করা যায়। (পরোক্ষ পঙক্তিকরণ প্রক্রিয়া ৫.৬নং অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে।)

আরও দেখুন: