কম্পাস জরিপের উদ্দেশ্য ও আওতা

কম্পাস জরিপের উদ্দেশ্য ও আওতা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা” পাঠ এর অংশ।

কম্পাস জরিপের উদ্দেশ্য ও আওতা | কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা | সার্ভেয়িং ১

কম্পাস জরিপের উদ্দেশ্য ও আওতা

যে জরিপে প্রধান যন্ত্র হিসেবে কম্পাস ব্যবহৃত হয়, সে জুরিপকে কম্পাস জরিপ বলা হয়। কম্পাস একটি কৌণিক যন্ত্র বিধায়,এ জরিপ কৌণিক জরিপ পদ্ধতির আওতাভুক্ত। অন্যান্য জরিপের মতো নক্শা প্রণয়নের উদ্দেশ্যেই এ জরিপ করা হয়।

কোনো জরিপ রেখার নক্শায় উদ্ধৃতির জন্য এটার দিক ও দৈর্ঘ্য জানা আবশ্যক। কম্পাস জরিপে জরিপ রেখাগুলোর বিয়ারিং (Bearing) মেপে এদের অবস্থান নির্ধারণ করা যায়। ফলে ঘের দেয়া সহজতর হয়। সাধারণত সামরিক জরিপ ও তদন্ত জরিপের উদ্দেশ্যে এ জরিপ করা হয়ে থাকে। এতদভিন্ন প্রাথমিক জরিপ, সড়কপথ, রেলপথ, পয়ঃপ্রণালি, সেচ খাল ও পানি সরবরাহ লাইন স্থাপনের উদ্দেশ্যে এ জরিপ করা হয়। বনে কোনো অবস্থান চিহ্নিতকরণের উদ্দেশেও এ জরিপ করা হয়ে থাকে।

 

কম্পাস জরিপের উদ্দেশ্য ও আওতা | কম্পাস জরিপে ব্যবহৃত প্রাথমিক পরিভাষা | সার্ভেয়িং ১

 

কম্পাস একটি কোণ মাপক যন্ত্র হলেও কোণ পরিমাপক যন্ত্র হিসাবে এটার সূক্ষ্মতার মাত্রা থিওডোলাইটের তুলনায় কম এবং স্থানীয় আকর্ষণ ইত্যাদি একে আক্রান্ত করে। তাই এটা সাধারণ জরিপের ক্ষেত্রে, যেমন— প্রাথমিক জরিপ, ছোটখাটো ঘের, শব্দ শুনে দিক নির্দেশনা ইত্যাদি এবং যে-সব স্থানে ত্রিভুজায়ন জরিপ সম্ভব হয়ে উঠে না, স্বল্প সময়ে কম ব্যয়ে জরিপ করতে হয়, ঐসব ক্ষেত্র কম্পাস জরিপের আওতায় করা যেতে পারে । লোহার খনি এলাকা এবং চুম্বক আকর্ষিত পাথুরে এলাকা কম্পাস জরিপের আওতায় আনা যায় না ।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

মানুষ প্রথম বড় কাঠামো তৈরি করার পর থেকে জরিপ করা হয়েছে। প্রাচীন মিশরে, নীল নদের বার্ষিক বন্যার পরে সীমানা পুনঃপ্রতিষ্ঠা করতে একটি দড়ি স্ট্রেচার সরল জ্যামিতি ব্যবহার করত। গিজার গ্রেট পিরামিডের প্রায় নিখুঁত বর্গক্ষেত্র এবং উত্তর-দক্ষিণ অভিযোজন, গ. 2700 খ্রিস্টপূর্বাব্দ, মিশরীয়দের জরিপ করার আদেশ নিশ্চিত করে। গ্রোমা যন্ত্রের উৎপত্তি মেসোপটেমিয়ায় (খ্রিস্টপূর্ব ১ম সহস্রাব্দের প্রথম দিকে)।

 

আরও দেখুনঃ

Leave a Comment