প্লেন টেবিল জরিপের সুবিধা ও অসুবিধাসমূহ

প্লেন টেবিল জরিপের সুবিধা ও অসুবিধাসমূহ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সার্ভেয়িং ১” এর “প্লেন টেবিল জরিপের মৌলিক ধারণা” পাঠ এর অংশ।

প্লেন টেবিল জরিপের সুবিধা ও অসুবিধাসমূহ

জরিপ বা ভূমি জরিপ হল স্থলজগতের দ্বি-মাত্রিক বা ত্রি-মাত্রিক বিন্দুর অবস্থান এবং তাদের মধ্যকার দূরত্ব ও কোণ নির্ধারণের কৌশল, পেশা, শিল্প এবং বিজ্ঞান। একজন ভূমি জরিপকারী পেশাদারকে ভূমি জরিপকারী বলা হয়।

 

প্লেন টেবিল জরিপের সুবিধাসমূহ ঃ

(ক) যেহেতু প্লেন টেবিল জরিপের নক্শা সরজমিনেই করা হয়, তাই এতে কোনো তথ্য বাদ পড়ার সম্ভাবনা থাকে না ।

(খ) জরিপকর মাঠে সরাসরি নক্শায় অঙ্কিত তথ্যাদি যাচাই করে নিতে পারে ।

(গ) যেহেতু জরিপতব্য এলাকা জরিপকরের দৃষ্টির সামনেই থাকে, তাই সহজেই বস্তুর সঠিক অবস্থান (নিয়মিত/অনিয়মিত নক্শায় সন্নিবেশ করা যায় ।

(ঘ) এতে সরাসরি পরিমাপ গ্রহণের দরকার পড়ে না। (ঙ) এতে জরিপলিপি লেখার দরকার পড়ে না, তাই ভ্রান্তির পরিমাণ হ্রাস পায় ।

(চ) চুম্বক আকৰ্ষিত এলাকার জন্য এটা বেশ উপযোগী।

(ছ) থিওডোলাইট ও অন্যান্য জরিপ অপেক্ষা এটা বেশ সহজ-সরল।

(জ) এতে খরচের পরিমাণও কম ।

(ঝ) ছোট স্কেলের নকশার জন্য এটা বিশেষ উপযোগী । (ঞ) এটার নক্শা প্রণয়নে দাপ্তরিক কাজের দরকার পড়ে না, তাই সময়ও কম লাগে ।

(ট) এ জরিপের জন্য অত্যধিক দক্ষ জরিপকরের দরকার পড়ে না ।

(ঠ) এ জরিপে ব্যবহৃত যন্ত্রপাতির জটিলতা কম এবং সমন্বয়নেও অধিক সময়ের দরকার হয় না।সরাসরি পরিমাপ গ্রহণ করতে হয় না, বিধায় বন্ধুর ও পার্বত্য এলাকায় সহজে এ জরিপ করা যায়।

 

প্লেন টেবিল জরিপের সুবিধা ও অসুবিধাসমূহ

 

প্লেন টেবিল জরিপের অসুবিধাসমূহ :

(ক) বর্ষার সময়, কুয়াশায়, বৃষ্টিপাত ও আর্দ্র আবহাওয়ায় এ জরিপ কাজ করা যায় না।

(খ) যেহেতু পরিমাপের কোনো জরিপ বই থাকে না, ফলে পুনঃনক্‌শা প্রণয়ন, নক্শার সংকোচন বা পরিবর্ধন করা কষ্টসাধ্য।

(গ) এ জরিপে নিখুঁত ফলাফল পাওয়া যায় না।

(ঘ) প্রতিবন্ধকতাপূর্ণ এলাকায় জরিপ করা কষ্টকর। (ঙ) এ জরিপের সব কাজ মাঠে সমাধা করতে হয়, বিধায় হওয়ার সম্ভাবনা থাকে।

(চ) এতে যন্ত্রপাতি স্থানান্তর ও বহনে ঝামেলায় পড়তে হয়। রোদে কষ্টকর অবস্থায় পড়তে হয় এবং চোখ

(ছ) অনেকগুলো ছোটোখাটো যন্ত্রপাতি ব্যবহার করতে হয় বিধায়, এগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। (জ) সীমিত আকারের ড্রয়িং শিট ব্যবহার করে জরিপ করতে হয়, বিধায় নতুন শিট সংযোগ করা ঝামেলাপূর্ণ ।

 

প্লেন টেবিল জরিপের সুবিধা ও অসুবিধাসমূহ

 

১৭.১০.১ প্লেন টেবিল জরিপে ভুলভ্রান্তি (Erros in plane table survey) : :

নিচে প্লেন টেবিল জরিপে ভুলভ্রান্তির তালিকা দেয়া হলো

(ক) প্লেন টেবিলের বোর্ড অনুভূমিক না হওয়া।

(খ) টেবিল সঠিকভাবে সেন্টারিং না করা।

(গ) টেবিলের গোড়াপত্তন সঠিকভাবে না করা । (উপরোক্ত ভুলভ্রান্তি হতে রক্ষা পাওয়ার জন্য কাজের মাঝে মাঝে টেবিলের সংস্থাপন ঠিক আছে কি না নিরীক্ষা করে নেয়া উচিত)

(ঘ) টেবিল তেপায়ার সাথে ভালোভাবে না আটকানো। টেবিল ভালোভাবে না আটকালে কাজের মাঝে বোর্ড ঘুরে যেতে পারে।

(ঙ) ভালোভাবে নিশানা না করা।

(চ) স্টেশনে এলিডেড সঠিকভাবে কেন্দ্র বরাবর স্থাপন না করা।

(ছ) রশ্মি অঙ্কনকালে স্টেশনকে সঠিকভাবে ছেদ না করা

(জ) অসাবধানতার কারণে প্লটিং-এ ভুল করা।

(ঝ) নক্‌শার কাগজের সম্প্রসারণ ও সংকোচন ।

(ঞ) নক্শার স্কেলে ভিন্নতা (ভুলবশত একই নক্‌শায় বিভিন্নাংশে ভিন্ন ভিন্ন স্কেলের ব্যবহার করা)। ১৭.১০.২ প্লেন টেবিল জরিপে সতর্কতা (Precuations to be taken in plane table survey) :

 

নিচে প্লেন টেবিল জরিপে গ্রহণীয় সতর্কতামূলক পদক্ষেপগুলোর তালিকা দেয়া হলো :

(ক) তেপায়া ও টেবিলের বোর্ডের সংযোগের বিভিন্ন স্ক্রু ও খুচরাংশগুলো ভালোভাবে এঁটে দিতে হবে।

(খ) বোর্ড সংস্থাপনকালে অবশ্যই অনুভূমিক করে বসাতে হবে এবং মাঝে মাঝে স্পিরিট লেভেলের সাহায্যে যাচাই করে নিতে হবে। (গ) টেবিল সংস্থাপনকালে তেপায়া ভালোভাবে চেপে দিতে হবে যেন পরবর্তীতে নিশানা ও অঙ্কনকালে পাগুলো অসমভাবে ডেবে না যায় । এতে বোর্ড অনুভূমিক থাকে না । (ঘ) টেবিল সংস্থাপন ও গোড়াপত্তনকালে অবশ্যই সেন্টারিং করে নিতে হবে।

(ঙ) এলিডেডের অঙ্কন ধার মসৃণ, সরল ও সোজা থাকতে হবে ।

(চ) আয়তাকার কম্পাসের উপর নির্ভর না করে পশ্চাদ্দৃশ্যের মাধ্যমে টেবিলের গোড়াপত্তন করতে হবে।

(ছ) মাঝে মাঝে দু’স্টেশনের দূরত্ব মেপে নক্শার দূরত্বের সাথে মিলিয়ে নিতে হবে।

(জ) . নিশানা ও রশ্মি টানার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং প্রতিটি রশ্মি যেন স্টেশনের কেন্দ্র ছেদ করে তার প্রতি সতর্কদৃষ্টি রাখতে হবে।

 

প্লেন টেবিল জরিপের উদ্দেশ্য ও আওতা
আমাদের গুগল নিউজে ফলো করুন

 

 

(ঝ) ভুল পরিহারের উদ্দেশ্যে প্লটকরণে সতর্কদৃষ্টি রাখতে হবে। (ঞ) আবহাওয়ার বিরূপতায় যেন কাগজের সংকোচন বা সম্প্রসারণ না ঘটে এর জন্য উন্নত মানের কাগজ ব্যবহার করতে

হবে এবং পানি বা জলীয়কণার স্পর্শ হতে নক্‌শাকে নিরাপদ রাখতে হবে। 

(ট) একই নক্‌শার সকল অংশে একই স্কেল ব্যবহার করতে হবে। 

(ঠ) আবহাওয়ার পারিপার্শ্বিক অবস্থার সাথে তাল মিলিয়ে উপযোগী সময়ে জরিপকার্য সমাধা করতে হবে।

 

আরও দেখুনঃ

Leave a Comment