আর্কিটেকচারে লেয়ার

আজকে আমরা আর্কিটেকচারে লেয়ার সম্পর্কে আলোচনা করবো। যা আর্কিটেকচার ড্রাফট উইথ ক্যাড – ২ এর অন্তর্গত।

 

আর্কিটেকচারে অটোক্যাড

 

আর্কিটেকচারে লেয়ার

ড্রয়িং করার সময় বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ধরনের লাইন, বা রং বা উপাদানসমূহ ব্যবহার করতে হয়। আবার একই প্ল্যান বিভিন্ন কাজে বার বার ব্যবহার করতে হয়। ম্যানুয়েল ড্রয়িং-এ এরূপ ক্ষেত্রে একটি শিটের প্রয়োজনীয় অংশ বার বার ট্রেসিং করা হয়। এতে সময় ও শ্রম দুই-ই বেশি লাগে। অটোক্যাডে এই পৃথক স্তর বা শিটের কাজটি লেয়ারে করা হয়। যেমন: দেয়াল, দরজা, জানালা পৃথক পৃথক লেয়ারে করা হয় ফলে কোনো অংশ পরিবর্তন বা সংশোধন বা কপি করা প্রয়োজন হলে সেই লেয়ারটি অফ অন করে কাজ করা যায়। আবার ওয়ার্কিং ড্রয়িং করা কোনো প্ল্যান থেকে মাপ ব্যতীত শুধু প্ল্যান প্রয়োজন হলে মাপের লেয়ারটি অফ করে শুধু প্ল্যানটি কপি করে কাজ করা যায়।

লেয়ারের কাজ

  • পৃথক পৃথক স্তরে বা লেয়ারে পৃথক পৃথক অংশ, উপাদান, লাইন বা ড্রয়িং করা,
  • পৃথক পৃথক লেয়ার পৃথক পৃথক রঙে উপস্থাপন করা,
  • প্রয়োজন হলে লেয়ার অফ অন করে পছন্দমত লেয়ারে কাজ করা,
  •  বিভিন্ন লেয়ারে পছন্দমত লাইন টাইপ ও গভীরতা দেয়া,
  • প্রিন্ট করার সময় নির্দিষ্ট লেয়ারকে প্রিন্ট করা বা না করা।

 

সার্ভেয়িং ১ সূচিপত্র

 

লেয়ারে কাজ করার সুবিধা

  • বিভিন্ন লেয়ারের নাম দেয়া থাকে বলে প্রয়োজন হলে সেই লেয়ারের কোনো অংশ খুঁজে বের করতে সুবিধা হয় ।
  • প্রয়োজন হলে লেয়ার অফ অন করে পছন্দমত লেয়ারে কাজ করা যায়,
  • পৃথক পৃথক স্তরে বা লেয়ারে পৃথক পৃথক অংশ, উপাদান, লাইন বা ড্রয়িং করা যায়,
  • পৃথক পৃথক লেয়ার পৃথক পৃথক রঙে উপস্থাপন করা যায় ও প্রিন্ট করা যায় ফলে ক্লায়েন্টকে বোঝানো সহজ হয়,
  • বিভিন্ন লেয়ারে পছন্দমত লাইন টাইপ ও গভীরতা দেয়া যায়,
  • প্রিন্ট করার সময় নির্দিষ্ট লেয়ারকে প্রিন্ট করা বা না করা সম্ভব হয়,
  • প্রিন্ট করার সময় বিভিন্ন অংশ আলাদাভাবে প্রিন্ট করা যায়।

লেয়ার তৈরি ও লেয়ারের বিভিন্ন কম্পোনেন্ট

কোনো কিছু ড্র করার পূর্বে সঠিকভাবে লেয়ার সেট করে ড্রইং করা সহজ ও উত্তম ।

Layer properties manager dialog box টি স্ক্রিনে প্রদর্শিত হলে তাতে লেয়ার তৈরি, পুরনো লেয়ার মুছে ফেলা, লেয়ারের নাম পরিবর্তন, কোনো লেয়ার অন-অফ, ফ্রিজ/আনফ্রিজ, লেয়ার কালার পরিবর্তন, লাইন টাইপ লাইন ওয়েট নির্দিষ্ট করে কাজ/ ড্রইং সুন্দরভাবে করা সম্ভব হয়।

নতুন লেয়ার তৈরির কৌশল ও বিভিন্ন অংশের বা কম্পোনেন্ট-এর কাজ ও সেটআপ

 

আর্কিটেকচারে লেয়ার

 

Layer properties manager dialog box আসবে (চিত্র) এতে

 

আর্কিটেকচারে লেয়ার

 

লেয়ার তৈরি:

Layer properties manager – new Layer ক্লিক করে লেয়ার-১ নামে একটি লেয়ার তৈরি হবে। উক্ত নামের উপর ক্লিক করে পছন্দ বা সুবিধা অনুসারে নাম দিয়ে লেয়ার নেম ঠিক করতে হয়। এভাবে গত লেয়ার প্রয়োজন ততগুলো লেয়ার তৈরি করতে হবে।

লেয়ার অন/অফ:

কোনো একটি বিশেষ লেয়ার ভিউপোর্ট দেখতে না চাইলে/প্রিন্টিং করতে না চাইলে সেটি অফ করে রাখা সম্ভব। Layer properties manager এ বামদিকের বাল আইকনে ক্লিক করে লেয়ারকে অন/অফ করা যায়।

লেয়ার ফ্রিজ/আনফ্রিক্স:

কোনো লেয়ারকে ভিউপোর্টে ইনভিজিবল বা অদৃশ্য করে রাখতে চাইলে Layer properties manager- এ সংশিষ্ট লেয়ার সিলেক্ট করে ফ্রিজ আইকনে ক্লিক করে লেয়ার ফ্রিজ/আনফ্রিজ করা যায় ।

 

আর্কিটেকচারে লেয়ার

 

লেয়ার লক/আনলক করা:

ড্রইং-এ যে অবজেক্ট বা লেয়ারের উপর কাজ করতে হবে সেটি রেখে অন্য লেয়ারগুলো লক করে রাখা সম্ভব, এতে লেয়ারসমূহ অদৃশ্য হবে না। এজন্য Layer properties manager এ সংশ্লিষ্ট লেয়ার সিলেক্ট করে একে লক/আনলক করে রাখতে হবে।

Color Assign করা

প্রত্যেক লেয়ার আলাদাভাবে চিহ্নিত করার জন্য Layer properties manager-2 কালার আইকনে ক্লিক করে সিলেট কালার বক্স থেকে ইনডেক্স কালার, ট্রু কালার, কালার বক্স থেকে প্রয়োজনীয় কালার সিলেক্ট করে ok চেপে বের হয়ে আসতে হবে।

Line type/weight Assign:

Layer properties manager Box Line type Line weight option এ ক্লিক করে প্রয়াজনীয় line type যেমন- solid line, iso das, iso dot ইত্যাদি select করি। একইভাবে line weight লাইনের গুরুত্ব (মোটা/চিকন) ইত্যাদি সিলেক্ট করে ok চেপে বের হয়ে আসতে হবে।

 

আর্কিটেকচারে লেয়ার

 

প্রশ্নমালা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. লেয়ার কী?

২. লেয়ার-এর অপশন কয়টি ও কি কি?

৩. লেয়ার টুলবারের ৪টি অপশন বা আইকনের নাম লেখ।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. লেয়ার টুলবারের মধ্যে ফ্রিজ ও লক-এর পার্থক্য লেখ।

২. লেয়ার-এ রং বা কালার-এর কাজ কি?

৩. লেয়ার-এ লাইন টাইপ ও লাইন ওয়েট-এর পার্থক্য কি?

রচনামূলক প্রশ্ন

১. লেয়ার টুলবারের বিভিন্ন অপশনের কাজ সংক্ষেপে বর্ণনা কর।

২. নতুন লেয়ার তৈরির কৌশল বর্ণনা কর।

৩. লেয়ারে কাজ করার সুবিধা-অসুবিধা বর্ণনা কর।

আরও দেখুনঃ

Leave a Comment